ফ্যাক্টচেক ডেস্ক
সেলফি তুলতে চাওয়া ভক্তকে উপেক্ষা করা বা তাঁর প্রতি প্রতি বিরক্তি প্রকাশ এবং নাছোরবান্দা ভক্তের প্রতি তেড়ে যাওয়া কিংবা চড় মারতে উদ্যত হওয়া—তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের এমন আচরণ খুব সাধারণ। এমন ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হন সাকিব। এই যেমন, গতকাল সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এমন এক কাণ্ড ঘটিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।
এদিন খেলা শুরুর আগে এক ভক্ত সেলফি তোলার আবদার করলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। ভক্তকে গলাধাক্কা দিয়ে বের করে দেন। ভক্তকে চড় মারতে উদ্যত হন তারকা অলরাউন্ডার। তবে এবার খানিকটা ব্যতিক্রমও ঘটেছে। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফও দিয়েছেন তিনি। এমন ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক কালবেলায় গতকাল সোমবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাকিবের মেজাজ ঠান্ডা হলে সেলফি তুলতে চেয়ে গলাধাক্কা খাওয়া ওই ভক্তকে কাছে ডেকে নিয়ে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সাকিব যে ভক্তকে চড় মারতে উদ্যত হয়েছিলেন, পরে তাঁর সঙ্গে সেলফি তোলেননি, অটোগ্রাফও দেননি। অন্য এক ভক্তকে সাকিবের অটোগ্রাফ দেওয়ার ছবির সঙ্গে এই তথ্য জুড়ে দিয়ে পত্রিকাটিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে সেলফি তুলতে চাওয়া ভক্তের দিকে সাকিবের তেড়ে যাওয়া এবং চড় মারতে চাওয়ার পুরো ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিও থেকে পাওয়া ভক্তের ছবির সঙ্গে সাকিবের অটোগ্রাফ নেওয়া ভক্তের চেহারা ও পোশাকের মিল নেই।
খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম অলরাউন্ডারের ফেসবুক পেজে ভক্তের অটোগ্রাফ নেওয়ার ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, সাকিব ওই ভক্তের ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন। কিন্তু তাঁর সঙ্গে কোনো ছবি তোলেননি। এই ভক্তের ছবির সঙ্গেই ভক্তকে হেনস্তা করার ছবি কোলাজ করে কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে যে দাবিটি করা হয়েছে সেটি সঠিক নয়।
সেলফি তুলতে চাওয়া ভক্তকে উপেক্ষা করা বা তাঁর প্রতি প্রতি বিরক্তি প্রকাশ এবং নাছোরবান্দা ভক্তের প্রতি তেড়ে যাওয়া কিংবা চড় মারতে উদ্যত হওয়া—তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের এমন আচরণ খুব সাধারণ। এমন ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হন সাকিব। এই যেমন, গতকাল সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এমন এক কাণ্ড ঘটিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।
এদিন খেলা শুরুর আগে এক ভক্ত সেলফি তোলার আবদার করলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। ভক্তকে গলাধাক্কা দিয়ে বের করে দেন। ভক্তকে চড় মারতে উদ্যত হন তারকা অলরাউন্ডার। তবে এবার খানিকটা ব্যতিক্রমও ঘটেছে। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফও দিয়েছেন তিনি। এমন ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক কালবেলায় গতকাল সোমবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাকিবের মেজাজ ঠান্ডা হলে সেলফি তুলতে চেয়ে গলাধাক্কা খাওয়া ওই ভক্তকে কাছে ডেকে নিয়ে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সাকিব যে ভক্তকে চড় মারতে উদ্যত হয়েছিলেন, পরে তাঁর সঙ্গে সেলফি তোলেননি, অটোগ্রাফও দেননি। অন্য এক ভক্তকে সাকিবের অটোগ্রাফ দেওয়ার ছবির সঙ্গে এই তথ্য জুড়ে দিয়ে পত্রিকাটিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে সেলফি তুলতে চাওয়া ভক্তের দিকে সাকিবের তেড়ে যাওয়া এবং চড় মারতে চাওয়ার পুরো ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিও থেকে পাওয়া ভক্তের ছবির সঙ্গে সাকিবের অটোগ্রাফ নেওয়া ভক্তের চেহারা ও পোশাকের মিল নেই।
খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম অলরাউন্ডারের ফেসবুক পেজে ভক্তের অটোগ্রাফ নেওয়ার ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, সাকিব ওই ভক্তের ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন। কিন্তু তাঁর সঙ্গে কোনো ছবি তোলেননি। এই ভক্তের ছবির সঙ্গেই ভক্তকে হেনস্তা করার ছবি কোলাজ করে কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে যে দাবিটি করা হয়েছে সেটি সঠিক নয়।
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
৬ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১২ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগে