ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে অস্থিরতা চলছে। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তবে ১৫ জুলাই (সোমবার) বেপরোয়া হামলার শিকার হন তাঁরা। তাঁদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। পরে এটি ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। এরই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগের নেতা-কর্মীদের। এসব ঘটনার ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
মুখে স্কচটেপ, হাত পিছমোড়া করে বাঁধা এক তরুণীর এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এই তরুণী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী।ভাইরাল ভিডিওটি সম্পর্কে জানতে কি–ওয়ার্ড অনুসন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রিক ফেসবুক পেজ ‘জেএনইউ শর্ট স্টোরিজ’-এ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বলা হয়, ‘আপনাদের গুজবের কারণে মেয়েটা আজ ট্রমার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী। এই ভিডিও কিছুদিন আগে অবন্তিকা আত্মহত্যার প্রতিবাদস্বরূপ পথনাটকের দৃশ্যপট। কিন্তু কিছু মানুষ ভিডিওটিকে বর্তমান আন্দোলনের সময়কার উল্লেখসহ মেয়েটিকে ছাত্রলীগের নেত্রী হিসেবে উপস্থাপন করে ছড়িয়ে দেয়, যা ফেসবুকে ভাইরাল হয়ে যায়।’ এই পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, মেয়েটির নাম তৃষা, তিনি জবির সংগীত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরে এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌয়ের সঙ্গে। তিনি শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জবি শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সামিরা মৌ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর তিন দিনের মাথায় আমাদের মোমবাতি প্রজ্বালনের একটা পারফরম্যান্স আর্ট হয়। এই ভিডিওটা ওই দিনের।’
সামিরা মৌ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের সঙ্গে ওই পারফরম্যান্স আর্টের কিছু ছবিও শেয়ার করেন। এর একটি ছবিতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে পারফরম্যান্স আর্ট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশেই একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি (ভাস্কর্য) চত্বরের রেলিং ঘেঁষে মুখে স্কচটেপ, হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় বসে আছেন তৃষা। তৃষার রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে সামিরা মৌ বলেন, ‘আমি তাঁর সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, তাঁর রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতার তথ্য আমি পাইনি। সে একজন সাধারণ শিক্ষার্থী। অবন্তিকার মৃত্যুর ঘটনায় সে আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত ছিল। ভিডিওটি ভুলভাবে ভাইরাল হওয়ার পর সে এখন ট্রমাটাইজড হয়ে পড়েছে।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ মার্চ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং এক সহপাঠীর বিরুদ্ধে মামলা হয়েছে কুমিল্লার কোতোয়ালি থানায়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে অস্থিরতা চলছে। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তবে ১৫ জুলাই (সোমবার) বেপরোয়া হামলার শিকার হন তাঁরা। তাঁদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা। পরে এটি ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। এরই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগের নেতা-কর্মীদের। এসব ঘটনার ভিডিও, ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
মুখে স্কচটেপ, হাত পিছমোড়া করে বাঁধা এক তরুণীর এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এই তরুণী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী।ভাইরাল ভিডিওটি সম্পর্কে জানতে কি–ওয়ার্ড অনুসন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রিক ফেসবুক পেজ ‘জেএনইউ শর্ট স্টোরিজ’-এ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বলা হয়, ‘আপনাদের গুজবের কারণে মেয়েটা আজ ট্রমার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন সাধারণ ছাত্রী। এই ভিডিও কিছুদিন আগে অবন্তিকা আত্মহত্যার প্রতিবাদস্বরূপ পথনাটকের দৃশ্যপট। কিন্তু কিছু মানুষ ভিডিওটিকে বর্তমান আন্দোলনের সময়কার উল্লেখসহ মেয়েটিকে ছাত্রলীগের নেত্রী হিসেবে উপস্থাপন করে ছড়িয়ে দেয়, যা ফেসবুকে ভাইরাল হয়ে যায়।’ এই পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, মেয়েটির নাম তৃষা, তিনি জবির সংগীত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরে এ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌয়ের সঙ্গে। তিনি শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জবি শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সামিরা মৌ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর তিন দিনের মাথায় আমাদের মোমবাতি প্রজ্বালনের একটা পারফরম্যান্স আর্ট হয়। এই ভিডিওটা ওই দিনের।’
সামিরা মৌ আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের সঙ্গে ওই পারফরম্যান্স আর্টের কিছু ছবিও শেয়ার করেন। এর একটি ছবিতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে পারফরম্যান্স আর্ট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশেই একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি (ভাস্কর্য) চত্বরের রেলিং ঘেঁষে মুখে স্কচটেপ, হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় বসে আছেন তৃষা। তৃষার রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে সামিরা মৌ বলেন, ‘আমি তাঁর সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, তাঁর রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতার তথ্য আমি পাইনি। সে একজন সাধারণ শিক্ষার্থী। অবন্তিকার মৃত্যুর ঘটনায় সে আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত ছিল। ভিডিওটি ভুলভাবে ভাইরাল হওয়ার পর সে এখন ট্রমাটাইজড হয়ে পড়েছে।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ মার্চ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং এক সহপাঠীর বিরুদ্ধে মামলা হয়েছে কুমিল্লার কোতোয়ালি থানায়।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
১ দিন আগেমনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
২ দিন আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
২ দিন আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
২ দিন আগে