Ajker Patrika

ফ্যাক্টচেক /৬০০ সিসির বাইক অনুমোদনের তথ্য সোশ্যাল মিডিয়ায়, যা বলছে বিআরটিএ

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৮: ১৮
দেশে ৬০০ সিসির মোটরসাইকেল অনুমোদন দেওয়ার দাবিতে প্রচারিত পোস্ট
দেশে ৬০০ সিসির মোটরসাইকেল অনুমোদন দেওয়ার দাবিতে প্রচারিত পোস্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদন ও বিপণনের অনুমোদন দেওয়া হয়। এর আগে সর্বোচ্চ সিসি লিমিট ছিল ১৬৫। এরই মধ্যে দেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’

আর কে হাসান (Rk Hasan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে করা পোস্টটি বেশি ছড়িয়েছে। পোস্টটিতে রোববার বিকেল ৪টা পর্যন্ত ১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং ৩২টি শেয়ার হয়েছে। পাশাপাশি পোস্টটিতে ১৪৬টি কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কোনো কোনো অ্যাকাউন্ট থেকে তথ্যটিকে গুজব বলে উল্লেখ করা হয়েছে। আবার অনেকে সত্য মনে করে কমেন্ট করেছেন। নাইম আহমেদ (Nayeem Ahmed) লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আমিও চাইছিলাম CC লিমিট বারাইতে।’ মো. মুস্তাফিজুর রহমান (MD Mostafizur Rahman) লিখেছেন, ‘কিনতে না পারলেও আলহামদুলিল্লাহ। সিসি যত বেশি সেফটি তত বেশি।’

তথ্যটি যাচাইয়ের শুরুতে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ সিসি পর্যন্ত করার দাবিতে দেওয়া পোস্টগুলো পর্যবেক্ষণ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। এসব পোস্টের কোথাও তথ্যসূত্র উল্লেখ করতে দেখা যায়নি।

এমন কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানতে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট ঘেঁটে দেখা হয়। সেখানে এমন কোনো তথ্য নেই।

পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, দেশের গণমাধ্যমগুলোতেও এ বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে কিনা তা জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ–পরিচালক (প্রকৌশল-১) মো. তৌহিদুল ইসলাম তুষারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট হচ্ছে ৩৭৫ পর্যন্ত। ৬০০ সিসি লিমিট হওয়ায় তথ্যটি মিথ্যা।’

উল্লেখ্য, তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩ সালের সেপ্টেম্বরে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধনদেওয়ার বিষয়ে মত দেয়। পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ) একই বিষয়ে রাজি হয়। এর আগে বাংলাদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ছিল ১৬৫।

সুতরাং, বাংলাদেশের সড়কে মোটরসাইকেল চলাচলের লিমিট ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদিত হওয়ার তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এখন পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি ক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত