দামি প্রসাধনী ব্র্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ জুন ২০২২, ০৬: ৩৩
আপডেট : ১৭ জুন ২০২২, ১০: ১১

প্রসাধনী কেনার সময় একটু দেখেশুনে না কিনলে চলে না। একটু দাম দিয়ে বিশ্বস্ত ব্র‍্যান্ডের প্রসাধনী কিনলে স্বস্তি হয়। জেনে নিন আপনার পরিচিত ব্র্যান্ডের প্রসাধনীগুলোর কোনটার কত দাম।

৫. ম্যাক কসমেটিকস
আইব্রো হোক বা লিপস্টিক–প্রায় সব নারীর কাছেই ভরসাযোগ্য় ম্যাকের প্রসাধনী। ১৯৮৪ সালে আমেরিকান কসমেটিক ব্র্যান্ড ম্যাক প্রথম বাজারে আসে। সব ধরনের ত্বকের উপযোগী প্রসাধনী পাওয়া যায় বলে ম্যাকে পণ্যের সমাহারও বেশ প্রশস্ত। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ–সবারই রূপ রুটিনে জায়গা করে নিয়েছে ম্যাক। এসব প্রসাধনীর দাম ১১ থেকে শুরু করে ৯৯ ডলার পর্যন্ত।

৪. টম ফোর্ড
বিশ্বের নামকরা সেলিব্রিটিদের আলমারিতে সগর্বে স্থান করে নিয়েছে আমেরিকান ব্র্যান্ড টম ফোর্ড। ২০০৪ সালে প্রথম টম ফোর্ড ব্র‍্যান্ড পরিচিতি পায়। এর পর থেকে এর সুনাম এতটুকুও কমেনি। টম ফোর্ডের প্রসাধনীর দাম শুরু হয়েছে ২৯ ডলার থেকে। সর্বোচ্চ ১৭৯ ডলারে কেনা যাবে বিলাসবহুল এই ব্র‍্যান্ডের প্রসাধনীগুলো।

৩. ইভস সেন্ট লরেন্ট
ন্যাচারাল লুক যাঁরা ভালোবাসেন, তাঁদের কাছে বিশ্বস্ততার নাম ইভস সেন্ট লরেন্ট। উন্নত মানের প্রসাধনী সরবরাহের জন্য ফরাসি এই ব্র‍্যান্ডটির আইশ্যাডো, লিপস্টিক ও অন্যান্য মেকআপ আইটেম স্টাইল-সচেতন নারীর ড্রেসিং টেবিলে শোভা পাচ্ছে। এসব প্রসাধনীর দাম ২৯ থেকে ২১০ ডলারের মধ্যে।

২. ডিওর
সমগ্র বিশ্বের আইকনিক ব্র‍্যান্ডগুলোর মধ্যে ফরাসি ব্র্যান্ড ডিওর অন্যতম। উন্নত মানের মেকআপ আইটেমের জন্য ডিওর ১৯৪৬ সাল থেকে ফ্যাশন-সচেতন নারীদের কাছে আরাধ্য বলা চলে। ত্বক চর্চার উপকরণ, মেকআপের উপকরণ ও সুগন্ধির বড় সংগ্রহ রয়েছে প্রসিদ্ধ এ ব্র‍্যান্ডটির। ডিওরের জনপ্রিয় মেকআপগুলোর মধ্যে রয়েছে লিপস্টিক, আইশ্যাডো ও ফাউন্ডেশন। এসব প্রসাধনীর মূল্য় ২৩ থেকে ২৪৫ ডলারের মধ্যে।

১. শ্যানেল
দামি ও নির্ভরযোগ্য প্রসাধনী মানেই শ্যানেল। এর সুগন্ধি নির্ভরযোগ্য ও জনপ্রিয়। পাশাপাশি এই ফরাসি লাক্সারি হাউসের অন্যান্য প্রসাধনী দীর্ঘদিন ধরে সৌন্দর্যবিলাসীদের সংগ্রহের তালিকায় ওপরের দিকে আছে। শ্যানেলের প্রসাধনীগুলোর দাম ২৯ থেকে ২৭৫ ডলারের মধ্যে।

সূত্র: দ্য বিউটি হলিক

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত