ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুক ও টুইটারে বেশ কিছু আইডি থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে বৈঠক চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, বৈঠক চলাকালে প্রেসিডেন্ট বাইডেন চোখ বন্ধ করে মাথা নিচু করে আছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘কাকে দিয়েছে রাজার পাঠ…ঘাটের মরা! ইজরায়েল প্রধানমন্ত্রী নাফটালি বেনেত গাজা ও ISIS সন্ত্রাসবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমাচ্ছে!’
ভিডিওটি বাংলাদেশের বাইরেই বেশি ভাইরাল হয়েছে। এক সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে এ ধরনের পোস্ট দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
গত ২৭ আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
ওই বৈঠকের মূল ভিডিওটি গত ২৮ আগস্ট মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম ও ওয়েবসাইটেও এ সংক্রান্ত ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি অংশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে।
‘বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে গেছেন’- এমন দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা এই বৈঠকের ভিডিও থেকেই নেওয়া। হোয়াইট হাউসের ১৩ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ১২ মিনিট ১৯ সেকেন্ড থেকে পরবর্তী ২২ সেকেন্ডের ফুটেজ কেটে নেওয়া হয়েছে। মূল ভিডিওটি বেশ পরিষ্কার হলেও ভাইরাল হওয়া ভিডিওটি অস্পষ্ট।
মূল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, বৈঠকের একপর্যায়ে বাইডেন মাথা নিচু করে বেনেতের কথা শুনছেন। এ সময় তিনি মৃদু আঙুল নাড়াচ্ছিলেন। শেষ দিকে মাথা তুলে পা নাড়িয়ে বেনেতের কথার জবাব দিয়েছেন। ভাইরাল ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বাইডেনের হাত ও পায়ের নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছে না।
ফ্যাক্টচেকিং সংস্থা বুম, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের ফ্যাক্টচেক বিভাগ দাবিটি খতিয়ে দেখেছে। বাইডেনের ঘুমিয়ে পড়ার দাবিটি সত্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তারা।
সিদ্ধান্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে পড়েননি। মূল ভিডিওটি কেটে অস্পষ্ট খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ফেসবুক ও টুইটারে বেশ কিছু আইডি থেকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে বৈঠক চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমিয়ে পড়েছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, বৈঠক চলাকালে প্রেসিডেন্ট বাইডেন চোখ বন্ধ করে মাথা নিচু করে আছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, ‘কাকে দিয়েছে রাজার পাঠ…ঘাটের মরা! ইজরায়েল প্রধানমন্ত্রী নাফটালি বেনেত গাজা ও ISIS সন্ত্রাসবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমাচ্ছে!’
ভিডিওটি বাংলাদেশের বাইরেই বেশি ভাইরাল হয়েছে। এক সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে এ ধরনের পোস্ট দেখা যাচ্ছে।
ফ্যাক্টচেক
গত ২৭ আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৩ জুন বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
ওই বৈঠকের মূল ভিডিওটি গত ২৮ আগস্ট মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। বেশ কিছু সংবাদমাধ্যম ও ওয়েবসাইটেও এ সংক্রান্ত ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি অংশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে।
‘বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে গেছেন’- এমন দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা এই বৈঠকের ভিডিও থেকেই নেওয়া। হোয়াইট হাউসের ১৩ মিনিট ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ১২ মিনিট ১৯ সেকেন্ড থেকে পরবর্তী ২২ সেকেন্ডের ফুটেজ কেটে নেওয়া হয়েছে। মূল ভিডিওটি বেশ পরিষ্কার হলেও ভাইরাল হওয়া ভিডিওটি অস্পষ্ট।
মূল ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, বৈঠকের একপর্যায়ে বাইডেন মাথা নিচু করে বেনেতের কথা শুনছেন। এ সময় তিনি মৃদু আঙুল নাড়াচ্ছিলেন। শেষ দিকে মাথা তুলে পা নাড়িয়ে বেনেতের কথার জবাব দিয়েছেন। ভাইরাল ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বাইডেনের হাত ও পায়ের নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছে না।
ফ্যাক্টচেকিং সংস্থা বুম, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের ফ্যাক্টচেক বিভাগ দাবিটি খতিয়ে দেখেছে। বাইডেনের ঘুমিয়ে পড়ার দাবিটি সত্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তারা।
সিদ্ধান্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বাইডেন ঘুমিয়ে পড়েননি। মূল ভিডিওটি কেটে অস্পষ্ট খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৭ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৩ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১ দিন আগে