Ajker Patrika

পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় নারীসহ উভয় পক্ষের চারজন আহত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সোমবার বিকেলে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পান্থাবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে রাজারহাট থানায় অভিযোগ করা হয়েছে।

রাজারহাট থানার ওসি রাজু সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন, হাইবর আলী ও তাঁর স্ত্রী বিউটি বেগম এবং ছেলে বাপ্পি। এ ছাড়া এ ঘটনায় প্রতিপক্ষ মোকছেদুল ইসলাম আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পি বলেন, ‘সোমবার বিকেলে মোকছেদুলসহ কয়েকজন দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িতে এসে আমার বাবার ওপর হামলা করেন। আমি বাবাকে রক্ষা করতে গেলে তাঁরা আমাকেও জখম করেন।’

চিকিৎসাধীন অভিযুক্ত মোকছেদুল হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি হাইবরকে ফোন দিলে আমাকে তাঁর বাড়িতে ডাকেন। আমি তাঁদের বাড়িতে পৌঁছালে তাঁরা পেছন থেকে আমার ওপর হামলা করেন। হাইবরের পরিবারের সদস্যদের ওপর কে হামলা করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তা জানি না।’

ওসি রাজু আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত