ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এমন দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এমডি আবুবকর (Md Abubokor) নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ নভেম্বর তথ্যটি পোস্ট করা হয়। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এতে প্রতিক্রিয়া পড়েছে ৪০ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে ৯১ বার, কমেন্ট পড়েছে ৪৬৯টি। এসব কমেন্টে নেটিজেনদের প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা যায়।
পোস্টটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির টি–টোয়েন্টি ও টেস্ট দলের জন্য অধিনায়ক ঘোষণা করলেও ওয়ানডে দলের জন্য এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি।
কি–ওয়ার্ড অনুসন্ধানে পিসিবির ওয়েবসাইটে গত ১৫ নভেম্বর দেশটির টি–টোয়েন্টি ও টেস্ট দলের জন্য অধিনায়ক ঘোষণা সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। সংবাদ বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, পিসিবি টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে। বাবর আজম তিন সংস্করণ থেকেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাঁদের এ দায়িত্ব দেওয়া হলো। প্রেস রিলিজটিতে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা সম্পর্কে বলা হয়, ওয়ানডে সংস্করণের জন্য পাকিস্তানের অধিনায়কের নাম যথাসময়ে ঘোষণা করা হবে।
এ সংবাদ বিজ্ঞপ্তিটির পরে আজ শুক্রবার (২৪ নভেম্বর) পর্যন্ত প্রকাশিত অন্য সংবাদ বিজ্ঞপ্তিগুলো খুঁজেও পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। অপরদিকে, এ প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হওয়া নিয়ে পাকিস্তান বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর বাবর আজম সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তান ক্রিকেটের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। বিশ্বকাপের গ্রুপ পর্বের নয়টি ম্যাচে মাত্র চারটিতে জয় নিয়ে সেমিফাইনালে যেতে ব্যর্থ হন বাবর আজমেরা।
সিদ্ধান্ত
গত ১৫ নভেম্বর বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের তিনটি সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। একই দিন পিসিবি টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে। ওয়ানডে সংস্করণের অধিনায়কের নাম এখনো ঘোষণা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক দাবিতে যে তথ্য ভাইরাল হয়েছে সেটির ভিত্তি নেই।
পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এমন দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এমডি আবুবকর (Md Abubokor) নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ নভেম্বর তথ্যটি পোস্ট করা হয়। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এতে প্রতিক্রিয়া পড়েছে ৪০ হাজার। পোস্টটি শেয়ার হয়েছে ৯১ বার, কমেন্ট পড়েছে ৪৬৯টি। এসব কমেন্টে নেটিজেনদের প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা যায়।
পোস্টটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির টি–টোয়েন্টি ও টেস্ট দলের জন্য অধিনায়ক ঘোষণা করলেও ওয়ানডে দলের জন্য এখন পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি।
কি–ওয়ার্ড অনুসন্ধানে পিসিবির ওয়েবসাইটে গত ১৫ নভেম্বর দেশটির টি–টোয়েন্টি ও টেস্ট দলের জন্য অধিনায়ক ঘোষণা সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। সংবাদ বিজ্ঞপ্তিটি থেকে জানা যায়, পিসিবি টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে। বাবর আজম তিন সংস্করণ থেকেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাঁদের এ দায়িত্ব দেওয়া হলো। প্রেস রিলিজটিতে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা সম্পর্কে বলা হয়, ওয়ানডে সংস্করণের জন্য পাকিস্তানের অধিনায়কের নাম যথাসময়ে ঘোষণা করা হবে।
এ সংবাদ বিজ্ঞপ্তিটির পরে আজ শুক্রবার (২৪ নভেম্বর) পর্যন্ত প্রকাশিত অন্য সংবাদ বিজ্ঞপ্তিগুলো খুঁজেও পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। অপরদিকে, এ প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হওয়া নিয়ে পাকিস্তান বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর বাবর আজম সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় নিয়ে পাকিস্তান ক্রিকেটের সব সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। বিশ্বকাপের গ্রুপ পর্বের নয়টি ম্যাচে মাত্র চারটিতে জয় নিয়ে সেমিফাইনালে যেতে ব্যর্থ হন বাবর আজমেরা।
সিদ্ধান্ত
গত ১৫ নভেম্বর বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের তিনটি সংস্করণের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। একই দিন পিসিবি টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে যথাক্রমে শান মাসুদ ও শাহীন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে। ওয়ানডে সংস্করণের অধিনায়কের নাম এখনো ঘোষণা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক দাবিতে যে তথ্য ভাইরাল হয়েছে সেটির ভিত্তি নেই।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ছয়মাস পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
৩ ঘণ্টা আগেদেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যু হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে রাতের বেলা একজন যুবককে আন্ডারওয়্যার পরা অবস্থায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পাশের
২ দিন আগেসম্প্রতি দেশে একাধিক ধর্ষণের তথ্য সংবাদমাধ্যমে এসেছে। ঢাকায় প্রকাশ্যে একজন ভিখারিকে ধর্ষণ করা হচ্ছে— দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেশেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ১২তম শুনানিতে সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ২৭ জন লবিস্ট অংশগ্রহণ করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে