বিনোদন ডেস্ক
প্রায় চার বছর পর টিভি পর্দায় ফিরলেন পাঞ্জাবি কন্যা নেহা আমানদিপ। জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়াল দিয়ে টেলিভিশনে পা রেখেছিলেন নেহা। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর মানসিক অবসাদে ভোগার কারণে লম্বা বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। দুঃসময়কে পেছনে ফেলে তিনি ফিরলেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘যোগমায়া’ নিয়ে। এতে তাঁর সঙ্গী ‘তুঁতে’র নায়ক সৈয়দ আরেফিন। যোগমায়া চরিত্রে আছেন নেহা, আর আরেফিন অভিনয় করছেন রেহান চরিত্রে।
যোগমায়া নামের এক মেয়ের গল্প দেখা যাবে এ সিরিয়ালে। এক গরিব রিকশাচালকের মেয়ে সে। অভাবের সংসারে বড় হলেও তার স্বপ্ন ছোট নয়। বাড়িতে বৈদ্যুতিক আলো না থাকায় ল্যাম্পপোস্টের তলায় লেখাপড়া করে। নিজের আশপাশের মানুষদের নিয়ে আরেকটু উন্নত জীবনের স্বপ্ন দেখে যোগমায়া। যেখানে অন্যায়, দুর্নীতি ও বঞ্চনা দেখে, ভয় না পেয়ে রুখে দাঁড়ায়।
অন্যদিকে ধারাবাহিকের নায়ক রেহান চট্টোপাধ্যায় সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান। যে পরিবারের সবাই চিকিৎসক, আছে নিজেদের হাসপাতালও। কিন্তু রেহান নিজে ডাক্তারি পড়তে চায়নি। সংগীতশিল্পী হতে চায় সে। যোগমায়ার মতোই রেহান মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, উপকার করতে চায়। অন্যায়ভাবে বস্তির জায়গা উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পৌরসভা অফিসে অভিযোগ জানাতে যায় যোগমায়া, সেখানেই রেহানের সঙ্গে তার পরিচয় হয়।
১১ মার্চ থেকে বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জি বাংলায় দেখা যাচ্ছে যোগামায়া সিরিয়ালটি। নেহা, আরেফিন ছাড়াও অভিনয় করছেন অনন্যা বিশ্বাস, চাঁদনি মুখোপাধ্যায়, মিমি দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। চিত্রনাট্য, সংগীত ও পরিচালনায় আছেন স্নেহাশিস চক্রবর্তী।
প্রায় চার বছর পর টিভি পর্দায় ফিরলেন পাঞ্জাবি কন্যা নেহা আমানদিপ। জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়াল দিয়ে টেলিভিশনে পা রেখেছিলেন নেহা। সান বাংলার ‘কনে বউ’ সিরিয়ালে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর মানসিক অবসাদে ভোগার কারণে লম্বা বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। দুঃসময়কে পেছনে ফেলে তিনি ফিরলেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘যোগমায়া’ নিয়ে। এতে তাঁর সঙ্গী ‘তুঁতে’র নায়ক সৈয়দ আরেফিন। যোগমায়া চরিত্রে আছেন নেহা, আর আরেফিন অভিনয় করছেন রেহান চরিত্রে।
যোগমায়া নামের এক মেয়ের গল্প দেখা যাবে এ সিরিয়ালে। এক গরিব রিকশাচালকের মেয়ে সে। অভাবের সংসারে বড় হলেও তার স্বপ্ন ছোট নয়। বাড়িতে বৈদ্যুতিক আলো না থাকায় ল্যাম্পপোস্টের তলায় লেখাপড়া করে। নিজের আশপাশের মানুষদের নিয়ে আরেকটু উন্নত জীবনের স্বপ্ন দেখে যোগমায়া। যেখানে অন্যায়, দুর্নীতি ও বঞ্চনা দেখে, ভয় না পেয়ে রুখে দাঁড়ায়।
অন্যদিকে ধারাবাহিকের নায়ক রেহান চট্টোপাধ্যায় সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান। যে পরিবারের সবাই চিকিৎসক, আছে নিজেদের হাসপাতালও। কিন্তু রেহান নিজে ডাক্তারি পড়তে চায়নি। সংগীতশিল্পী হতে চায় সে। যোগমায়ার মতোই রেহান মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, উপকার করতে চায়। অন্যায়ভাবে বস্তির জায়গা উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পৌরসভা অফিসে অভিযোগ জানাতে যায় যোগমায়া, সেখানেই রেহানের সঙ্গে তার পরিচয় হয়।
১১ মার্চ থেকে বাংলাদেশ সময় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় জি বাংলায় দেখা যাচ্ছে যোগামায়া সিরিয়ালটি। নেহা, আরেফিন ছাড়াও অভিনয় করছেন অনন্যা বিশ্বাস, চাঁদনি মুখোপাধ্যায়, মিমি দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। চিত্রনাট্য, সংগীত ও পরিচালনায় আছেন স্নেহাশিস চক্রবর্তী।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪