Ajker Patrika

তরুণদের ঝোঁক প্রযুক্তিপণ্যে

জয়নাল আবেদীন খান, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ৫০
তরুণদের ঝোঁক প্রযুক্তিপণ্যে

চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রযুক্তিপণ্যের চাহিদা বেড়েছে। পছন্দের পণ্য পেতে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন ক্রেতারা। পণ্য কেনায় তাঁরা দাম আর মানে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

রাজধানীর অদূরে পূর্বাচলে মেলা ঘুরে দেখা গেছে, বরাবরের মতোই প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি। আর ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিও দিন দিন বাড়ছে। কেউ কেউ পণ্য না কিনলেও জেনে নিচ্ছেন সর্বশেষ প্রযুক্তির দাম, মান ও ব্র্যান্ডের হালচাল। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিষ্ঠানও দিচ্ছে বিশেষ ছাড় ও উপহার।

এবারের মেলায় স্টলগুলোতে ডিজিটাল কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেটসহ নানা প্রযুক্তিপণ্যের পসরা সাজিয়ে রেখেছে কোম্পানিগুলো। তবে ব্র্যান্ডভেদে দামেরও পার্থক্য লক্ষ করা গেছে।

রাজধানীর আদাবর থেকে আসা সাদিয়া আক্তার এশা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মেলায় মোবাইল ফোনসেট কিনতে এসেছি। বিভিন্ন অফার বিবেচনা করে স্বল্প দামে ভালো মানের ফোন কিনতে চাই। এ জন্য বিভিন্ন স্টল ঘুরে দেখছি।’

লালবাগ থেকে আসা ক্রেতা কামরুজ্জামান বলেন, ‘আমি ডেলের একটি ল্যাপটপ ৪৩ হাজার টাকায় কিনেছি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থী অপু জানান, পছন্দের ডিজাইনের সনির স্মার্টফোনগুলো তাঁর বিশেষ পছন্দ। তাই মেলায় এসেছেন ছাড়-সুবিধা নিয়ে স্মার্টফোন কিনতে। পছন্দ হলে পরে এসে কিনবেন।

ওয়ালটনের অল ইন অল প্রোডাক্ট বিভাগের ব্যবস্থাপক রাকিব-বিন কাদের বলেন, ‘মেলা উপলক্ষে আমাদের প্রযুক্তিপণ্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি ভালো, তবে বিক্রি কম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত