ফ্যাক্টচেক ডেস্ক
দেশজুড়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। পূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে শুরু থেকেই বিভিন্ন দাবিতে ছড়াচ্ছে বিভিন্ন ভিডিও, ছবি। এসব ভিডিও, ছবির মধ্যে সত্য ঘটনা যেমন আছে, তেমনি ছড়িয়েছে বিভিন্ন ভুল, বিভ্রান্তিকর তথ্য।
আজ রোববার দুপুর থেকে ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, বোরকা পরিহিত এক তরুণী পূজামণ্ডপে ঢোকার চেষ্টা করছেন। এ সময় মণ্ডপের পুরোহিত তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই তরুণী পরে বোরকা খুলে আশপাশের লোকজনের সহায়তায় পূজার কাজ সম্পন্ন করেন।
‘সুষুপ্ত পাঠক’ নামের ৩০ হাজার ফলোয়ারের পেজে আজ দুপুর সোয়া একটায় ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে দাবি করা হয়, বোরকা পরে ওই তরুণী দুর্গাপূজা করতে মণ্ডপে প্রবেশ করতে গিয়ে বাধার মুখোমুখি হন। ঘণ্টাখানেকের মধ্যে ভিডিওতে হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এটি দেখা হয়েছে প্রায় সাড়ে ১৬ হাজার; কমেন্ট পড়েছে প্রায় ২০০। এ ঘটনাটি সত্য ভেবে কমেন্ট করেছেন। কেউ ঘটনাটির প্রকৃত কারণ জানতে চেয়েছেন।
রাজেশ সিংহ নামে একজন লিখেছেন, ‘এমন ধর্মীয় উদারতা শুধুই সনাতন ধর্মের মানুষদের মাঝেই দেখা যায়। এই কারণেই সনাতন সংস্কৃতির উৎসবগুলো প্রায়ই সর্বজনীন হয়ে থাকে।’ সুমিত অধিকারী নামে আরেকজন লিখেছেন, ‘এই মেয়েটি ধর্মান্তরিত হতে পারে। আগে হিন্দু ছিল পরে নওমুসলিম হয়েছে। তবে আমি শিওর না। কিন্তু পুরোহিত যা করেছেন, সেটাও ভালো। মেয়েটির বোরকার ভেতর বোমা থাকতে পারত। বোরকার ভেতর কুরআন শরীফ নিয়ে প্রতিমার পায়ে রেখে দিতে পারত।’
ভিডিওটি দেখে আপাত মনে হচ্ছে, এটি একটি সিসিটিভি ফুটেজ। ফুটেজটিতে তারিখ উল্লেখ করা ৩০ সেপ্টেম্বর। পোস্টটিতে ঘটনাটির স্থান উল্লেখ নেই।
পরে ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স সার্চে ‘সঞ্জনা গালরানি (Sanjjanaa Galrani)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যায়। পেজটির পরিচয়ে লেখা, সঞ্জনা গালরানি একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। ভিডিওটি পেজটিতে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) পোস্ট করা হয়।
পোস্টের ক্যাপশনে ইংরেজিতে লেখা, এটি অপ্রত্যাশিত ছিল। ক্যাপশনের নিচেই একটি ডিসক্লেইমার দেওয়া রয়েছে। এতে দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এই পেজে অনেক সাজানো ভিডিও, প্যারোডি এবং সচেতনতামূলক ভিডিও রয়েছে। এই শর্ট ফিল্মগুলো শুধু বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওগুলোতে ফুটিয়ে তোলা সমস্ত চরিত্র ও পরিস্থিতি কাল্পনিক এবং সচেতনতা বৃদ্ধি, বিনোদন ও মানুষকে শিক্ষিত করাই এসব ভিডিওর উদ্দেশ্যে। পেজটি ঘুরে এমন ডিসক্লেইমার দেওয়া একাধিক ভিডিও পাওয়া যায়।
ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নিউজ মিটারের অনুসন্ধানেও ভিডিওটি সাজানো বলে জানানো হয়েছে।
সুতরাং, বোরকা পরে তরুণীর দুর্গাপূজা করতে মণ্ডপে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, সাজানো ভিডিও।
আরও পড়ুন:
দেশজুড়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। পূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে শুরু থেকেই বিভিন্ন দাবিতে ছড়াচ্ছে বিভিন্ন ভিডিও, ছবি। এসব ভিডিও, ছবির মধ্যে সত্য ঘটনা যেমন আছে, তেমনি ছড়িয়েছে বিভিন্ন ভুল, বিভ্রান্তিকর তথ্য।
আজ রোববার দুপুর থেকে ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, বোরকা পরিহিত এক তরুণী পূজামণ্ডপে ঢোকার চেষ্টা করছেন। এ সময় মণ্ডপের পুরোহিত তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ওই তরুণী পরে বোরকা খুলে আশপাশের লোকজনের সহায়তায় পূজার কাজ সম্পন্ন করেন।
‘সুষুপ্ত পাঠক’ নামের ৩০ হাজার ফলোয়ারের পেজে আজ দুপুর সোয়া একটায় ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে দাবি করা হয়, বোরকা পরে ওই তরুণী দুর্গাপূজা করতে মণ্ডপে প্রবেশ করতে গিয়ে বাধার মুখোমুখি হন। ঘণ্টাখানেকের মধ্যে ভিডিওতে হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এটি দেখা হয়েছে প্রায় সাড়ে ১৬ হাজার; কমেন্ট পড়েছে প্রায় ২০০। এ ঘটনাটি সত্য ভেবে কমেন্ট করেছেন। কেউ ঘটনাটির প্রকৃত কারণ জানতে চেয়েছেন।
রাজেশ সিংহ নামে একজন লিখেছেন, ‘এমন ধর্মীয় উদারতা শুধুই সনাতন ধর্মের মানুষদের মাঝেই দেখা যায়। এই কারণেই সনাতন সংস্কৃতির উৎসবগুলো প্রায়ই সর্বজনীন হয়ে থাকে।’ সুমিত অধিকারী নামে আরেকজন লিখেছেন, ‘এই মেয়েটি ধর্মান্তরিত হতে পারে। আগে হিন্দু ছিল পরে নওমুসলিম হয়েছে। তবে আমি শিওর না। কিন্তু পুরোহিত যা করেছেন, সেটাও ভালো। মেয়েটির বোরকার ভেতর বোমা থাকতে পারত। বোরকার ভেতর কুরআন শরীফ নিয়ে প্রতিমার পায়ে রেখে দিতে পারত।’
ভিডিওটি দেখে আপাত মনে হচ্ছে, এটি একটি সিসিটিভি ফুটেজ। ফুটেজটিতে তারিখ উল্লেখ করা ৩০ সেপ্টেম্বর। পোস্টটিতে ঘটনাটির স্থান উল্লেখ নেই।
পরে ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স সার্চে ‘সঞ্জনা গালরানি (Sanjjanaa Galrani)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যায়। পেজটির পরিচয়ে লেখা, সঞ্জনা গালরানি একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী। ভিডিওটি পেজটিতে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) পোস্ট করা হয়।
পোস্টের ক্যাপশনে ইংরেজিতে লেখা, এটি অপ্রত্যাশিত ছিল। ক্যাপশনের নিচেই একটি ডিসক্লেইমার দেওয়া রয়েছে। এতে দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এই পেজে অনেক সাজানো ভিডিও, প্যারোডি এবং সচেতনতামূলক ভিডিও রয়েছে। এই শর্ট ফিল্মগুলো শুধু বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওগুলোতে ফুটিয়ে তোলা সমস্ত চরিত্র ও পরিস্থিতি কাল্পনিক এবং সচেতনতা বৃদ্ধি, বিনোদন ও মানুষকে শিক্ষিত করাই এসব ভিডিওর উদ্দেশ্যে। পেজটি ঘুরে এমন ডিসক্লেইমার দেওয়া একাধিক ভিডিও পাওয়া যায়।
ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নিউজ মিটারের অনুসন্ধানেও ভিডিওটি সাজানো বলে জানানো হয়েছে।
সুতরাং, বোরকা পরে তরুণীর দুর্গাপূজা করতে মণ্ডপে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়, সাজানো ভিডিও।
আরও পড়ুন:
একটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
৫ দিন আগে