
বলা হয় ‘বাঙালির পায়ের তলায় সরষে।’ হাওয়াবদলে না নেই একেবারে। দীর্ঘ পথে ভ্রমণ থেকে শুরু করে বিদেশবিভুঁই—সবখানেই আনন্দ খুঁজে পায় তারা। একঘেয়ে কর্মজীবনে আর কতই-বা রং ঢেলে নেওয়া সম্ভব? বদল আনা দরকার। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে গরমটাও ধীরে ধীরে কমতে থাকে। ফলে শীত আসার আগে এক দফা বেরিয়ে আসার এটাই মোক্ষম সময়। ভ্রমণের গন্তব্য যা-ই হোক না কেন, আবহাওয়া বুঝে আরামদায়ক পোশাক নির্বাচন করা খুবই জরুরি। নয়তো ভ্রমণের আনন্দ পুরোটাই মাটি হয়ে যাবে।
যেমন পোশাক সঙ্গী হবে
খুব শখ করে যে পোশাকটি কিনেছিলেন, কিন্তু এখনো অবধি গায়ে তোলাই হয়নি, সেটাই বুঝি ট্র্যাভেল ব্যাগে নিতে চাচ্ছেন? এ বেলায় একটু থামুন, এই আরাধ্য পোশাকটি ভ্রমণে আপনাকে স্বস্তি দেবে কি না, সেটা সবার আগে ভাবুন। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক পরে ঠিকমতো ঘুরে বেড়ানো যায় না। তাই ভ্রমণের পোশাক নির্বাচনের সময় বেছে বেছে আরামদায়ক পোশাকগুলোই ব্যাগে পুরতে হবে। এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে সহজ-সাবলীলভাবে হাঁটাচলা করা যায়, ঘেমে গেলেও ভেজা ভাব থাকে না এবং বাতাস চলাচল করতে পারে। ঢিলেঢালা টি-শার্ট, ফতুয়া, কামিজ, কুর্তি, টপস, শার্ট পরা যেতে পারে ভ্রমণের সময়। এসব পোশাক পরে পাহাড়ি বা দুর্গম এলাকায়ও সহজে ঘুরে বেড়ানো যায়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ওয়্যার হাউসের ডিজাইনার তাসনিম ফেরদৌস জানান, ভ্রমণের দিনগুলোয় পরার জন্য ঢিলেঢালা, আরামদায়ক ও একই সঙ্গে ফ্যাশনেবল এমন পোশাকই বেছে নেওয়া উচিত। ক্রপটপ, জাম্পস্যুট, রঙিন পালাজ্জো ও সামার ড্রেস এ সময়ে ভ্রমণের উপযোগী পোশাক। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় বিভিন্ন রঙের দিকেও খেয়াল রাখতে হবে।
আবহাওয়াকে গুরুত্ব দিয়ে
ভ্রমণকালে রাতের ঘুমটুকু বাদ রেখে প্রায় পুরোটা সময়ই বাইরে কাটানো হয়। ফলে ঘুরতে বের হওয়ার আগে বিবেচনা করতে হবে সেখানকার আবহাওয়া কেমন। একটি পোশাক যতই সুন্দর হোক না কেন, তা যদি আবহাওয়ার উপযোগী না হয়, তাহলে স্বস্তি মিলবে না। সুতির জামাকাপড় সব সময়ের জন্যই ভালো। যাঁদের এসি রুম, এসি বাস বা গাড়িতে ঠান্ডা লাগে, তাঁরা সঙ্গে পাতলা জ্যাকেট বা শাল রাখতে পারেন।
রঙিন পোশাকে ভালো ছবি
বাক্স-পেটরা গোছানোর সময় আরামদায়ক পোশাক নাহয় নেবেনই। কিন্তু সেসব পোশাকের রং নিয়েও ভাবতে হবে খানিকটা। কারণ ভ্রমণের স্মৃতি বইবে ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিগুলোই। ফলে এমন রঙের পোশাক সঙ্গে নিতে হবে, যেগুলোর রং ছবিতে খুব ভালো আসবে। বাদামি, কালো ও খাকি রঙের প্যান্ট, পালাজ্জো, স্কার্ট সঙ্গে রাখতে পারেন। এই রংগুলো অন্য প্রায় সব রঙের টি-শার্ট, সিঙ্গেল কামিজ, ফতুয়া বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। ওড়না বা স্কার্ফ পরলে সাদা, কালো, মেরুন অথবা নীল বেছে নিতে পারেন। একটু রংচঙে হলে কমলা, লাল, নীল, মেরুন ও সবুজ—এসব রঙের পোশাক সঙ্গে রাখতে পারেন। উদ্যাপনের ছবিগুলো দারুণ আসবে এসব রঙের পোশাকে।
২০১৪ সালে ফ্যাশন হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাজ শুরু করে স্বপ্নযাত্রা। এর কর্ণধার রাজন কুমার মজুমদার বলেন, ‘ভ্রমণ মানেই কিছু ভালো সময় কাটানো নিজের সঙ্গে বা পরিবার-পরিজনদের সঙ্গে। স্বপ্নযাত্রার হিউজ ফ্লেয়ারের স্কার্ট বা ডিজিটাল প্রিন্টের জর্জেট, মিক্সড তসর সিল্ক শাড়ি ভ্রমণের দিনগুলোকে করে তুলবে আরও বিশেষ।’ রাজন কুমার মজুমদার আরও বলেন, ‘আবহাওয়াকে মাথায় রেখে আমরা পোশাকের রং নির্বাচন করে থাকি। পোশাকের নকশার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই আরাম ও আবহাওয়া অনুযায়ী রং নির্বাচনকে।’

বলা হয় ‘বাঙালির পায়ের তলায় সরষে।’ হাওয়াবদলে না নেই একেবারে। দীর্ঘ পথে ভ্রমণ থেকে শুরু করে বিদেশবিভুঁই—সবখানেই আনন্দ খুঁজে পায় তারা। একঘেয়ে কর্মজীবনে আর কতই-বা রং ঢেলে নেওয়া সম্ভব? বদল আনা দরকার। সেপ্টেম্বর-অক্টোবরের দিকে গরমটাও ধীরে ধীরে কমতে থাকে। ফলে শীত আসার আগে এক দফা বেরিয়ে আসার এটাই মোক্ষম সময়। ভ্রমণের গন্তব্য যা-ই হোক না কেন, আবহাওয়া বুঝে আরামদায়ক পোশাক নির্বাচন করা খুবই জরুরি। নয়তো ভ্রমণের আনন্দ পুরোটাই মাটি হয়ে যাবে।
যেমন পোশাক সঙ্গী হবে
খুব শখ করে যে পোশাকটি কিনেছিলেন, কিন্তু এখনো অবধি গায়ে তোলাই হয়নি, সেটাই বুঝি ট্র্যাভেল ব্যাগে নিতে চাচ্ছেন? এ বেলায় একটু থামুন, এই আরাধ্য পোশাকটি ভ্রমণে আপনাকে স্বস্তি দেবে কি না, সেটা সবার আগে ভাবুন। খুব ফিটিং, জমকালো আর ভারী পোশাক পরে ঠিকমতো ঘুরে বেড়ানো যায় না। তাই ভ্রমণের পোশাক নির্বাচনের সময় বেছে বেছে আরামদায়ক পোশাকগুলোই ব্যাগে পুরতে হবে। এমন পোশাক নির্বাচন করতে হবে, যা পরে সহজ-সাবলীলভাবে হাঁটাচলা করা যায়, ঘেমে গেলেও ভেজা ভাব থাকে না এবং বাতাস চলাচল করতে পারে। ঢিলেঢালা টি-শার্ট, ফতুয়া, কামিজ, কুর্তি, টপস, শার্ট পরা যেতে পারে ভ্রমণের সময়। এসব পোশাক পরে পাহাড়ি বা দুর্গম এলাকায়ও সহজে ঘুরে বেড়ানো যায়। দেশীয় কাপড়ের ব্র্যান্ড ওয়্যার হাউসের ডিজাইনার তাসনিম ফেরদৌস জানান, ভ্রমণের দিনগুলোয় পরার জন্য ঢিলেঢালা, আরামদায়ক ও একই সঙ্গে ফ্যাশনেবল এমন পোশাকই বেছে নেওয়া উচিত। ক্রপটপ, জাম্পস্যুট, রঙিন পালাজ্জো ও সামার ড্রেস এ সময়ে ভ্রমণের উপযোগী পোশাক। এ ছাড়া পোশাক নির্বাচনের সময় বিভিন্ন রঙের দিকেও খেয়াল রাখতে হবে।
আবহাওয়াকে গুরুত্ব দিয়ে
ভ্রমণকালে রাতের ঘুমটুকু বাদ রেখে প্রায় পুরোটা সময়ই বাইরে কাটানো হয়। ফলে ঘুরতে বের হওয়ার আগে বিবেচনা করতে হবে সেখানকার আবহাওয়া কেমন। একটি পোশাক যতই সুন্দর হোক না কেন, তা যদি আবহাওয়ার উপযোগী না হয়, তাহলে স্বস্তি মিলবে না। সুতির জামাকাপড় সব সময়ের জন্যই ভালো। যাঁদের এসি রুম, এসি বাস বা গাড়িতে ঠান্ডা লাগে, তাঁরা সঙ্গে পাতলা জ্যাকেট বা শাল রাখতে পারেন।
রঙিন পোশাকে ভালো ছবি
বাক্স-পেটরা গোছানোর সময় আরামদায়ক পোশাক নাহয় নেবেনই। কিন্তু সেসব পোশাকের রং নিয়েও ভাবতে হবে খানিকটা। কারণ ভ্রমণের স্মৃতি বইবে ক্যামেরা বা স্মার্টফোনে তোলা ছবিগুলোই। ফলে এমন রঙের পোশাক সঙ্গে নিতে হবে, যেগুলোর রং ছবিতে খুব ভালো আসবে। বাদামি, কালো ও খাকি রঙের প্যান্ট, পালাজ্জো, স্কার্ট সঙ্গে রাখতে পারেন। এই রংগুলো অন্য প্রায় সব রঙের টি-শার্ট, সিঙ্গেল কামিজ, ফতুয়া বা শার্টের সঙ্গে মানিয়ে যায়। ওড়না বা স্কার্ফ পরলে সাদা, কালো, মেরুন অথবা নীল বেছে নিতে পারেন। একটু রংচঙে হলে কমলা, লাল, নীল, মেরুন ও সবুজ—এসব রঙের পোশাক সঙ্গে রাখতে পারেন। উদ্যাপনের ছবিগুলো দারুণ আসবে এসব রঙের পোশাকে।
২০১৪ সালে ফ্যাশন হাউস প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাজ শুরু করে স্বপ্নযাত্রা। এর কর্ণধার রাজন কুমার মজুমদার বলেন, ‘ভ্রমণ মানেই কিছু ভালো সময় কাটানো নিজের সঙ্গে বা পরিবার-পরিজনদের সঙ্গে। স্বপ্নযাত্রার হিউজ ফ্লেয়ারের স্কার্ট বা ডিজিটাল প্রিন্টের জর্জেট, মিক্সড তসর সিল্ক শাড়ি ভ্রমণের দিনগুলোকে করে তুলবে আরও বিশেষ।’ রাজন কুমার মজুমদার আরও বলেন, ‘আবহাওয়াকে মাথায় রেখে আমরা পোশাকের রং নির্বাচন করে থাকি। পোশাকের নকশার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই আরাম ও আবহাওয়া অনুযায়ী রং নির্বাচনকে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫