রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে গত ডিসেম্বরে। এরপর পেরিয়ে গেছে আট মাস। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী তিন মাসের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এ ক্ষেত্রে সেটি মানা হচ্ছে না। পরীক্ষার আট মাস পরও ফল না পেয়ে সেশনজটের আশঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা।
বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। সর্বশেষ ১ ডিসেম্বর ভাইভার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক হাসিবুল আলম প্রধান। আইন বিভাগের সভাপতিও তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাইভা শেষ হওয়ার কয়েক মাস পর ফল প্রকাশের বিষয়ে অধ্যাপক হাসিবুল আলম প্রধানের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ওই সময় বিভাগের সভাপতি শিক্ষার্থীদের ঈদুল আজাহার পর ফল প্রকাশ করার আশ্বাস দেন। কিন্তু ঈদের পর যোগাযোগ করলে বিভাগের সভাপতি জানান, বিভিন্ন কোর্সের শিক্ষকেরা খাতা জমা না দেওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন তিনি।
বিভাগের এক শিক্ষার্থী বলেন, তাঁদের সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে। অথচ তাঁদের দ্বিতীয় বর্ষের ফলাফলই প্রকাশ হয়নি। যদি তৃতীয় বর্ষের পরীক্ষার আগ মুহূর্তে ফল প্রকাশিত হয় সে ক্ষেত্রে অনেকের জন্য বিড়ম্বনা হবে। কারণ, অনেকের ইমপ্রুভমেন্ট আসতে পারে। সে ক্ষেত্রে তাঁরা তৃতীয় বর্ষের কোর্সগুলো পড়বেন নাকি দ্বিতীয় বর্ষের ওই কোর্সের ইমপ্রুভের জন্য পড়াশোনা করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা।
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান বলেন, এ বর্ষের শিক্ষার্থীদের খাতা দেখার দায়িত্বে থাকা বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। তাঁরা ইতিমধ্যে সব খাতা হাতে পেয়েছেন। এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে গত ডিসেম্বরে। এরপর পেরিয়ে গেছে আট মাস। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী তিন মাসের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এ ক্ষেত্রে সেটি মানা হচ্ছে না। পরীক্ষার আট মাস পরও ফল না পেয়ে সেশনজটের আশঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা।
বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। সর্বশেষ ১ ডিসেম্বর ভাইভার মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক হাসিবুল আলম প্রধান। আইন বিভাগের সভাপতিও তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাইভা শেষ হওয়ার কয়েক মাস পর ফল প্রকাশের বিষয়ে অধ্যাপক হাসিবুল আলম প্রধানের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ওই সময় বিভাগের সভাপতি শিক্ষার্থীদের ঈদুল আজাহার পর ফল প্রকাশ করার আশ্বাস দেন। কিন্তু ঈদের পর যোগাযোগ করলে বিভাগের সভাপতি জানান, বিভিন্ন কোর্সের শিক্ষকেরা খাতা জমা না দেওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন তিনি।
বিভাগের এক শিক্ষার্থী বলেন, তাঁদের সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে। অথচ তাঁদের দ্বিতীয় বর্ষের ফলাফলই প্রকাশ হয়নি। যদি তৃতীয় বর্ষের পরীক্ষার আগ মুহূর্তে ফল প্রকাশিত হয় সে ক্ষেত্রে অনেকের জন্য বিড়ম্বনা হবে। কারণ, অনেকের ইমপ্রুভমেন্ট আসতে পারে। সে ক্ষেত্রে তাঁরা তৃতীয় বর্ষের কোর্সগুলো পড়বেন নাকি দ্বিতীয় বর্ষের ওই কোর্সের ইমপ্রুভের জন্য পড়াশোনা করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা।
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান বলেন, এ বর্ষের শিক্ষার্থীদের খাতা দেখার দায়িত্বে থাকা বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। তাঁরা ইতিমধ্যে সব খাতা হাতে পেয়েছেন। এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে