Ajker Patrika

১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৫০
১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ

তৃতীয় ধাপে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ কাল। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সতর্ক অবস্থানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা মোট ভোটকেন্দ্র ১২৭টি। এসব কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে অতি ঝুঁকিপূর্ণ চারটি ইউনিয়ন। তবে দিন শেষে শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধ শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার ১৩ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ২৪৩ জন ও নারী ১ লাখ ১২ হাজার ১৭৬ জন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এত টান টান উত্তেজনা ও উৎকণ্ঠার কোনো নির্বাচন নিকট অতীতে আর দেখা যায়নি। এর ঢেউ ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা-জেলায় ও আছড়ে পড়েছে। পরিণত হয়েছে স্মরণকালের সেরা শ্বাসরুদ্ধকর ভোটযুদ্ধে। প্রচুর শঙ্কায় রয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। ভোট ‘কেটে নেওয়ার’ (ভোট দিতে না পারা) মতো ঘটনা ঘটে কিনা এই নিয়ে আশঙ্কা করছেন ভোটারেরা। ভোটার ও স্থানীয় সচেতন নাগরিকেরা জানান, দলীয় কিংবা বিদ্রোহী প্রার্থী-সব পক্ষই শক্তিশালী। ভোটের মাঠ কিংবা পেশিশক্তি প্রদর্শন, যেকোনো ক্ষেত্রেই কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এ কারণে নির্বাচনের মাঠে ঘটতে পারে সহিংসতাসহ যেকোনো ধরনের দুর্ঘটনা। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করার দাবি জানিয়েছেন তাঁরা।

নির্বাচন ঘিরে থাকা শঙ্কা নিয়ে বেলগাছি গ্রামের ভোটার মুক্তিযোদ্ধা শওকত আলী শাহ বলেন, বিদ্রোহীরা প্রায় সবাই প্রচণ্ড প্রভাবশালী। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ফলে বাড়ছে ক্ষমতার লড়াই, বাড়ছে নির্বাচনী উত্তেজনা।

উপজেলার প্রবীণ রাজনীতিবিদ কাজি রবিউল হক বলেন, আগের নির্বাচনে এক ধরনের প্রাণচাঞ্চল্য লক্ষ করা যেত। তবে যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। নির্বাচন এখন ছন্দ হারিয়ে দ্বন্দ্বে রূপ নিয়েছে। যেকোনো কেন্দ্র যেকোনো মুহূর্তে রণক্ষেত্রে রূপান্তরিত হতে পারে। তিনি জানান, উপজেলার প্রায় সব কেন্দ্রই কমবেশি ঝুঁকি রয়েছে। তবে বিশেষ করে বেলগাছি, কুমারী, কালিদাসপুর ও হারদী কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ।

আইনশৃঙ্খলার বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রস্তুতির বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মুস্তফা ফেরদৌস বলেন, আমাদের প্রস্তুতি শেষ। আশা করি সকলের সহযোগিতায় অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে একটি স্বচ্ছ, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত