ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুক ও টুইটারে বেশ কিছু আইডি থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে বৈঠক চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, বৈঠক চলাকালে প্রেসিডেন্ট বাইডেন চোখ বন্ধ করে মাথা নিচু করে আছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘কাকে দিয়েছে রাজার পাঠ…ঘাটের মরা! ইজরায়েল প্রধানমন্ত্রী নাফটালি বেনেত গাজা ও ISIS সন্ত্রাসবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমাচ্ছে!’
ভিডিওটি বাংলাদেশের বাইরেই বেশি ভাইরাল হয়েছে। এক সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে এ ধরনের পোস্ট দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
গত ২৭ আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
ওই বৈঠকের মূল ভিডিওটি গত ২৮ আগস্ট মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম ও ওয়েবসাইটেও এ সংক্রান্ত ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি অংশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে।
‘বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে গেছেন’- এমন দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা এই বৈঠকের ভিডিও থেকেই নেওয়া। হোয়াইট হাউসের ১৩ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ১২ মিনিট ১৯ সেকেন্ড থেকে পরবর্তী ২২ সেকেন্ডের ফুটেজ কেটে নেওয়া হয়েছে। মূল ভিডিওটি বেশ পরিষ্কার হলেও ভাইরাল হওয়া ভিডিওটি অস্পষ্ট।
মূল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, বৈঠকের একপর্যায়ে বাইডেন মাথা নিচু করে বেনেতের কথা শুনছেন। এ সময় তিনি মৃদু আঙুল নাড়াচ্ছিলেন। শেষ দিকে মাথা তুলে পা নাড়িয়ে বেনেতের কথার জবাব দিয়েছেন। ভাইরাল ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বাইডেনের হাত ও পায়ের নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছে না।
ফ্যাক্টচেকিং সংস্থা বুম, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের ফ্যাক্টচেক বিভাগ দাবিটি খতিয়ে দেখেছে। বাইডেনের ঘুমিয়ে পড়ার দাবিটি সত্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তারা।
সিদ্ধান্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে পড়েননি। মূল ভিডিওটি কেটে অস্পষ্ট খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ফেসবুক ও টুইটারে বেশ কিছু আইডি থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে বৈঠক চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, বৈঠক চলাকালে প্রেসিডেন্ট বাইডেন চোখ বন্ধ করে মাথা নিচু করে আছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘কাকে দিয়েছে রাজার পাঠ…ঘাটের মরা! ইজরায়েল প্রধানমন্ত্রী নাফটালি বেনেত গাজা ও ISIS সন্ত্রাসবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমাচ্ছে!’
ভিডিওটি বাংলাদেশের বাইরেই বেশি ভাইরাল হয়েছে। এক সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে এ ধরনের পোস্ট দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
গত ২৭ আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
ওই বৈঠকের মূল ভিডিওটি গত ২৮ আগস্ট মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম ও ওয়েবসাইটেও এ সংক্রান্ত ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি অংশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে।
‘বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে গেছেন’- এমন দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা এই বৈঠকের ভিডিও থেকেই নেওয়া। হোয়াইট হাউসের ১৩ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ১২ মিনিট ১৯ সেকেন্ড থেকে পরবর্তী ২২ সেকেন্ডের ফুটেজ কেটে নেওয়া হয়েছে। মূল ভিডিওটি বেশ পরিষ্কার হলেও ভাইরাল হওয়া ভিডিওটি অস্পষ্ট।
মূল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, বৈঠকের একপর্যায়ে বাইডেন মাথা নিচু করে বেনেতের কথা শুনছেন। এ সময় তিনি মৃদু আঙুল নাড়াচ্ছিলেন। শেষ দিকে মাথা তুলে পা নাড়িয়ে বেনেতের কথার জবাব দিয়েছেন। ভাইরাল ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বাইডেনের হাত ও পায়ের নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছে না।
ফ্যাক্টচেকিং সংস্থা বুম, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের ফ্যাক্টচেক বিভাগ দাবিটি খতিয়ে দেখেছে। বাইডেনের ঘুমিয়ে পড়ার দাবিটি সত্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তারা।
সিদ্ধান্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে পড়েননি। মূল ভিডিওটি কেটে অস্পষ্ট খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
৬ ঘণ্টা আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
১০ ঘণ্টা আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
২১ ঘণ্টা আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
২ দিন আগে