প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বন্ধ, টাকা তুলতে পারছেন না দুই ক্যানসার রোগী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
Thumbnail image

বরগুনার পাথরঘাটায় ক্যানসারে আক্রান্ত দুজন রোগী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার চেক ব্যাংকে জমা দিলেও টাকা তুলতে পারছেন না। তাঁরা চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলেও কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি ব্লক আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।

জানা গেছে, চলতি বছরের গত ১৩ মার্চ পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের মো. শাহজাহানের স্ত্রী জয়নব বিবি এবং একই ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মো. জামালের স্ত্রী মোসা. রাবেয়া বেগমের নামে ৯০ হাজার টাকার চেক ইস্যু করা হয়। চেক দুটিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

রাবেয়া বেগমের স্বামী জামাল হোসেন জানান, তাঁর স্ত্রী ৪০ হাজার টাকার একটি চেক পেয়েছেন। চেকটি রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ চেকটি নগদায়ন না হওয়ার কথা বলছে।

পাথরঘাটা শাখা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘জয়নব বিবি ও রাবেয়া বেগমের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া ৫০ হাজার ও ৪০ হাজার টাকার দুটি চেক নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা হলেও নগদায়ন হয়নি। চেক দুটি সোনালী ব্যাংকের ছিল। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, হিসাবটি ব্লক আছে। ইতিমধ্যে চেকের মেয়াদও শেষ হয়ে গেছে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, চিকিৎসা সহায়তা হিসেবে প্রাপ্ত টাকা যেন দ্রুত পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আবার চেক ইস্যুর জন্য অনুরোধ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত