‘দে দে পাল তুলে দে.... যাব মদিনা’— পূজার মঞ্চে গানের ভিডিও কবেকার, কোথাকার 

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৬: ৪৯

চট্টগ্রাম নগরীর জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশনের ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে সরগরম দেশের সোশ্যাল মিডিয়া। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এবার ফেসবুকে ভাইরাল হয়েছে পূজার অনুষ্ঠানে ‘দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা’ শিরোনামের একটি গান পরিবেশনের ভিডিও। আড়াই মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী শিল্পী দুর্গাপূজার অনুষ্ঠানের মঞ্চে গানটি পরিবেশন করছেন। 

বাঁশেরকেল্লা’ নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) ভিডিওটির একটি স্ক্রিনশট পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এবার ঠিক আছে। পুরো হালাল ও সর্বজনীন গান এটা। কোনো সমস্যা নাই। দুর্গা পূজার ষ্টেইজে চলছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা।’ আবার ‘জয় বাংলা পেইজ’ নামের আরেকটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা, ‘এবার পূজামণ্ডপে মহিলা শিল্পীর ইসলামি গান শুনতে থাকেন— ‘মদিনায় নবী এল মা আমেনার ঘরে’। 

পূজার মঞ্চে ‘দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না’ গানটি আসলে কখন, কোথায় গাওয়া হয়েছে?

ভিডিওটির উৎস অনুসন্ধানে ‘কেএসইউসি দুর্গা পূজা গ্রুপ (KSUC Durga Puja Group)’ নামের একটি ফেসবুক গ্রুপে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০১৮ সালের ২১ অক্টোবর গ্রুপটিতে পোস্ট করেন গ্রুপের অ্যাডমিন স্বপন কুমার দাশ। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, মঞ্চে যে নারী ‘দে দে পাল তুলে দে’ গানটি পরিবেশন করছেন, তাঁর নাম সুতপা গাঙ্গুলি। কেএসইউসি দুর্গা পূজার আয়োজনে তিনি এই গান পরিবেশন করেন।

 কেএসইউসি সম্পর্কে অনুসন্ধানে জানা যায়, এটির পূর্ণ রূপ কোডিচিক্কানাহল্লি সর্বজনীন উৎসব কমিটি (Kodichikkanahalli sarbojanin utsav committee)। এটি ভারতের বেঙ্গালুরুভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি বেঙ্গালুরুতে দুর্গাপূজা উদ্‌যাপনের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎসব আয়োজনের মাধ্যমে ভারতের সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রচারে কাজ করে।

দে দে পাল তুলে দে—পূজার অনুষ্ঠানে গাওয়া গানের ভিডিওটি বাংলাদেশের নয়। ছবি: ফেসবুক এ ছাড়া গানের ভিডিওটির ভাইরাল স্ক্রিনশটে ‘মহাবীর গ্রুপ (Mahaveer group)’ নামে একটি আরেকটি প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। এ প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, এটিও বেঙ্গালুরুভিত্তিক একটি কনস্ট্রাকশন কোম্পানি। এ প্রতিষ্ঠান দুটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

ফলে নিশ্চিত যে, দুর্গা পূজার মঞ্চে ‘দে দে পাল তুলে দে...ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা’ গানের ভিডিওটি বাংলাদেশের নয় এবং ভিডিওটি ৬ বছরের পুরোনো।
 
এ ছাড়া ‘বাঁশের কেল্লা’ পেজটি থেকে গতকাল শুক্রবার রাত ১১টায় ‘দে দে পাল তুলে দে...ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা’ গানটি গাওয়ার ৩০ সেকেন্ডের আরও একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এখানে “মদিনা যাওয়ার কথা উঠলেও” সম্ভবত এটা নিয়ে বেশি নাড়াচাড়া হবে না। আর এটাকে পুঁজি করে ছাত্রশিবির নিয়েও সাম্প্রদায়িক প্রোপাগান্ডা ছড়ানো হবে না অনলাইনে। কারণ এখানে একে তো নারী শিল্পীর অংশগ্রহণ আছে, সঙ্গে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে।’

দে দে পাল তুলে দে—পূজার অনুষ্ঠানে গাওয়া গানের পুরোনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার। ছবি: ফেসবুক ভিডিওটি আজ শনিবার বিকেল পৌনে তিনটা পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার। ভিডিওটির কমেন্টবক্সে অনেক ফেসবুক ব্যবহারকারী এটি বাংলাদেশের ঘটনা ভেবে মন্তব্য করেছেন। 

ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটিও ভারতের। ভিডিওটিতে দৃশ্যমান ব্যানারে দেখা যায়, দুর্গা পূজার এ আয়োজনটি করা হয়েছে ভারতের কলকাতার দক্ষিণ সুভাষ নগরে। দে দে পাল তুলে দে—পূজার অনুষ্ঠানে গাওয়া গানের ভিডিওটি বাংলাদেশের নয়। ছবি: ফেসবুক শিউলি চক্রবর্তী নামের একটি ইউটিউব চ্যানেলে গানের পুরো ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ১১ অক্টোবর ইউটিউব চ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, গানটি নবোদয় সংঘ দুর্গাপূজা কমিটির আয়োজনে একটি পূজা মঞ্চে শিউলি চক্রবর্তী, তাঁর ছেলে এবং শিউলির স্কুল সুর সাধনার শিক্ষার্থীরা পরিবেশন করেন। শিউলি চক্রবর্তীর ফেসবুক পেজেও একই ব্যানার খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এ ভিডিওটিও বাংলাদেশের নয়।

সুতরাং, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের দুর্গাপূজার মঞ্চে ‘দে দে পাল তুলে দে...ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা’ গান পরিবেশনের ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা স্পষ্টত বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত