ফ্যাক্টচেক ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা বাঁধ ভেঙেছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ঘরের বাইরে উৎসব করার সুযোগ নেই। ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও, ছবি, মিম তৈরি করে পোস্ট করছেন নেটিজেনরা।
এই উন্মাদনার মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ১ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাস লক্ষ্য করে ঢিল ছুড়ছেন কিছু বিক্ষুব্ধ লোক। ক্যাপশনে লেখা হয়েছে, ব্রাজিলের ফুটবল দলের বাস লক্ষ্য করে পচা ডিম ছুড়েছে ব্রাজিলীয়রা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে পাঁচ শতাধিক আইডি, গ্রুপ ও পেজে একই ক্যাপশনসহ ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। পোস্টগুলোতে মন্তব্যের ঘরে নেটিজনদের বিভ্রান্ত হওয়ার নমুনাও পাওয়া যায়। পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে ছবি নিয়ে রিভার্স সার্চ করে দেখা যায়, ভিডিওটি ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩৩ টি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভিডিওটি নিয়ে এর আগেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। ২০১৮ সালে জুলাইয়ে ভাইরাল হওয়া ফেসবুক ও টুইটার পোস্টগুলোতে দাবি করতে দেখা যায়, ৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ভক্তরা খেলোয়াড়দের বাস লক্ষ্য করে ডিম ছুড়েছেন। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়ালেও এমন একটি প্রতিবেদন পাওয়া যায়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে ২০১৮ সালের ১৩ জুলাই প্রকাশিত ফ্যাক্টচেক আঙ্গিকের একটি প্রতিবেদন থেকে স্পষ্ট হওয়া যায় যে, ভিডিওটির সঙ্গে বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ২০১৮ সালের ২৬ মার্চের ঘটনার। সে বছর ৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর কুরিতিবায় প্রচারণায় গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তাঁর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা হয়।
ব্রাজিলের সংবাদমাধ্যম ক্যাটভি ডটকমে ২০১৮ সালের ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত বাসটি লুলার নির্বাচনী প্রচারণার গাড়িবহরের নয়। সেটি ছিল একটি সাধারণ যাত্রীবাহী বাস। প্রতিবাদ মিছিলের এলাকায় ঢুকে পড়ায় বাসটি হামলার শিকার হয়।
গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পর্তুগিজ ভাষায় লেখা প্রতিবেদনটির ইংরেজিতে অনুবাদ করে দ্য কুইন্টের প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে।
সিদ্ধান্ত
কোপার ফাইনালে হারের পর ব্রাজিলে নেইমারদের গাড়ি লক্ষ্য করে ভক্তদের পচা ডিম মারার তথ্যটি সঠিক নয়। ভিডিওটি মূলত ২০১৮ সালের মার্চ মাসের। নির্বাচনী প্রচারণায় গিয়ে বিক্ষুব্ধ নাগরিকদের হামলার মুখে পড়েছিল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার গাড়িবহর। ভিডিওটি সেই ঘটনার।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা বাঁধ ভেঙেছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ঘরের বাইরে উৎসব করার সুযোগ নেই। ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও, ছবি, মিম তৈরি করে পোস্ট করছেন নেটিজেনরা।
এই উন্মাদনার মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ১ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাস লক্ষ্য করে ঢিল ছুড়ছেন কিছু বিক্ষুব্ধ লোক। ক্যাপশনে লেখা হয়েছে, ব্রাজিলের ফুটবল দলের বাস লক্ষ্য করে পচা ডিম ছুড়েছে ব্রাজিলীয়রা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে পাঁচ শতাধিক আইডি, গ্রুপ ও পেজে একই ক্যাপশনসহ ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। পোস্টগুলোতে মন্তব্যের ঘরে নেটিজনদের বিভ্রান্ত হওয়ার নমুনাও পাওয়া যায়। পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে ছবি নিয়ে রিভার্স সার্চ করে দেখা যায়, ভিডিওটি ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩৩ টি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভিডিওটি নিয়ে এর আগেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। ২০১৮ সালে জুলাইয়ে ভাইরাল হওয়া ফেসবুক ও টুইটার পোস্টগুলোতে দাবি করতে দেখা যায়, ৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ভক্তরা খেলোয়াড়দের বাস লক্ষ্য করে ডিম ছুড়েছেন। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়ালেও এমন একটি প্রতিবেদন পাওয়া যায়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে ২০১৮ সালের ১৩ জুলাই প্রকাশিত ফ্যাক্টচেক আঙ্গিকের একটি প্রতিবেদন থেকে স্পষ্ট হওয়া যায় যে, ভিডিওটির সঙ্গে বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ২০১৮ সালের ২৬ মার্চের ঘটনার। সে বছর ৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর কুরিতিবায় প্রচারণায় গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তাঁর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা হয়।
ব্রাজিলের সংবাদমাধ্যম ক্যাটভি ডটকমে ২০১৮ সালের ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত বাসটি লুলার নির্বাচনী প্রচারণার গাড়িবহরের নয়। সেটি ছিল একটি সাধারণ যাত্রীবাহী বাস। প্রতিবাদ মিছিলের এলাকায় ঢুকে পড়ায় বাসটি হামলার শিকার হয়।
গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পর্তুগিজ ভাষায় লেখা প্রতিবেদনটির ইংরেজিতে অনুবাদ করে দ্য কুইন্টের প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে।
সিদ্ধান্ত
কোপার ফাইনালে হারের পর ব্রাজিলে নেইমারদের গাড়ি লক্ষ্য করে ভক্তদের পচা ডিম মারার তথ্যটি সঠিক নয়। ভিডিওটি মূলত ২০১৮ সালের মার্চ মাসের। নির্বাচনী প্রচারণায় গিয়ে বিক্ষুব্ধ নাগরিকদের হামলার মুখে পড়েছিল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার গাড়িবহর। ভিডিওটি সেই ঘটনার।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
১২ ঘণ্টা আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
১৬ ঘণ্টা আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
১ দিন আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
২ দিন আগে