ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। সম্প্রতি দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ ২৪–এর একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন টাইমে উঠে এসেছে শেখ হাসিনার নাম।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
নিউজ ২৪–এর প্রতিবেদনটিতে উপস্থাপককে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। “শেখ হাসিনা ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ” নামে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা। যিনি গত এক দশকে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের উত্থান ঘটিয়েছেন। জানানো হয়, দেশটির রাজনীতিতে একসময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন।’
দাবিটির সত্যতা যাচাইয়ে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে সম্প্রতি শেখ হাসিনা নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। ম্যাগাজিনটিতে সর্বশেষ গত ৩ অক্টোবর শেখ হাসিনা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে কীভাবে ‘অবিশ্বাস্যভাবে’ প্রত্যাবর্তন করতে পারেন সে সম্পর্কে।
পরে নিউজ ২৪–এর প্রতিবেদনটি সম্পর্কে কি–ওয়ার্ড সার্চে নিউজ ২৪–এর ইউটিউব চ্যানেলে গত বছরের ৩ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটির হুবহু মিল পাওয়া যায়।
এ থেকেই নিশ্চিত হওয়া যায়, টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার নাম আসার পুরোনো প্রতিবেদনকেই সাম্প্রতিক ঘটনা দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ নভেম্বর (বৃহস্পতিবার) ‘প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফেইট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনটি করেন ম্যাগাজিনটির জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল। ওই বছরের সেপ্টেম্বরের শুরুতেই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারটির সারমর্মে টাইমের প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্যে উঠে আসা পাঁচটি বিষয় তুলে ধরে। এর মধ্যে আছে, শেখ হাসিনা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠার কোনো প্রয়োজনীয়তা দেখেন না। তিনি মনে করেন, বিএনপি একটি ‘সন্ত্রাসী দল’ এবং দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না। সাক্ষাৎকার দেওয়ার সময় শেখ হাসিনা উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদানের ব্যাপারে আশাবাদী ছিলেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সমালোচনায় ক্ষুব্ধ ছিলেন হাসিনা ও তিনি বিশ্বাস করেন, উন্নত দেশগুলোর উচিত জলবায়ু সংকট মোকাবিলায় আরও সহায়তা দেওয়া।
ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। সম্প্রতি দেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম নিউজ ২৪–এর একটি ভিডিও প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন টাইমে উঠে এসেছে শেখ হাসিনার নাম।
গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
নিউজ ২৪–এর প্রতিবেদনটিতে উপস্থাপককে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। “শেখ হাসিনা ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ” নামে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা। যিনি গত এক দশকে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের উত্থান ঘটিয়েছেন। জানানো হয়, দেশটির রাজনীতিতে একসময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন।’
দাবিটির সত্যতা যাচাইয়ে টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে সম্প্রতি শেখ হাসিনা নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। ম্যাগাজিনটিতে সর্বশেষ গত ৩ অক্টোবর শেখ হাসিনা সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে কীভাবে ‘অবিশ্বাস্যভাবে’ প্রত্যাবর্তন করতে পারেন সে সম্পর্কে।
পরে নিউজ ২৪–এর প্রতিবেদনটি সম্পর্কে কি–ওয়ার্ড সার্চে নিউজ ২৪–এর ইউটিউব চ্যানেলে গত বছরের ৩ নভেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটির হুবহু মিল পাওয়া যায়।
এ থেকেই নিশ্চিত হওয়া যায়, টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার নাম আসার পুরোনো প্রতিবেদনকেই সাম্প্রতিক ঘটনা দাবিতে নতুন করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ নভেম্বর (বৃহস্পতিবার) ‘প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফেইট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনটি করেন ম্যাগাজিনটির জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল। ওই বছরের সেপ্টেম্বরের শুরুতেই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারটির সারমর্মে টাইমের প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্যে উঠে আসা পাঁচটি বিষয় তুলে ধরে। এর মধ্যে আছে, শেখ হাসিনা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠার কোনো প্রয়োজনীয়তা দেখেন না। তিনি মনে করেন, বিএনপি একটি ‘সন্ত্রাসী দল’ এবং দলটি গণতন্ত্রে বিশ্বাস করে না। সাক্ষাৎকার দেওয়ার সময় শেখ হাসিনা উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকসে যোগদানের ব্যাপারে আশাবাদী ছিলেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন সমালোচনায় ক্ষুব্ধ ছিলেন হাসিনা ও তিনি বিশ্বাস করেন, উন্নত দেশগুলোর উচিত জলবায়ু সংকট মোকাবিলায় আরও সহায়তা দেওয়া।
বর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
২ দিন আগেমাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ‘ডোনাল্ড জে ট্রাম্প আপডেট (Donald J. Trump Update)’ নামের একটি ভেরিফায়েড হ্যান্ডল থেকে গত রোববার (১৭ নভেম্বর) তুলসী গ্যাবার্ডের ভিডিওটি টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে কথা...
৩ দিন আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর পাকিস্তান থেকে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং–এ করে করাচি বন্দর থেকে চট্টগ্রামে এসেছে ২৯৭টি কন্টেইনার। এসব কন্টেইনারে কী আছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নেটিজেনরা।
৩ দিন আগে