বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে প্রাইভেট কারের চালকের অদক্ষতা ও খামখেয়ালিকে দায়ী করে তারা। গত মঙ্গলবার দুপুরে বিরামপুরের ঘোড়াঘাট রেল গুমটিতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
এর আগে, ২ ফেব্রুয়ারি ভোরে বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেল গুমটিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়। দুর্ঘটনার পর প্রশাসনের পক্শ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বারিউল করিম খানকে আহ্বায়ক করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজি ও রেলওয়ে পার্বতীপুর শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসানকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ’প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেট কারটির চালকের অদক্ষতা ও খামখেয়ালির কারণে এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে ৪ জন ছিলেন। ৩ জন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তি চালক না যাত্রী তাঁকে আমরা খুঁজছি। তবে, পেলে দুর্ঘটনার আসল তথ্য জানা যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।’
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আগামীতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
দিনাজপুরের বিরামপুরে ট্রেন-প্রাইভেট কারের সংঘর্ষে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে প্রাইভেট কারের চালকের অদক্ষতা ও খামখেয়ালিকে দায়ী করে তারা। গত মঙ্গলবার দুপুরে বিরামপুরের ঘোড়াঘাট রেল গুমটিতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
এর আগে, ২ ফেব্রুয়ারি ভোরে বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট রেল গুমটিতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়। দুর্ঘটনার পর প্রশাসনের পক্শ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বারিউল করিম খানকে আহ্বায়ক করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজি ও রেলওয়ে পার্বতীপুর শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসানকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ’প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেট কারটির চালকের অদক্ষতা ও খামখেয়ালির কারণে এ ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে ৪ জন ছিলেন। ৩ জন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তি চালক না যাত্রী তাঁকে আমরা খুঁজছি। তবে, পেলে দুর্ঘটনার আসল তথ্য জানা যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।’
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আগামীতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে