আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
তৃতীয় ধাপে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ কাল। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সতর্ক অবস্থানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা মোট ভোটকেন্দ্র ১২৭টি। এসব কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে অতি ঝুঁকিপূর্ণ চারটি ইউনিয়ন। তবে দিন শেষে শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধ শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন ও নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠার কোনো নির্বাচন নিকট অতীতে আর দেখা যায়নি। এর ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায় ও আছড়ে পড়েছে। পরিণত হয়েছে স্মরণকালের সেরা শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধে। প্রচুর শঙ্কায় রয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। ভোট ‘কেটে নেওয়ার’ (ভোট দিতে না পারা) মতো ঘটনা ঘটে কিনা এই নিয়ে আশঙ্কা করছেন ভোটারেরা। ভোটার ও স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, দলীয় কিংবা বিদ্রোহী প্রার্থী-সব পক্ষই শক্তিশালী। ভোটের মাঠ কিংবা পেশিশক্তি প্রদর্শন, যেকোনো ক্ষেত্রেই কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এ কারণে নির্বাচনের মাঠে ঘটতে পারে সহিংসতাসহ যেকোনো ধরনের দুর্ঘটনা। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করার দাবি জানিয়েছেন তাঁরা।
নির্বাচন ঘিরে থাকা শঙ্কা নিয়ে বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই, বাড়ছে নির্বাচনী উত্তেজনা।
উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজি রবিউল হক বলেন, আগের নির্বাচনে এক ধরনের প্রাণচাঞ্চল্য লক্ষ করা যেত। তবে যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র যেকোনো মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তরিত হতে পারে। তিনি জানান, উপজেলার প্রায় সব কেন্দ্রই কমবেশি ঝুঁকি রয়েছে। তবে বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।
আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, আমাদের প্রস্তুতি শেষ। আশা করি সকলের সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।
তৃতীয় ধাপে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ কাল। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সতর্ক অবস্থানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা মোট ভোটকেন্দ্র ১২৭টি। এসব কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে অতি ঝুঁকিপূর্ণ চারটি ইউনিয়ন। তবে দিন শেষে শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধ শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন ও নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠার কোনো নির্বাচন নিকট অতীতে আর দেখা যায়নি। এর ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায় ও আছড়ে পড়েছে। পরিণত হয়েছে স্মরণকালের সেরা শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধে। প্রচুর শঙ্কায় রয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। ভোট ‘কেটে নেওয়ার’ (ভোট দিতে না পারা) মতো ঘটনা ঘটে কিনা এই নিয়ে আশঙ্কা করছেন ভোটারেরা। ভোটার ও স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, দলীয় কিংবা বিদ্রোহী প্রার্থী-সব পক্ষই শক্তিশালী। ভোটের মাঠ কিংবা পেশিশক্তি প্রদর্শন, যেকোনো ক্ষেত্রেই কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এ কারণে নির্বাচনের মাঠে ঘটতে পারে সহিংসতাসহ যেকোনো ধরনের দুর্ঘটনা। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করার দাবি জানিয়েছেন তাঁরা।
নির্বাচন ঘিরে থাকা শঙ্কা নিয়ে বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই, বাড়ছে নির্বাচনী উত্তেজনা।
উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজি রবিউল হক বলেন, আগের নির্বাচনে এক ধরনের প্রাণচাঞ্চল্য লক্ষ করা যেত। তবে যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র যেকোনো মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তরিত হতে পারে। তিনি জানান, উপজেলার প্রায় সব কেন্দ্রই কমবেশি ঝুঁকি রয়েছে। তবে বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।
আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, আমাদের প্রস্তুতি শেষ। আশা করি সকলের সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪