ফ্যাক্টচেক ডেস্ক
একটি সংবাদ সম্মেলনের ছবি, যেখানে মঞ্চে বসা এবং সামনে পাতা চেয়ারগুলোতে বসা সবাই কালো বোরকায় আবৃত। মাঝখানে এক যুবক ক্যামেরা হাতে সেই সংবাদ সম্মেলনের ফুটেজ নিচ্ছেন। এমন একটি ছবি ভারতে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি ছবিটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করেন। তাঁর টুইটটি বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২ হাজার রিটুইট হয়েছে; দেখা হয়েছে ২ লাখ ৬০ হাজার বার, রিয়েকশন পড়েছে সাড়ে ৮ হাজারের কাছাকাছি।
তসলিমা নাসরিন ছবিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েরই বলে দাবি করলেও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি যেই ঘটনার সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।
ছবিটি নিয়ে আজকের পত্রিকাতেই ২০২২ সালের ২১ মার্চ ‘ছবি ছাড়া এনআইডি পাওয়ার দাবিতে রাজারবাগের নারী মুরিদদের সংবাদ সম্মেলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ অনুযায়ী, সংবাদ সম্মেলনটি আয়োজন করেন রাজধানীর রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান নামে একটি সংগঠন। ওই দিন জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মহিলা আনজুমান সরকার ও প্রশাসনের প্রতি পর্দানশিন নারীদের পর্দার সঙ্গে রাষ্ট্রীয় সুবিধা ও নাগরিক অধিকার প্রাপ্তির ব্যবস্থা করা ও পর্দানশিন নারীদের পরিচয় শনাক্তে পর্দার বিধান রক্ষা করে আধুনিক ও আইনসম্মত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের কার্যক্রম চালু করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা সরকারি অফিসে পর্দানশিন নারীদের সুবিধার্থে নারী কর্মকর্তা–কর্মচারী রাখারও দাবি জানান।
একটি সংবাদ সম্মেলনের ছবি, যেখানে মঞ্চে বসা এবং সামনে পাতা চেয়ারগুলোতে বসা সবাই কালো বোরকায় আবৃত। মাঝখানে এক যুবক ক্যামেরা হাতে সেই সংবাদ সম্মেলনের ফুটেজ নিচ্ছেন। এমন একটি ছবি ভারতে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি ছবিটি সাম্প্রতিক সময়ের বলে দাবি করেন। তাঁর টুইটটি বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২ হাজার রিটুইট হয়েছে; দেখা হয়েছে ২ লাখ ৬০ হাজার বার, রিয়েকশন পড়েছে সাড়ে ৮ হাজারের কাছাকাছি।
তসলিমা নাসরিন ছবিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েরই বলে দাবি করলেও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি যেই ঘটনার সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের।
ছবিটি নিয়ে আজকের পত্রিকাতেই ২০২২ সালের ২১ মার্চ ‘ছবি ছাড়া এনআইডি পাওয়ার দাবিতে রাজারবাগের নারী মুরিদদের সংবাদ সম্মেলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদ অনুযায়ী, সংবাদ সম্মেলনটি আয়োজন করেন রাজধানীর রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান নামে একটি সংগঠন। ওই দিন জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মহিলা আনজুমান সরকার ও প্রশাসনের প্রতি পর্দানশিন নারীদের পর্দার সঙ্গে রাষ্ট্রীয় সুবিধা ও নাগরিক অধিকার প্রাপ্তির ব্যবস্থা করা ও পর্দানশিন নারীদের পরিচয় শনাক্তে পর্দার বিধান রক্ষা করে আধুনিক ও আইনসম্মত বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের কার্যক্রম চালু করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা সরকারি অফিসে পর্দানশিন নারীদের সুবিধার্থে নারী কর্মকর্তা–কর্মচারী রাখারও দাবি জানান।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
৪ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
২ দিন আগেমাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ‘ডোনাল্ড জে ট্রাম্প আপডেট (Donald J. Trump Update)’ নামের একটি ভেরিফায়েড হ্যান্ডল থেকে গত রোববার (১৭ নভেম্বর) তুলসী গ্যাবার্ডের ভিডিওটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে কথা...
৩ দিন আগে