ঠাকুরগাঁও ও রাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি পালিত হয়নি— দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ২২: ৪৯
Thumbnail image

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে থেকে গতকাল রোববার ভিডিও বার্তায় লিখিত বক্তব্যে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে এ ভিডিও পাঠানো হয়। তবে আন্দোলনের বাকি সমন্বয়কেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিযোগ করেন, তাঁদের জিম্মি করে এ বক্তব্য পাঠ করতে বাধ্য করা হয়েছে। সেই সঙ্গে সারা দেশে সোমবার (২৯ জুলাই) ছাত্র–জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা সমন্বয়েকরা। ঘোষণা অনুযায়ী, আজ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। ফ্রান্স প্রবাসী অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য এসব কর্মসূচির কিছু ভিডিও ফুটেজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। এর মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ঠাকুরগাঁওয়ে পালিত কর্মসূচি নিয়ে পোস্ট। তাঁর এই দুই পোস্টের স্ক্রিনশট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সন্ধ্যায় পোস্ট দিয়ে দাবি করা হয়, পিনাকী ভট্টাচার্য পুরোনো ভিডিও ও ছবি পোস্ট করে বোঝাতে চাচ্ছেন যে, ছাত্ররা আন্দোলন করছে। প্রকৃতপক্ষে শিক্ষার্থীরা সরকার পতনের উদ্দেশ্যে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছে না।

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ফ্রান্স প্রবাসী অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য রাবি ও ঠাকুরগাঁওয়ের যে দুটি ভিডিও পোস্ট করেছেন, সেগুলো আজকের কর্মসূচিরই। 

রাবির ভিডিওটির সত্যতা যাচাই
ভিডিওটির সত্যতা যাচাইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংবাদিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আজকের কর্মসূচি পালনের একাধিক ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওর সঙ্গে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটির স্থান, স্লোগানের মিল পাওয়া যায়।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিপন চন্দ্র রায়ের সহায়তা নেওয়া হয়। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টটি তিনি দেখে জানান, রাবির কর্মসূচি নিয়ে পিনাকী ভট্টাচার্যের পোস্ট করা যে ভিডিওটি আজকের নয় বলে দাবি করা হচ্ছে, সেটি সঠিক নয়। ভিডিওটি আজকেরই। 

রাবির কর্মসূচি সম্পর্কে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের এক সমন্বয়কের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টটি দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, কর্মসূচিটি আজকেরই। 

ফ্রান্স প্রবাসী অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পোস্টের সঙ্গে রাবি শিক্ষার্থীদের আজ কর্মসূচি পালনের ছবির তুলনা। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ রাবির কর্মসূচি পালন নিয়েও আজকের পত্রিকার অনলাইনেও আজ বিকেলে ‘ঢাকা–রাজশাহী মহাসড়ক আটকে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মিছিলটি বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা করেন শিক্ষার্থীরা। 

ঠাকুরগাঁওয়ের ভিডিওটির সত্যতা যাচাই 
পিনাকীর পোস্ট করা ঠাকুরগাঁওয়ের ভিডিওটির সত্যতা যাচাইয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবনের সহায়তা নেয় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। আল মামুন জানান, কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় বিচার, দেশের দুজন মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা স্কুলের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। 

ফ্রান্স প্রবাসী অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পোস্টের সঙ্গে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের আজ কর্মসূচি পালনের ছবির তুলনা। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ তিনি শিক্ষার্থীদের কর্মসূচি পালনের কিছু ছবিও পাঠান। এ ছবিগুলোর সঙ্গে পিনাকীর পোস্ট করা ভিডিওটির মিল পাওয়া যায়। এ ছাড়া বেসরকারি সম্প্রচার মাধ্যম বাংলা ভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজেও ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের এ কর্মসূচি পালনের ভিডিও পাওয়া যায়। এ ভিডিওতে দেওয়া শিক্ষার্থীদের স্লোগান, স্থান, শিক্ষার্থীদের হাতে থাকা কালো পতাকার সঙ্গে পিনাকীর পোস্ট করা ভিডিওটির মিল পাওয়া যায়। 

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের আজ কর্মসূচি পালনের ছবি। ছবি: আজকের পত্রিকারঅর্থাৎ, ঠাকুরগাঁওয়ে আজ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত