ফ্যাক্টচেক ডেস্ক
প্রায় দেড় মাস পর খুলে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পর্যটনস্পটগুলো। আজ মঙ্গলবার থেকে ভ্রমণপিপাসুরা যেতে পারছেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা খাগড়াছড়িতে। এমন প্রেক্ষাপটে খাগড়াছড়ির আলুটিলাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ছবি দাবিতে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এই দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করা হচ্ছেফেসবুকের বিভিন্ন পোস্টে।
আলুটিলাতে দুর্ঘটনার দাবিতে ফেসবুকেভাইরাল ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি বাস পাহাড়ের খাদে পড়ে আছে। বেশ কিছু মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ খাগড়াছড়ির নিজস্ব সংবাদদাতা নীরব চৌধুরী বিটনের সঙ্গে যোগাযোগ করে। বিটন জানান, ফেসবুকে দুর্ঘটনার তথ্য পেয়ে তিনি হাসপাতাল, খাগড়াছড়ি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সূত্রে ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করেন। সংশ্লিষ্ট কোনো সূত্রেই ঘটনাটির সত্যতা পাননি।
বিটন পরবর্তীতে আরও জানান, আলুটিলায় এমন কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব।
পরে ভাইরাল ছবিগুলো সম্পর্কে জানতে রিভার্স ইমেজ সার্চ করলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের ওয়েবসাইটে সেগুলো পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। উত্তরাখণ্ডের আলমোরা জেলার মার্চুলায় গতকাল সোমবার (৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি খাদের পাথুরে ঢালে উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। উত্তরাখণ্ডের আলমোরা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনা সোমবার সকালে ঘটে। জেলা প্রশাসন সকাল ৮টা ৪৫ মিনিটে বাসটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ার খবর পায়।
এ ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আলমোরা, উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। একই সঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
প্রায় দেড় মাস পর খুলে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পর্যটনস্পটগুলো। আজ মঙ্গলবার থেকে ভ্রমণপিপাসুরা যেতে পারছেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা খাগড়াছড়িতে। এমন প্রেক্ষাপটে খাগড়াছড়ির আলুটিলাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ছবি দাবিতে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এই দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করা হচ্ছেফেসবুকের বিভিন্ন পোস্টে।
আলুটিলাতে দুর্ঘটনার দাবিতে ফেসবুকেভাইরাল ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি বাস পাহাড়ের খাদে পড়ে আছে। বেশ কিছু মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ খাগড়াছড়ির নিজস্ব সংবাদদাতা নীরব চৌধুরী বিটনের সঙ্গে যোগাযোগ করে। বিটন জানান, ফেসবুকে দুর্ঘটনার তথ্য পেয়ে তিনি হাসপাতাল, খাগড়াছড়ি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সূত্রে ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করেন। সংশ্লিষ্ট কোনো সূত্রেই ঘটনাটির সত্যতা পাননি।
বিটন পরবর্তীতে আরও জানান, আলুটিলায় এমন কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব।
পরে ভাইরাল ছবিগুলো সম্পর্কে জানতে রিভার্স ইমেজ সার্চ করলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের ওয়েবসাইটে সেগুলো পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। উত্তরাখণ্ডের আলমোরা জেলার মার্চুলায় গতকাল সোমবার (৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি খাদের পাথুরে ঢালে উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। উত্তরাখণ্ডের আলমোরা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনা সোমবার সকালে ঘটে। জেলা প্রশাসন সকাল ৮টা ৪৫ মিনিটে বাসটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যাওয়ার খবর পায়।
এ ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আলমোরা, উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। একই সঙ্গে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
২ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
২ দিন আগেমাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ‘ডোনাল্ড জে ট্রাম্প আপডেট (Donald J. Trump Update)’ নামের একটি ভেরিফায়েড হ্যান্ডল থেকে গত রোববার (১৭ নভেম্বর) তুলসী গ্যাবার্ডের ভিডিওটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে কথা...
৩ দিন আগে