ফ্যাক্টচেক ডেস্ক
জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি।
ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।
জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি।
ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
৫ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১০ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে