বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে রেকর্ডসংখ্যক ১১টি সিনেমা। দর্শকপ্রিয়তা আর ব্যবসায়িক সাফল্যের দৌড়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। নির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’র মতো এ সিনেমায়ও নানা চমক দেওয়ার চেষ্টা করেছেন।
প্রিয়তমায় তিনি নায়িকা করেছেন কলকাতার ইধিকা পালকে, এই সিনেমায় যুক্তরাষ্ট্রের কোর্টনি কোফিকে। আগের সিনেমায় শাকিব খানকে বয়োবৃদ্ধের চরিত্রে হাজির করে চমকে দিয়েছিলেন, এবার তিনি বয়োবৃদ্ধার চরিত্রে হাজির করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।
দর্শককে চমক দিতেই সিনেমা মুক্তির আগপর্যন্ত মাহির চরিত্রটি গোপন রেখেছিলেন পরিচালক। শাকিব খানের শৈশবে মাহিকে বর্তমান লুকে দেখা গেলেও শেষ দিকে মাহিকে দেখা গেছে শাকিব খানের ৬৫ বছর বয়সী মায়ের ভূমিকায়। তবে মাহির এই উপস্থিতি দর্শককে কতটা তৃপ্ত করেছে, সেটা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। কেউ বলছেন, মাহি ভালো করেছেন; আবার মাহি ভক্তদের কেউ কেউ বলছেন, নিজের নায়কের মায়ের চরিত্রে অভিনয়টা না করলেই ভালো হতো। তবে সব ছাপিয়ে কথা উঠছে মাহির মেকআপ নিয়ে। কম-বেশি সবাই প্রশংসা করেছেন এমন লুকের। তবে কেউ কেউ বলছেন, মেকআপটা আরও নিখুঁত হতে পারত।
এবার মাহি নিজেই মুখ খুললেন। জানালেন তাঁর মেকআপের রহস্য। বললেন, ‘অনেকেই তো প্রশংসা করছেন। দু-একজন নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু শুটিংয়ের সময় এই মেকআপ আমার কাছে সমস্যা মনে হয়নি।’
জানা গেছে, মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকে। ভারত থেকে আনা হয়েছিল মেকআপশিল্পী। মাহি জানিয়েছেন, মেকআপ নিতে সময় লাগত আড়াই ঘণ্টা, তুলতেও আড়াই ঘণ্টা। মেকআপে কোনো রকম ঘাটতি ছিল না।’
নায়িকা হয়ে নায়কের মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি গতানুগতিকতা থেকে বের হয়ে যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকা যদি শাহরুখের মায়ের চরিত্র করতে পারেন, আমি কেন শাকিবের মায়ের চরিত্র করতে পারব না? তা ছাড়া পরিচালক জেনে-বুঝেই আমাকে এই চরিত্রে কাস্ট করেছেন।’
ঈদ করতে মাহি এখন রয়েছেন রাজশাহীতে। কয়েক দিন পর ঢাকায় ফিরবেন।
এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে রেকর্ডসংখ্যক ১১টি সিনেমা। দর্শকপ্রিয়তা আর ব্যবসায়িক সাফল্যের দৌড়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। নির্মাতা হিমেল আশরাফ ‘প্রিয়তমা’র মতো এ সিনেমায়ও নানা চমক দেওয়ার চেষ্টা করেছেন।
প্রিয়তমায় তিনি নায়িকা করেছেন কলকাতার ইধিকা পালকে, এই সিনেমায় যুক্তরাষ্ট্রের কোর্টনি কোফিকে। আগের সিনেমায় শাকিব খানকে বয়োবৃদ্ধের চরিত্রে হাজির করে চমকে দিয়েছিলেন, এবার তিনি বয়োবৃদ্ধার চরিত্রে হাজির করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।
দর্শককে চমক দিতেই সিনেমা মুক্তির আগপর্যন্ত মাহির চরিত্রটি গোপন রেখেছিলেন পরিচালক। শাকিব খানের শৈশবে মাহিকে বর্তমান লুকে দেখা গেলেও শেষ দিকে মাহিকে দেখা গেছে শাকিব খানের ৬৫ বছর বয়সী মায়ের ভূমিকায়। তবে মাহির এই উপস্থিতি দর্শককে কতটা তৃপ্ত করেছে, সেটা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। কেউ বলছেন, মাহি ভালো করেছেন; আবার মাহি ভক্তদের কেউ কেউ বলছেন, নিজের নায়কের মায়ের চরিত্রে অভিনয়টা না করলেই ভালো হতো। তবে সব ছাপিয়ে কথা উঠছে মাহির মেকআপ নিয়ে। কম-বেশি সবাই প্রশংসা করেছেন এমন লুকের। তবে কেউ কেউ বলছেন, মেকআপটা আরও নিখুঁত হতে পারত।
এবার মাহি নিজেই মুখ খুললেন। জানালেন তাঁর মেকআপের রহস্য। বললেন, ‘অনেকেই তো প্রশংসা করছেন। দু-একজন নেতিবাচক মন্তব্যও করেছেন। কিন্তু শুটিংয়ের সময় এই মেকআপ আমার কাছে সমস্যা মনে হয়নি।’
জানা গেছে, মাহিকে নিয়ে শুটিং হয় রাঙামাটির সাজেকে। ভারত থেকে আনা হয়েছিল মেকআপশিল্পী। মাহি জানিয়েছেন, মেকআপ নিতে সময় লাগত আড়াই ঘণ্টা, তুলতেও আড়াই ঘণ্টা। মেকআপে কোনো রকম ঘাটতি ছিল না।’
নায়িকা হয়ে নায়কের মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি গতানুগতিকতা থেকে বের হয়ে যুগের সঙ্গে চলতে চাই। বলিউডে দীপিকা যদি শাহরুখের মায়ের চরিত্র করতে পারেন, আমি কেন শাকিবের মায়ের চরিত্র করতে পারব না? তা ছাড়া পরিচালক জেনে-বুঝেই আমাকে এই চরিত্রে কাস্ট করেছেন।’
ঈদ করতে মাহি এখন রয়েছেন রাজশাহীতে। কয়েক দিন পর ঢাকায় ফিরবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে