পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় ক্যানসারে আক্রান্ত দুজন রোগী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার চেক ব্যাংকে জমা দিলেও টাকা তুলতে পারছেন না। তাঁরা চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলেও কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি ব্লক আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।
জানা গেছে, চলতি বছরের গত ১৩ মার্চ পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের মো. শাহজাহানের স্ত্রী জয়নব বিবি এবং একই ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মো. জামালের স্ত্রী মোসা. রাবেয়া বেগমের নামে ৯০ হাজার টাকার চেক ইস্যু করা হয়। চেক দুটিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
রাবেয়া বেগমের স্বামী জামাল হোসেন জানান, তাঁর স্ত্রী ৪০ হাজার টাকার একটি চেক পেয়েছেন। চেকটি রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ চেকটি নগদায়ন না হওয়ার কথা বলছে।
পাথরঘাটা শাখা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘জয়নব বিবি ও রাবেয়া বেগমের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া ৫০ হাজার ও ৪০ হাজার টাকার দুটি চেক নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা হলেও নগদায়ন হয়নি। চেক দুটি সোনালী ব্যাংকের ছিল। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, হিসাবটি ব্লক আছে। ইতিমধ্যে চেকের মেয়াদও শেষ হয়ে গেছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, চিকিৎসা সহায়তা হিসেবে প্রাপ্ত টাকা যেন দ্রুত পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আবার চেক ইস্যুর জন্য অনুরোধ করা হবে।
বরগুনার পাথরঘাটায় ক্যানসারে আক্রান্ত দুজন রোগী প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার চেক ব্যাংকে জমা দিলেও টাকা তুলতে পারছেন না। তাঁরা চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলেও কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের হিসাবটি ব্লক আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম।
জানা গেছে, চলতি বছরের গত ১৩ মার্চ পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের মো. শাহজাহানের স্ত্রী জয়নব বিবি এবং একই ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মো. জামালের স্ত্রী মোসা. রাবেয়া বেগমের নামে ৯০ হাজার টাকার চেক ইস্যু করা হয়। চেক দুটিতে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।
রাবেয়া বেগমের স্বামী জামাল হোসেন জানান, তাঁর স্ত্রী ৪০ হাজার টাকার একটি চেক পেয়েছেন। চেকটি রূপালী ব্যাংকে জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ চেকটি নগদায়ন না হওয়ার কথা বলছে।
পাথরঘাটা শাখা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘জয়নব বিবি ও রাবেয়া বেগমের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া ৫০ হাজার ও ৪০ হাজার টাকার দুটি চেক নিজ নিজ ব্যাংক হিসাবে জমা করা হলেও নগদায়ন হয়নি। চেক দুটি সোনালী ব্যাংকের ছিল। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, হিসাবটি ব্লক আছে। ইতিমধ্যে চেকের মেয়াদও শেষ হয়ে গেছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, চিকিৎসা সহায়তা হিসেবে প্রাপ্ত টাকা যেন দ্রুত পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আবার চেক ইস্যুর জন্য অনুরোধ করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে