সাকিবের গলাধাক্কা খাওয়া আর অটোগ্রাফ পাওয়া ভক্ত একই ব্যক্তি নন

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ২৩: ৫৫

সেলফি তুলতে চাওয়া ভক্তকে উপেক্ষা করা বা তাঁর প্রতি প্রতি বিরক্তি প্রকাশ এবং নাছোরবান্দা ভক্তের প্রতি তেড়ে যাওয়া কিংবা চড় মারতে উদ্যত হওয়া—তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের এমন আচরণ খুব সাধারণ। এমন ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হন সাকিব। এই যেমন, গতকাল সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এমন এক কাণ্ড ঘটিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।

এদিন খেলা শুরুর আগে এক ভক্ত সেলফি তোলার আবদার করলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। ভক্তকে গলাধাক্কা দিয়ে বের করে দেন। ভক্তকে চড় মারতে উদ্যত হন তারকা অলরাউন্ডার। তবে এবার খানিকটা ব্যতিক্রমও ঘটেছে। খেলা শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুলে অটোগ্রাফও দিয়েছেন তিনি। এমন ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক কালবেলায় গতকাল সোমবার (৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাকিবের মেজাজ ঠান্ডা হলে সেলফি তুলতে চেয়ে গলাধাক্কা খাওয়া ওই ভক্তকে কাছে ডেকে নিয়ে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন। 

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, সাকিব যে ভক্তকে চড় মারতে উদ্যত হয়েছিলেন, পরে তাঁর সঙ্গে সেলফি তোলেননি, অটোগ্রাফও দেননি। অন্য এক ভক্তকে সাকিবের অটোগ্রাফ দেওয়ার ছবির সঙ্গে এই তথ্য জুড়ে দিয়ে পত্রিকাটিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে বেসরকারি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে সেলফি তুলতে চাওয়া ভক্তের দিকে সাকিবের তেড়ে যাওয়া এবং চড় মারতে চাওয়ার পুরো ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিও থেকে পাওয়া ভক্তের ছবির সঙ্গে সাকিবের অটোগ্রাফ নেওয়া ভক্তের চেহারা ও পোশাকের মিল নেই। 

সেলফি তুলতে গিয়ে সাকিবের কাছে হেনস্তার শিকার ভক্ত আর অটোগ্রাফ পাওয়া ভক্ত এক নন

খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম অলরাউন্ডারের ফেসবুক পেজে ভক্তের অটোগ্রাফ নেওয়ার ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, সাকিব ওই ভক্তের ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন। কিন্তু তাঁর সঙ্গে কোনো ছবি তোলেননি। এই ভক্তের ছবির সঙ্গেই ভক্তকে হেনস্তা করার ছবি কোলাজ করে কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে যে দাবিটি করা হয়েছে সেটি সঠিক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত