এনায়েতপুরে পিটিয়ে মারা ১৩ পুলিশের কেউ নারী নন, গর্ভবতী বলে ভাইরাল নারী জীবিত

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১৮: ৫৭
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১১: ৫৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে গত রোববার (৪ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে বিভৎসভাবে পিটিয়ে মারা হয়। ওই দিন নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন— এমন একটি দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, সঙ্গে কিছু কিছু অ্যাকাউন্ট থেকে এক নারী পুলিশ সদস্যের ছবিও প্রচার করা হচ্ছে। 

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৩ পুলিশ সদস্যের পরিচয় নিয়ে গত সোমবার (৫ আগস্ট) ‘এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যের নাম-পদবি, যেভাবে হত্যা করা হয় তাঁদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। 

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৩ পুলিশ সদস্যের মধ্যে আটজনের লাশ পাশের মসজিদের সামনে স্তূপাকারে রাখা হয়েছিল। তিনজনের লাশ পাওয়া গেছে পাশের পুকুরে। একজনের লাশ পড়ে ছিল পাশের রাস্তায়। অন্য একজনের লাশ গাছে ঝুলিয়ে রেখেছিলেন সরকারপতনের দাবিতে আন্দোলনকারীরা। নিহতদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকও ছিলেন। নিহত অন্য ১২ জনের মধ্যে ৪ জন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাতজন কনস্টেবল। 

বাকি ১২ জন হলেন—এসআই আনিসুর রহমান, তৌহেদুজ্জামান, প্রণবেশ ও রহিত; এএসআই ওবায়দুর রহমান এবং কনস্টেবল আবু তালেব, হাফিজুর রহমান, রবিউল ইসলাম, হানিফ, আরিফুল ইসলাম, শাহীন ও রিয়াজুল ইসলাম। তাঁদের নাম–পদবিসহ পরিচয় নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিয়াউর রহমান। এসব নাম থেকে অনুমেয় যে, নিহত পুলিশ সদস্যদের মধ্যে কোনো নারী পুলিশ নেই। 

নিহত পুলিশ সদস্যদের কোনো নারী পুলিশ সদস্য ছিলেন কি না, সে সম্পর্কে আরও নিশ্চিত হতে আজকের পত্রিকার রাজশাহী নিজস্ব প্রতিবেদক রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, নিহত পুলিশ সদস্যের মধ্যে কোনো নারী পুলিশ ছিলেন না। 

অর্থাৎ, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নিহত ১৩ জন পুলিশ সদস্যের মধ্যে গর্ভবতী নারী পুলিশ থাকার তথ্যটি সঠিক নয়।

নিহত গর্ভবতী নারী পুলিশ দাবিতে ভাইরাল পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে ওই পুলিশ সদস্যের বোনকে খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

পৃথিবী চাকমা নামের ওই পুলিশ সদস্যের বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৈতি চাকমা আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘পৃথিবী চাকমা বর্তমানে ঢাকায় পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত। আমার বোন বাবা-মা, তার স্বামী এবং সন্তান নিয়ে ঢাকায় সুস্থ আছেন, ভালো আছেন এবং জীবিত আছেন।’

আরও পড়ুন–

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত