বিনোদন প্রতিবেদক, ঢাকা
বড় একটা ঝড় বয়ে গেছে অভিনেত্রী তানজিন তিশার জীবনে। গত ১২ ফেব্রুয়ারি বাবাকে হারিয়েছেন। মাথার ওপর থেকে সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিলেন তিশা। তাই অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন। তবে জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, ‘শো মাস্ট গো অন’। কাজ তো করে যেতেই হবে। তিশা তাই ফিরলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে।
২৬ ও ২৭ মার্চ রাজধানীর উত্তরার প্রিয়াংকা আবাসিক এলাকার একটি শুটিং হাউসে অনেক দিন পর দেখা গেল তানজিন তিশাকে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকের শুটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব। তিশা বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি প্রতিটি কাজে নিজেই নিজেকে উতরে যেতে চাই। পরের কাজটি কত ভালো হতে পারে, সেটা নিয়ে ভাবি। অভিনয় শেখার তো কোনো শেষ নেই। প্রতিনিয়তই নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আগে আমি নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করতাম। এখন সবার সঙ্গেই কাজ করছি, যাতে একঘেয়েমি না আসে।’
তানজিন তিশা তাঁর আজকের অবস্থানের জন্য কৃতজ্ঞ অভিনেতা আফরান নিশোর কাছে। তিশা বলেন, ‘নিজের মনোবল, নিজের সাহসের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি আমি। প্রত্যেক সহশিল্পীর প্রতিই আমি কৃতজ্ঞ। তবে বিশেষভাবে কৃতজ্ঞ আফরান নিশো ভাইয়ার কাছে। তিনি যেমন ভালো অভিনেতা, তেমনি ভালো একজন মানুষ। অনেক কিছু শিখেছি তাঁর কাছে।’
জানা গেছে, তানজিন তিশা-তৌসিফ অভিনীত ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকটি প্রচারিত হবে রোজার ঈদে। ঈদের আরও কিছু নাটকে দেখা যাবে তিশাকে।
এরই মধ্যে শিহাব শাহীন, সাগর জাহান, জাকারিয়া শৌখিনসহ অনেক নির্মাতাকে শিডিউল দিয়েছেন। শিগগিরই তাঁদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করবেন তিশা।
বড় একটা ঝড় বয়ে গেছে অভিনেত্রী তানজিন তিশার জীবনে। গত ১২ ফেব্রুয়ারি বাবাকে হারিয়েছেন। মাথার ওপর থেকে সবচেয়ে বড় আশ্রয়টি হারিয়ে ভীষণ ভেঙে পড়েছিলেন তিশা। তাই অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন। তবে জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, ‘শো মাস্ট গো অন’। কাজ তো করে যেতেই হবে। তিশা তাই ফিরলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে।
২৬ ও ২৭ মার্চ রাজধানীর উত্তরার প্রিয়াংকা আবাসিক এলাকার একটি শুটিং হাউসে অনেক দিন পর দেখা গেল তানজিন তিশাকে। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকের শুটিং করেছেন তিনি। সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব। তিশা বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই। আমি প্রতিটি কাজে নিজেই নিজেকে উতরে যেতে চাই। পরের কাজটি কত ভালো হতে পারে, সেটা নিয়ে ভাবি। অভিনয় শেখার তো কোনো শেষ নেই। প্রতিনিয়তই নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আগে আমি নির্দিষ্ট কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করতাম। এখন সবার সঙ্গেই কাজ করছি, যাতে একঘেয়েমি না আসে।’
তানজিন তিশা তাঁর আজকের অবস্থানের জন্য কৃতজ্ঞ অভিনেতা আফরান নিশোর কাছে। তিশা বলেন, ‘নিজের মনোবল, নিজের সাহসের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি আমি। প্রত্যেক সহশিল্পীর প্রতিই আমি কৃতজ্ঞ। তবে বিশেষভাবে কৃতজ্ঞ আফরান নিশো ভাইয়ার কাছে। তিনি যেমন ভালো অভিনেতা, তেমনি ভালো একজন মানুষ। অনেক কিছু শিখেছি তাঁর কাছে।’
জানা গেছে, তানজিন তিশা-তৌসিফ অভিনীত ‘বিয়াইন আই লাভ ইউ’ নাটকটি প্রচারিত হবে রোজার ঈদে। ঈদের আরও কিছু নাটকে দেখা যাবে তিশাকে।
এরই মধ্যে শিহাব শাহীন, সাগর জাহান, জাকারিয়া শৌখিনসহ অনেক নির্মাতাকে শিডিউল দিয়েছেন। শিগগিরই তাঁদের পরিচালনায় বেশ কিছু নাটকে অভিনয় করবেন তিশা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে