ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ঢাকাই সিনেমার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে মিছিল করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
ভিডিওতে মনোয়ার হোসেন ডিপজল ছাড়াও মিশা সওদাগর, জায়েদ খানসহ আরও কিছু চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখা যায়। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসবে।’ স্লোগান শুনতে পাওয়া যায়।
‘Sheikh EmOn’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বুধবার (১২ মার্চ) রাত ১০টা ৪১ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শেখ হাসিনাকে দেশে আনার জন্য ডিপজলের কড়া হুসিয়ারি।’ (বানান অপরিবর্তিত)
আজ শনিবার বিকেল দুপুর ২টা পর্যন্ত ভিডিওটি ৩ লাখ ৯ হাজারবার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ১২ হাজার। পোস্টে ৭৩৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩ হাজার ৪০০। এসব কমেন্টে ভিডিওটি পুরোনো উল্লেখ করে কেউ কেউ কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য লিখেও কমেন্ট করেছেন।
মোঃ আবুল খায়ের খায়ের নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ডিবজল কাকা তুমি শান্তিতে ছিলে।’ (বানান অপরিবর্তিত)
Giyas Uddin লিখেছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিজীবী হক মনোয়ার হোসেন ডিপজল ভাইকে ধন্যবাদ।’ (বানান অপরিবর্তিত)
এ ছাড়া ‘মুজিব সেনা’, ‘Nuyed Miah’ ও ‘হাসিনাতেই আস্থা নাম’ নামে অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
এসব পোস্টে তথ্যসূত্র বা স্থানের নাম উল্লেখ করা হয়নি।
ভিডিও যাচাই: ০১
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে AAA Multimedia নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। দুই ভিডিওর মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে থাকা মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর ও অন্যদের পোশাক, অঙ্গভঙ্গিরও হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিল্পী সমিতি নির্বাচনি মিছিলে-ডিপজল-মিশা–জায়েদ।’ (বানান অপরিবর্তিত)
এই ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসবে’–এমন কোনো স্লোগান শোনা যায় না। তবে মিশা সওদাগরকে ‘ডাইনে দেখি, ডিপজল ভাই। বাঁয়ে দেখি, ডিপজল ভাই। নিচে দেখি, ডিপজল ভাই। সামনে দেখি, ডিপজল ভাই। পিছে দেখি, ডিপজল ভাই। চারিদিকে, ডিপজল ভাই...’, এমন স্লোগান শোনা যায়। ৩ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে কোথাও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়নি।
ভিডিও যাচাই: ০২
ছড়িয়ে পড়া ভিডিওর ৪০ সেকেন্ডের আরেকটি ক্লিপে ডিপজলকে বলতে শোনা যায়, ‘গণ্ডগোল–টণ্ডগোল না হওয়াই ভালো। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাংলদেশে যে কয়টা দল আছে সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে, অটো ঠিক হয়ে যাবে।’
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করলে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ অক্টোবর প্রকাশিত ডিপজলের একটি ভিডিও সাক্ষাৎকার পাওয়া যায়। সেই সাক্ষাৎকারে তাঁকে উল্লেখিত বক্তব্য দিতে দেখা যায়।
ভিডিও থেকে জানা যায়, এই ভিডিও সাক্ষাৎকারে ডিপজল সাংবাদিকদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়ে কথা বলেন। ভিডিওর ১ মিনিট ৫৩ সেকেন্ডে ডিপজলকে বলতে শোনা যায়, ‘বিদেশিরা বিদেশ থাকলেই ভালো। আমাদের দেশের সমঝোতাটা আমরা নিজেরা করাই বেটার। বিদেশি যারা ইন্ধন জোগাচ্ছে, তারা ঝগড়া সৃষ্টি করায় দিচ্ছে। আমরা দেশের, যদি আমরা আমরা বসি, যেকোনো দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাংলাদেশের যে কয়টা দল আছে, সবাই–ই যদি ঘরোয়া একটা টেবিলে বসে, অটো ঠিক হয়ে যাবে। ঠিক না হওয়ার কিছু নাই।’
এ ছাড়া সাম্প্রতিক সময়ে মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মিছিল করেছেন— গুগলে সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে মিছিল করেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মিছিলের ভিডিওতে আলাদা অডিও যুক্ত করা হয়েছে। আর বাকি অংশ ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ডিপজলের সাক্ষাৎকার। ভিন্ন সময় ও ঘটনার দুটি ভিডিও সম্পাদনা করে জুড়ে দিয়ে ‘শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে মিছিল’ বলে ছড়ানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ঢাকাই সিনেমার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে মিছিল করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
ভিডিওতে মনোয়ার হোসেন ডিপজল ছাড়াও মিশা সওদাগর, জায়েদ খানসহ আরও কিছু চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখা যায়। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসবে।’ স্লোগান শুনতে পাওয়া যায়।
‘Sheikh EmOn’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বুধবার (১২ মার্চ) রাত ১০টা ৪১ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শেখ হাসিনাকে দেশে আনার জন্য ডিপজলের কড়া হুসিয়ারি।’ (বানান অপরিবর্তিত)
আজ শনিবার বিকেল দুপুর ২টা পর্যন্ত ভিডিওটি ৩ লাখ ৯ হাজারবার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ১২ হাজার। পোস্টে ৭৩৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩ হাজার ৪০০। এসব কমেন্টে ভিডিওটি পুরোনো উল্লেখ করে কেউ কেউ কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য লিখেও কমেন্ট করেছেন।
মোঃ আবুল খায়ের খায়ের নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ডিবজল কাকা তুমি শান্তিতে ছিলে।’ (বানান অপরিবর্তিত)
Giyas Uddin লিখেছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিজীবী হক মনোয়ার হোসেন ডিপজল ভাইকে ধন্যবাদ।’ (বানান অপরিবর্তিত)
এ ছাড়া ‘মুজিব সেনা’, ‘Nuyed Miah’ ও ‘হাসিনাতেই আস্থা নাম’ নামে অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
এসব পোস্টে তথ্যসূত্র বা স্থানের নাম উল্লেখ করা হয়নি।
ভিডিও যাচাই: ০১
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে AAA Multimedia নামে একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। দুই ভিডিওর মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে থাকা মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর ও অন্যদের পোশাক, অঙ্গভঙ্গিরও হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শিল্পী সমিতি নির্বাচনি মিছিলে-ডিপজল-মিশা–জায়েদ।’ (বানান অপরিবর্তিত)
এই ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসবে’–এমন কোনো স্লোগান শোনা যায় না। তবে মিশা সওদাগরকে ‘ডাইনে দেখি, ডিপজল ভাই। বাঁয়ে দেখি, ডিপজল ভাই। নিচে দেখি, ডিপজল ভাই। সামনে দেখি, ডিপজল ভাই। পিছে দেখি, ডিপজল ভাই। চারিদিকে, ডিপজল ভাই...’, এমন স্লোগান শোনা যায়। ৩ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে কোথাও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়নি।
ভিডিও যাচাই: ০২
ছড়িয়ে পড়া ভিডিওর ৪০ সেকেন্ডের আরেকটি ক্লিপে ডিপজলকে বলতে শোনা যায়, ‘গণ্ডগোল–টণ্ডগোল না হওয়াই ভালো। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাংলদেশে যে কয়টা দল আছে সবাই যদি ঘরোয়া একটা টেবিলে বসে, অটো ঠিক হয়ে যাবে।’
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করলে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ অক্টোবর প্রকাশিত ডিপজলের একটি ভিডিও সাক্ষাৎকার পাওয়া যায়। সেই সাক্ষাৎকারে তাঁকে উল্লেখিত বক্তব্য দিতে দেখা যায়।
ভিডিও থেকে জানা যায়, এই ভিডিও সাক্ষাৎকারে ডিপজল সাংবাদিকদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়ে কথা বলেন। ভিডিওর ১ মিনিট ৫৩ সেকেন্ডে ডিপজলকে বলতে শোনা যায়, ‘বিদেশিরা বিদেশ থাকলেই ভালো। আমাদের দেশের সমঝোতাটা আমরা নিজেরা করাই বেটার। বিদেশি যারা ইন্ধন জোগাচ্ছে, তারা ঝগড়া সৃষ্টি করায় দিচ্ছে। আমরা দেশের, যদি আমরা আমরা বসি, যেকোনো দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাংলাদেশের যে কয়টা দল আছে, সবাই–ই যদি ঘরোয়া একটা টেবিলে বসে, অটো ঠিক হয়ে যাবে। ঠিক না হওয়ার কিছু নাই।’
এ ছাড়া সাম্প্রতিক সময়ে মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মিছিল করেছেন— গুগলে সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে মিছিল করেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মিছিলের ভিডিওতে আলাদা অডিও যুক্ত করা হয়েছে। আর বাকি অংশ ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে ডিপজলের সাক্ষাৎকার। ভিন্ন সময় ও ঘটনার দুটি ভিডিও সম্পাদনা করে জুড়ে দিয়ে ‘শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে মিছিল’ বলে ছড়ানো হয়েছে।
গতকাল শনিবার (১৫ মার্চ) এক তরুণকে প্রকাশ্যে বেধড়ক পেটানো হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওর শুরুতে কালো শার্ট পরা ও পিঠে স্কুলব্যাগ ঝোলানো এক তরুণকে দৌড়াতে দেখা যায়।
৬ ঘণ্টা আগেপর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের সৌদি প্রো লিগ দল আল নাসরের হয়ে খেলেন। আর ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা খেলেন আল ইতিহাদের হয়ে। এই দুই তারকা ফুটবলারের একটি সেলফি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে একই ধরনের সাদা রঙের টুপি ও টি-শা
১৫ ঘণ্টা আগেনারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে একজন যুবককে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একজন নারীকে হাতে বেঁধে মারধর করছে এবং কিছু মানুষকে গোল হয়ে দাঁড়িয়ে দেখছে।
২ দিন আগেঈদ উপলক্ষে পুলিশের পোশাক পরে এক যুবক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েছেন— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
২ দিন আগে