ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়েই উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা। সরকার এসব ঘটনার জন্য দায়ী করেছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবির কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অস্ত্র সরবরাহ করছে। ১৮ জুলাই নাজমুল হাসান নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি চট্টগ্রামের। ভিডিওটিতে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোটা সংস্কার আন্দোলন বা শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই বেশ কয়েকজনকে সুপারির বস্তা থেকে গুলিসহ বিভিন্ন অস্ত্র বের করতে দেখা যায়।
সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে ওই সময় ‘সুপারির বস্তায় পাচার হচ্ছিল বিদেশি অস্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধির পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায়, সুপারির বস্তা থেকে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকার। এসব অস্ত্রশস্ত্র বস্তায় ভরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
অস্ত্র উদ্ধারের বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফকেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। সন্দেহজনক একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে সুপারির বস্তায় পলিথিনে মোড়া একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও খবর পড়ুন:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়েই উত্তেজনা বিরাজ করছে। ঘটেছে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা। সরকার এসব ঘটনার জন্য দায়ী করেছে বিএনপি, জামায়াত ও শিবিরকে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ছাত্র শিবির কোটা আন্দোলনের শিক্ষার্থীদের অস্ত্র সরবরাহ করছে। ১৮ জুলাই নাজমুল হাসান নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, ঘটনাটি চট্টগ্রামের। ভিডিওটিতে আজ সোমবার বেলা ৩টা পর্যন্ত ১২ হাজার রিয়েকশন পড়েছে এবং শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে ভাইরাল ভিডিওটির সঙ্গে কোটা সংস্কার আন্দোলন বা শিবিরের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিভার্স ইমেজ অনুসন্ধানে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ১ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই বেশ কয়েকজনকে সুপারির বস্তা থেকে গুলিসহ বিভিন্ন অস্ত্র বের করতে দেখা যায়।
সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারের এ ঘটনা নিয়ে ওই সময় ‘সুপারির বস্তায় পাচার হচ্ছিল বিদেশি অস্ত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধির পাঠানো এ প্রতিবেদন থেকে জানা যায়, সুপারির বস্তা থেকে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকার। এসব অস্ত্রশস্ত্র বস্তায় ভরে পাচারকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
অস্ত্র উদ্ধারের বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফকেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। সন্দেহজনক একটি মিনি ট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন। গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা চালায়। ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে সুপারির বস্তায় পলিথিনে মোড়া একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরও খবর পড়ুন:
সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগে