‘আমার ছেলের লাশ তাদের প্রয়োজন ছিল’— মুগ্ধর মায়ের নামে ভুয়া উক্তি ভাইরাল

ফ্যাক্টচেক ডেস্ক
Thumbnail image

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দেশে ফেরার কথা রয়েছে তাঁর। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে’র আয়োজনে অংশ নিয়ে সম্প্রতি ছাত্র–জনতার তীব্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে। কিছুই হঠাৎ হয়নি। এবিষয়ে বলতে গিয়ে তিনি উচ্চারণ করেন ‘মেটিকিউলাসলি’ শব্দটি। তাঁর এই বক্তব্য ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর মায়ের বক্তব্য দাবিতে একটি উদ্ধৃতি ছড়িয়ে পড়েছে। উদ্ধৃতিটিতে দাবি করা হচ্ছে, মুগ্ধর মা বলেছেন, ‘মেটিকিউলাস ডিজাইনের অংশ হিশেবে আমার ছেলের লাশটি তাদের প্রয়োজন ছিল।’গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টায় ‘সুষুপ্ত পাঠক’ নামের একটি ফেসবুক পেজে মুগ্ধের মাকে উদ্ধৃত করে এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এত এত মানুষ পঙ্গু হলো, অন্ধ হলো, মারা গেল সব তাদের পরিকল্পনার অংশ ছিল! যারা বেঁচে আছে সারা জীবন আফসোস করবে তাদের ব্যবহার করা হয়েছে। এই সব কিছু না ঘটলে সরকার ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হবে না। তাই তাদেরই সবচেয়ে দরকার ছিল মুগ্ধর লাশ!’ সুষুপ্ত পাঠকের পোস্টটি অর্ধশতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় দেড় হাজার। ‘সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক গ্রুপেও গতকাল শুক্রবার এমন একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপ, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও মুগ্ধর মায়ের কথিত মন্তব্যটি পোস্ট করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদমাধ্যমে মুগ্ধর মৃত্যু নিয়ে তাঁর মায়ের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। স্বভাবতই নিহত মুগ্ধর মা তাঁর সন্তানের মৃত্যু নিয়ে এমন অভিযোগ করলে তা সংবাদমাধ্যমে পাওয়া যেত।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’—এর আয়োজনে বক্তব্য দিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভপরে কথিত মন্তব্যটি সম্পর্কে জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে। তিনি বলেন, ‘বিষয়টা সম্পূর্ণ ফেইক। আমার মা এখন পর্যন্ত মিডিয়ার সামনে আসেননি এবং এমন কোনো বক্তব্য দেননি।’ 

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন তিনি।কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিহত মীর মুগ্ধর স্ট্যাটাস। ছবি: ফেসবুক থেকে সংগৃহীততাঁর মৃত্যুর পর ওই সময় সোশ্যাল মিডিয়ায় মুগ্ধর একটি স্ট্যাটাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুগ্ধ ওই স্ট্যাটাসে লিখেছিলেন, ‘জামাত-শিবির, ছাত্রদলের উদ্দেশ্য কিছু কথা: ছাত্র আন্দোলনে ঢুকে ছাত্র আন্দোলনটাকে রাজনৈতিক দলের আন্দোলন বানাবেন না। হ্যাডম থাকলে আগেই আসতেন আপনারা, সুযোগসন্ধানী আচরণ করে এই আন্দোলনের উদ্দেশ্যটা নষ্ট করবেন না, জাত চেনাবেন না। আপনি যদি ছাত্র হোন তবে ছাত্র হয়েই আসুন। আমাদের আন্দোলনে ছাত্র প্রয়োজন, কোনো উদ্দেশ্য হাসিলকারী নেতা নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত