বিনোদন প্রতিবেদক, ঢাকা
বড় একটা ঝড় বয়ে গেছে অভিনেত্রী তানজিন তিশার জীবনে। গত ১২ ফেব্রুয়ারি বাবাকে হারিয়েছেন। মাথার ওপর থেকে সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিলেন তিশা। তাই অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন। তবে জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, ‘শো মাস্ট গো অন’। কাজ তো করে যেতেই হবে। তিশা তাই ফিরলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে।
২৬ ও ২৭ মার্চ রাজধানীর উত্তরার প্রিয়াংকা আবাসিক এলাকার একটি শুটিং হাউসে অনেক দিন পর দেখা গেল তানজিন তিশাকে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকের শুটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব। তিশা বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি প্রতিটি কাজে নিজেই নিজেকে উতরে যেতে চাই। পরের কাজটি কত ভালো হতে পারে, সেটা নিয়ে ভাবি। অভিনয় শেখার তো কোনো শেষ নেই। প্রতিনিয়তই নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আগে আমি নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করতাম। এখন সবার সঙ্গেই কাজ করছি, যাতে একঘেয়েমি না আসে।’
তানজিন তিশা তাঁর আজকের অবস্থানের জন্য কৃতজ্ঞ অভিনেতা আফরান নিশোর কাছে। তিশা বলেন, ‘নিজের মনোবল, নিজের সাহসের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি আমি। প্রত্যেক সহশিল্পীর প্রতিই আমি কৃতজ্ঞ। তবে বিশেষভাবে কৃতজ্ঞ আফরান নিশো ভাইয়ার কাছে। তিনি যেমন ভালো অভিনেতা, তেমনি ভালো একজন মানুষ। অনেক কিছু শিখেছি তাঁর কাছে।’
জানা গেছে, তানজিন তিশা-তৌসিফ অভিনীত ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকটি প্রচারিত হবে রোজার ঈদে। ঈদের আরও কিছু নাটকে দেখা যাবে তিশাকে।
এরই মধ্যে শিহাব শাহীন, সাগর জাহান, জাকারিয়া শৌখিনসহ অনেক নির্মাতাকে শিডিউল দিয়েছেন। শিগগিরই তাঁদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করবেন তিশা।
বড় একটা ঝড় বয়ে গেছে অভিনেত্রী তানজিন তিশার জীবনে। গত ১২ ফেব্রুয়ারি বাবাকে হারিয়েছেন। মাথার ওপর থেকে সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিলেন তিশা। তাই অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন। তবে জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, ‘শো মাস্ট গো অন’। কাজ তো করে যেতেই হবে। তিশা তাই ফিরলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে।
২৬ ও ২৭ মার্চ রাজধানীর উত্তরার প্রিয়াংকা আবাসিক এলাকার একটি শুটিং হাউসে অনেক দিন পর দেখা গেল তানজিন তিশাকে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকের শুটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব। তিশা বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি প্রতিটি কাজে নিজেই নিজেকে উতরে যেতে চাই। পরের কাজটি কত ভালো হতে পারে, সেটা নিয়ে ভাবি। অভিনয় শেখার তো কোনো শেষ নেই। প্রতিনিয়তই নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আগে আমি নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করতাম। এখন সবার সঙ্গেই কাজ করছি, যাতে একঘেয়েমি না আসে।’
তানজিন তিশা তাঁর আজকের অবস্থানের জন্য কৃতজ্ঞ অভিনেতা আফরান নিশোর কাছে। তিশা বলেন, ‘নিজের মনোবল, নিজের সাহসের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি আমি। প্রত্যেক সহশিল্পীর প্রতিই আমি কৃতজ্ঞ। তবে বিশেষভাবে কৃতজ্ঞ আফরান নিশো ভাইয়ার কাছে। তিনি যেমন ভালো অভিনেতা, তেমনি ভালো একজন মানুষ। অনেক কিছু শিখেছি তাঁর কাছে।’
জানা গেছে, তানজিন তিশা-তৌসিফ অভিনীত ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকটি প্রচারিত হবে রোজার ঈদে। ঈদের আরও কিছু নাটকে দেখা যাবে তিশাকে।
এরই মধ্যে শিহাব শাহীন, সাগর জাহান, জাকারিয়া শৌখিনসহ অনেক নির্মাতাকে শিডিউল দিয়েছেন। শিগগিরই তাঁদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করবেন তিশা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪