ফ্যাক্টচেক ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা বাঁধ ভেঙেছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ঘরের বাইরে উৎসব করার সুযোগ নেই। ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও, ছবি, মিম তৈরি করে পোস্ট করছেন নেটিজেনরা।
এই উন্মাদনার মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ১ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাস লক্ষ্য করে ঢিল ছুড়ছেন কিছু বিক্ষুব্ধ লোক। ক্যাপশনে লেখা হয়েছে, ব্রাজিলের ফুটবল দলের বাস লক্ষ্য করে পচা ডিম ছুড়েছে ব্রাজিলীয়রা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে পাঁচ শতাধিক আইডি, গ্রুপ ও পেজে একই ক্যাপশনসহ ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। পোস্টগুলোতে মন্তব্যের ঘরে নেটিজনদের বিভ্রান্ত হওয়ার নমুনাও পাওয়া যায়। পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে ছবি নিয়ে রিভার্স সার্চ করে দেখা যায়, ভিডিওটি ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩৩ টি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভিডিওটি নিয়ে এর আগেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। ২০১৮ সালে জুলাইয়ে ভাইরাল হওয়া ফেসবুক ও টুইটার পোস্টগুলোতে দাবি করতে দেখা যায়, ৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ভক্তরা খেলোয়াড়দের বাস লক্ষ্য করে ডিম ছুড়েছেন। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়ালেও এমন একটি প্রতিবেদন পাওয়া যায়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে ২০১৮ সালের ১৩ জুলাই প্রকাশিত ফ্যাক্টচেক আঙ্গিকের একটি প্রতিবেদন থেকে স্পষ্ট হওয়া যায় যে, ভিডিওটির সঙ্গে বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ২০১৮ সালের ২৬ মার্চের ঘটনার। সে বছর ৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর কুরিতিবায় প্রচারণায় গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তাঁর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা হয়।
ব্রাজিলের সংবাদমাধ্যম ক্যাটভি ডটকমে ২০১৮ সালের ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত বাসটি লুলার নির্বাচনী প্রচারণার গাড়িবহরের নয়। সেটি ছিল একটি সাধারণ যাত্রীবাহী বাস। প্রতিবাদ মিছিলের এলাকায় ঢুকে পড়ায় বাসটি হামলার শিকার হয়।
গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পর্তুগিজ ভাষায় লেখা প্রতিবেদনটির ইংরেজিতে অনুবাদ করে দ্য কুইন্টের প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে।
সিদ্ধান্ত
কোপার ফাইনালে হারের পর ব্রাজিলে নেইমারদের গাড়ি লক্ষ্য করে ভক্তদের পচা ডিম মারার তথ্যটি সঠিক নয়। ভিডিওটি মূলত ২০১৮ সালের মার্চ মাসের। নির্বাচনী প্রচারণায় গিয়ে বিক্ষুব্ধ নাগরিকদের হামলার মুখে পড়েছিল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার গাড়িবহর। ভিডিওটি সেই ঘটনার।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা বাঁধ ভেঙেছে। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধের কারণে ঘরের বাইরে উৎসব করার সুযোগ নেই। ঘরে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিও, ছবি, মিম তৈরি করে পোস্ট করছেন নেটিজেনরা।
এই উন্মাদনার মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ১ মিনিট ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাস লক্ষ্য করে ঢিল ছুড়ছেন কিছু বিক্ষুব্ধ লোক। ক্যাপশনে লেখা হয়েছে, ব্রাজিলের ফুটবল দলের বাস লক্ষ্য করে পচা ডিম ছুড়েছে ব্রাজিলীয়রা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে পাঁচ শতাধিক আইডি, গ্রুপ ও পেজে একই ক্যাপশনসহ ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। পোস্টগুলোতে মন্তব্যের ঘরে নেটিজনদের বিভ্রান্ত হওয়ার নমুনাও পাওয়া যায়। পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে ছবি নিয়ে রিভার্স সার্চ করে দেখা যায়, ভিডিওটি ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৩৩ টি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভিডিওটি নিয়ে এর আগেও বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। ২০১৮ সালে জুলাইয়ে ভাইরাল হওয়া ফেসবুক ও টুইটার পোস্টগুলোতে দাবি করতে দেখা যায়, ৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিলের ভক্তরা খেলোয়াড়দের বাস লক্ষ্য করে ডিম ছুড়েছেন। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়ালেও এমন একটি প্রতিবেদন পাওয়া যায়।
তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে ২০১৮ সালের ১৩ জুলাই প্রকাশিত ফ্যাক্টচেক আঙ্গিকের একটি প্রতিবেদন থেকে স্পষ্ট হওয়া যায় যে, ভিডিওটির সঙ্গে বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটি ২০১৮ সালের ২৬ মার্চের ঘটনার। সে বছর ৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর কুরিতিবায় প্রচারণায় গিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তাঁর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা হয়।
ব্রাজিলের সংবাদমাধ্যম ক্যাটভি ডটকমে ২০১৮ সালের ২৬ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত বাসটি লুলার নির্বাচনী প্রচারণার গাড়িবহরের নয়। সেটি ছিল একটি সাধারণ যাত্রীবাহী বাস। প্রতিবাদ মিছিলের এলাকায় ঢুকে পড়ায় বাসটি হামলার শিকার হয়।
গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পর্তুগিজ ভাষায় লেখা প্রতিবেদনটির ইংরেজিতে অনুবাদ করে দ্য কুইন্টের প্রতিবেদনে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে।
সিদ্ধান্ত
কোপার ফাইনালে হারের পর ব্রাজিলে নেইমারদের গাড়ি লক্ষ্য করে ভক্তদের পচা ডিম মারার তথ্যটি সঠিক নয়। ভিডিওটি মূলত ২০১৮ সালের মার্চ মাসের। নির্বাচনী প্রচারণায় গিয়ে বিক্ষুব্ধ নাগরিকদের হামলার মুখে পড়েছিল ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার গাড়িবহর। ভিডিওটি সেই ঘটনার।
ইউটিউবে ‘Chetona।। চেতনা’ নামের একটি চ্যানেলে ‘ভয়ংকর তথ্য, মাহফুজ আফগান ট্রেনিংপ্রাপ্ত মিয়ানমারের নাগরিক।’ শিরোনামে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ফেসবুকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টেও সূত্র হিসেবে এই ভিডিও ব্যবহার করা হয়েছে। গত শনিবার (২৩ নভেম্বর) প্রায় ৯ মিনিটের ভিডিওটি চ্যানেলটিতে পোস্ট করা হয়।
১৩ ঘণ্টা আগেনোয়াখালী সদর উপজেলার দুই নং দাদপুর নলুয়া বাজার এলাকায় তিন যুবলীগ নেতা–কর্মী নির্যাতন করে হত্যা করার দাবিতে ফেসবুকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, তিন ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে। এর মধ্যে দুজন প্রায় অর্ধনগ্ন। একটিতে ছবিতে একজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে কিরিচ ও
১৭ ঘণ্টা আগেফ্যাক্টচেক, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইরাল, ভুয়া পোস্ট, সংঘর্ষ, রাজধানী, সেনাবাহিনী, বিক্ষোভ, রিকশা
২ দিন আগেদীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
২ দিন আগে