অন্যদের ত্রাণ কার্যক্রমের ছবি নিজেদের প্রচারে ব্যবহার করছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেজগুলো

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ২১: ৩৪
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২: ৫০

ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চলের একাধিক জেলা। সারা দেশের মানুষ এসব জেলার পাশে দাঁড়িয়েছে। প্রশাসনের পাশাপাশি তাঁরাও চালাচ্ছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এসব কার্যক্রমের ছবি আসছে সোশ্যাল মিডিয়াতেও। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকসহ সমমনা বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এসব কার্যক্রম পরিচালনার সঙ্গে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন জড়িত। 

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের মনিটরিংয়ে দেখা গেছে, জামায়েতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, বেসরকারি উন্নয়ন সংস্থা, বিশ্ববিদ্যালয়–মেডিকেলের শিক্ষার্থীদের উদ্যোগের ছবিকে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কার্যক্রম দাবিতে প্রচার করা হয়েছে। 

নোয়াখালীর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ দাবিতে প্রচার: 
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার ভোর সাড়ে ৫টায় ত্রাণ সামগ্রীর তিনটি ছবি পোস্ট করে দাবি করা হয়, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বেগমগঞ্জে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সেখানে শুকনো খাবার ও জরুরি ওষুধ সরবরাহ করা হয়। 

ছবিগুলো নিয়ে অনুসন্ধানে দেখা যায়, ত্রাণ সামগ্রীর এ উদ্যোগ মূলত নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটে লুতফুর রহমান আরাফাত নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে আরাফাত লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বন্যাদুর্গত মানুষদের জন্য ত্রাণ ও আশ্রয়কেন্দ্র সমূহে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নোয়াখালী মেডিকেল কলেজ স্টুডেন্টদের ক্ষুদ্র প্রচেষ্টা।’ 

আজ শনিবার দুপুর ১টায় আওয়ামী লীগের ভেরিফায়েড পেজের পোস্টটির একটি স্ক্রিনশট পোস্ট করে লুতফুর রহমান আরাফাত লেখেন, ‘আমাদের নোয়াখালী মেডিকেলের করা কাজ নিজেদের নামে চালাই দিচ্ছে কুকুরগুলা! আমিই পোস্ট দিছিলাম কাল রাতে ছবিগুলা। পেছনের আঁকা ছবিগুলাও আমার আঁকা।’ ত্রাণ সামগ্রী প্রস্তুত করা হচ্ছিল যেই ঘরে সেখানকার দেয়ালে আঁকা কিছু চিত্রের কথা উল্লেখ করেন আরাফাত।

বেসরকারি উন্নয়ন সংস্থার রান্নার আয়োজনের ছবিকে ফেনী জেলা ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে নেওয়া উদ্যোগ দাবিতে প্রচার:
কিছু তরুণ দাঁড়িয়ে খাবার প্রস্তুত করছেন—এমন একটি ছবি মোফাসিরুল হক নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল শুক্রবার পোস্ট করে দাবি করা হয়, ফেনী জেলা ছাত্রলীগ নিজেদের অর্থায়নে এমন আয়োজন করেছে। ছবিটি আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৩ হাজার শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় ৯৭ হাজার।

নোয়াখালীর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমের উদ্যোগকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগ দাবিতে প্রচার। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ

‘দেশটা ধংসের পথে’ নামের আরেকটি পেজ থেকে একই তরুণদের ছবির সঙ্গে রান্না করা খাবারের আরেকটি ছবি শেয়ার করে দাবি করা হয়, ‘ফেনী জেলা ছাত্রলীগ কর্মীরা বন্যার্তদের পাশে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, এখন সময় মানুষের পাশে দাঁড়ানোর। সব বিত্তবানদের অনুরোধ করছি।’

ছবি দুটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, বন্যার্তদের জন্য খাবার তৈরির এই উদ্যোগ মূলত ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার। সংস্থাটি গৃহহীন ও দরিদ্র শিশুদের চিকিৎসা ও শিক্ষা নিয়ে কাজ করে। প্রচেষ্টা ফাউন্ডেশন গত ২১ আগস্ট সকালে নিজেদের পেজে ছবিগুলো পোস্ট করে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘ফেনী ফুলগাজীর মানুষদের জন্য রান্নার আয়োজন গতকাল রাতেই শুরু হয়ে গেছে। ৫০০ মানুষের রান্নার আয়োজন শেষে প্যাকেজিং চলছে। আরও ৫০০ মানুষের বাজার করা হয়েছে। রাতেও আমরা শুকনো খাবার দিয়েছি শেল্টারে থাকা মানুষদের। যে যার জায়গা থেকে সাহায্যের জন্য এগিয়ে আসুন।’

কুমিল্লায় ছাত্রদলের ত্রাণ বিতরণকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের দাবিতে প্রচার:
বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছেন এক ব্যক্তি। তাঁকে ঘিরে আছেন খাবারের সন্ধানে আসা মানুষেরা। ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামের একটি ফেসবুক থেকে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ৩০ সেকেন্ডের এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ। ভিডিওটি আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৭ লাখ ২৪ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে সাড়ে ৬ হাজারের বেশি। 

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি প্রকৃতপক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে যিনি খাদ্য বিতরণ করছেন তাঁর পরিচয় সম্পর্কে জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর নাম সাখাওয়াত সুজার

কুমিল্লায় ছাত্রদলের বন্যার্তদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিকে কুমিল্লা মহানগর ছাত্রলীগের দাবিতে প্রচার। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ ছাত্রশিবিরের বেড়িবাঁধ সংস্কারের কাজকে ছাত্রলীগের দাবিতে প্রচার:
কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গোমতী নদীর পাড়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ—এমন দাবিতে একটি ছবি ‘সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের প্রায় ৪ লাখ সদস্যের একটি গ্রুপে গতকাল শুক্রবার পোস্ট করা হয়। পোস্টটি করা হয় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বেড়িবাঁধ সংস্কারের কাজকে ছাত্রলীগের দাবিতে প্রচার। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগঅনুসন্ধানে ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পাওয়া যায়। আরও একাধিক ছবির সঙ্গে গত ২২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রলীগের দাবিতে ভাইরাল ছবিটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, ‘কুমিল্লার পালপাড়া ব্রিজ এলাকায় গোমতী নদীর পাড়ে বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে ছাত্রশিবিরের স্থানীয় শাখা।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত