সমন্বয়ক সারজিস আলমের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধারের ভাইরাল ছবিগুলো পুরোনো 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৬: ১৮
Thumbnail image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বাসায় র‍্যাব-১০ এর অভিযানে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে দুটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। নির্ভরযোগ্য সূত্রে সারজিস আলমের বাসায় র‍্যাবের অভিযান চালানোর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরে রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবি দুটি ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে ‘কলিজা-Koliza’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ছবি দুটির ক্যাপশনে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম!’ তবে পোস্টটির এডিট হিস্ট্রি যাচাই করে দেখা যায়, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বরে দেওয়া পোস্টটি সম্পাদনা করে গত রাত ৩টা ৪৫ মিনিটে ছবিগুলো যুক্ত করা হয়েছে। পোস্টটির আগের সংস্করণ ছিল ‘মাশা আল্লাহ, কন্যা সন্তান বোঝা নয়, আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত।’

প্রসঙ্গত, প্রথমদিকে টাকার ছবিগুলো ওপেন সোর্স অনুসন্ধানে পাওয়া যায়নি। ফ্যাক্টচেক সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে ধারণা করা যায়, ছবিগুলো গত রাতেরই কারও তোলা। এসব ক্ষেত্রে ওপেন সোর্সে ছবি পাওয়া যায় না। 

আরও খবর পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত