ফ্যাক্টচেক ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি–বাঙালি উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলমান এ উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে আশঙ্কার কথা বলা হয়েছে। এ উত্তেজনা ঘিরে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে বিভিন্ন ভিডিও। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, সংঘাত–হামলার বিভিন্ন দৃশ্য। কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্রধারীদের।
‘রেহান (Rehan)’ নামের একটি ফেসবুক পেজে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এমন একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘কত সুন্দর, অটোমেটিক–সেমি অটোমেটিক gu n নিয়ে তারা ঘোরাঘুরি করছে।’
৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুজন তরুণ সশস্ত্র অবস্থায় রাস্তা পার হচ্ছেন। ভিডিওটি ইতিমধ্যে ২৫ হাজারের বেশি দেখা হয়েছে। শেয়ার হয়েছে দেড় শতাধিক। পোস্টের কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি বাংলাদেশের দাবি করে মন্তব্য করেছেন।
ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ‘সাত্তার জাক্কাল (Sattar Jakkal)’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। পেজের লোকেশন দেওয়া রয়েছে ফিলিপাইনের বাসিলান রাজ্যের রাজধানী লামিতান শহর। পেজটিতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একাধিক ভিডিও পাওয়া যায়। বাংলাদেশের দাবিতে ভাইরাল ভিডিওটি ওই পেজে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে ফিলিপিনো ভাষায় লেখা, ‘এদের আগে যেতে দাও।’
ভিডিওটিতে সাদা রঙের একটি মাইক্রোবাস যেতে দেখা যায়। মাইক্রোবাসটির নম্বর প্লেটের সঙ্গে বাংলাদেশের যানবাহনে ব্যবহৃত নম্বর প্লেটের মিল নেই। মাইক্রোবাসটির নম্বর প্লেটে ইংরেজিতে লেখা, ‘এনডিভি ৭৭৯৭’। বাংলাদেশি যানবাহনের নম্বর প্লেটে সাধারণত আগে জেলা বা শহরের নাম থাকে। যেমন, ঢাকা মেট্রো বা চট্ট মেট্রো মাইক্রোবাসটির দৃশ্যমান নম্বর প্লেটের সঙ্গে ফিলিপাইনের যানবাহনের নম্বর প্লেটের মিল রয়েছে। ফিলিপাইনের টায়ার কোম্পানি ট্রায়াঙ্গল টায়ারসের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে ৫ ধরনের নম্বর প্লেট ব্যবহার করা হয়। এই ধরনের নম্বর প্লেটের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মাইক্রোবাসটির নম্বর প্লেটের মিল রয়েছে।
ওয়েবসাইটটি থেকে জানা যায়, এই ধরনের নম্বর প্লেট ব্যক্তিগত যানবাহনে ব্যবহার করা হয়। এই ধরনের নম্বর প্লেট অক্ষর ও সংখ্যার সমন্বয়ে তৈরি। কখনো কখনো ব্যক্তিগত যানবাহনের নম্বর প্লেটে থাকা প্রথম বর্ণটি গাড়িটি নিবন্ধনের অঞ্চল নির্দেশ করে। যেমন, এন দিয়ে প্রদেশগুলোর রাজধানী বোঝায়। এই ধরনের নম্বর প্লেটের দুটি বিন্যাস আছে। যথা: এলএলএল–ডিডিডি বা এলএলএল–ডিডিডিডি। এখানে এল দিয়ে লেটার বা বর্ণ এবং ডি দিয়ে ডিজিট বা সংখ্যা নির্দেশ করে।
নম্বর প্লেটের এ বর্ণনার সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মাইক্রোবাসটির নম্বর প্লেটের মিল পাওয়া যায়। এ ছাড়া পেজটিতে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পোস্ট করা একই স্থানে অস্ত্র নিয়ে রাস্তা পারাপারের আরেকটি ভিডিওতেও একই ধরনের নম্বর প্লেট দেখা যায়।
প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে লামিতান শহরে ফিলিপাইন ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ গ্রুপের হামলা, তৎপরতার তথ্য পাওয়া যায়। তবে চলতি বছরের ১৯ জুন বাসিলান রাজ্যের গভর্নর শহরটিকে জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ মুক্ত ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই অঞ্চলটিতে বোমা হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন–
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি–বাঙালি উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলমান এ উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে বলে আশঙ্কার কথা বলা হয়েছে। এ উত্তেজনা ঘিরে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে বিভিন্ন ভিডিও। এসব ভিডিওতে দেখা যাচ্ছে, সংঘাত–হামলার বিভিন্ন দৃশ্য। কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্রধারীদের।
‘রেহান (Rehan)’ নামের একটি ফেসবুক পেজে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এমন একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘কত সুন্দর, অটোমেটিক–সেমি অটোমেটিক gu n নিয়ে তারা ঘোরাঘুরি করছে।’
৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুজন তরুণ সশস্ত্র অবস্থায় রাস্তা পার হচ্ছেন। ভিডিওটি ইতিমধ্যে ২৫ হাজারের বেশি দেখা হয়েছে। শেয়ার হয়েছে দেড় শতাধিক। পোস্টের কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা ভিডিওটি বাংলাদেশের দাবি করে মন্তব্য করেছেন।
ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ‘সাত্তার জাক্কাল (Sattar Jakkal)’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। পেজের লোকেশন দেওয়া রয়েছে ফিলিপাইনের বাসিলান রাজ্যের রাজধানী লামিতান শহর। পেজটিতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একাধিক ভিডিও পাওয়া যায়। বাংলাদেশের দাবিতে ভাইরাল ভিডিওটি ওই পেজে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে ফিলিপিনো ভাষায় লেখা, ‘এদের আগে যেতে দাও।’
ভিডিওটিতে সাদা রঙের একটি মাইক্রোবাস যেতে দেখা যায়। মাইক্রোবাসটির নম্বর প্লেটের সঙ্গে বাংলাদেশের যানবাহনে ব্যবহৃত নম্বর প্লেটের মিল নেই। মাইক্রোবাসটির নম্বর প্লেটে ইংরেজিতে লেখা, ‘এনডিভি ৭৭৯৭’। বাংলাদেশি যানবাহনের নম্বর প্লেটে সাধারণত আগে জেলা বা শহরের নাম থাকে। যেমন, ঢাকা মেট্রো বা চট্ট মেট্রো মাইক্রোবাসটির দৃশ্যমান নম্বর প্লেটের সঙ্গে ফিলিপাইনের যানবাহনের নম্বর প্লেটের মিল রয়েছে। ফিলিপাইনের টায়ার কোম্পানি ট্রায়াঙ্গল টায়ারসের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে ৫ ধরনের নম্বর প্লেট ব্যবহার করা হয়। এই ধরনের নম্বর প্লেটের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মাইক্রোবাসটির নম্বর প্লেটের মিল রয়েছে।
ওয়েবসাইটটি থেকে জানা যায়, এই ধরনের নম্বর প্লেট ব্যক্তিগত যানবাহনে ব্যবহার করা হয়। এই ধরনের নম্বর প্লেট অক্ষর ও সংখ্যার সমন্বয়ে তৈরি। কখনো কখনো ব্যক্তিগত যানবাহনের নম্বর প্লেটে থাকা প্রথম বর্ণটি গাড়িটি নিবন্ধনের অঞ্চল নির্দেশ করে। যেমন, এন দিয়ে প্রদেশগুলোর রাজধানী বোঝায়। এই ধরনের নম্বর প্লেটের দুটি বিন্যাস আছে। যথা: এলএলএল–ডিডিডি বা এলএলএল–ডিডিডিডি। এখানে এল দিয়ে লেটার বা বর্ণ এবং ডি দিয়ে ডিজিট বা সংখ্যা নির্দেশ করে।
নম্বর প্লেটের এ বর্ণনার সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মাইক্রোবাসটির নম্বর প্লেটের মিল পাওয়া যায়। এ ছাড়া পেজটিতে গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পোস্ট করা একই স্থানে অস্ত্র নিয়ে রাস্তা পারাপারের আরেকটি ভিডিওতেও একই ধরনের নম্বর প্লেট দেখা যায়।
প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে লামিতান শহরে ফিলিপাইন ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ গ্রুপের হামলা, তৎপরতার তথ্য পাওয়া যায়। তবে চলতি বছরের ১৯ জুন বাসিলান রাজ্যের গভর্নর শহরটিকে জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ মুক্ত ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই অঞ্চলটিতে বোমা হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন–
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
৮ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
২ দিন আগে