‘সবাইকে নিয়ে শহর গড়তে চাই: মেয়র

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫২
Thumbnail image

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আওয়ামী লীগ আমার রক্ত, সেই জায়গায় আমার কেউ ক্ষতি করতে পারবে না। সেই বিশ্বাস নিয়ে আমি সবার সঙ্গে চলি। আসুন মানুষের কল্যাণের জন্য কাজ করি। তা না হলে আমাদের সন্তানরা সভ্য সমাজের দিকে যেতে পারবে না। আমি সবাইকে নিয়ে একটি পরিকল্পিত শহর গড়তে চাই।’

গাজীপুর মহানগর মহিলা লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে নগরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর মহিলা লীগের সভাপতি সেলিনা ইউনুসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন প্রমুখ।

জিসিসি মেয়র আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক হিসেবে কাজ করতে চাই। কেউ যেন চাঁদাবাজি করে সংগঠনকে ছোট করতে না পারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি সেদিকে লক্ষ রেখে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করেছি। আজকে আমাদের পদ আছে একদিন হয়তো পদ থাকবে না। কিন্তু মানুষ হিসেবে মানুষের সঙ্গে সম্পর্ক যেন করব পর্যন্ত থাকে। আমাকে আপনারা এই শহরের মেয়র বানিয়েছেন এবং দল আমাকে সাধারণ সম্পাদকের পদ দিয়েছে। এমন কিছু করবেন না যাতে আওয়ামী লীগের ও শহরের বদনাম হয়। আমাকে ছোট করলে দল ও শহরের মানুষকে ছোট করলেন।’

অপরদিকে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে দুপুরে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মো. মুজিবুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত