Ajker Patrika

‘নুরবাহিনীর’ গণভবন ঘেরাওয়ের ভিডিওটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ১৯
‘নুরবাহিনীর’ গণভবন ঘেরাওয়ের ভিডিওটি ভুয়া

ফেসবুকে ১৯ এপ্রিল রাতে কয়েকটি গ্রুপ থেকে একটি ভিডিও লাইভস্ট্রিম করা হয়। ‘মামুনুল হক গ্রেপ্তারে ক্ষেপে গেছে নুর বাহিনী, রাতেই গণভবন ঘেরাও’ শিরোনামের লাইভ ভিডিওটিতে বহু সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ইলিয়াস আলী মিডিয়া নামে একটি গ্রুপে প্রচারিত ওই ভিডিওতে ৪০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ১১ হাজারের বেশি শেয়ার দেখা গেছে। সত্যবাণী২৪ নামে আরেকটি গ্রুপেও বেশ কিছু মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন।

ফ্যাক্টচেক: যে ভিডিওটিকে কেন্দ্র করে মামুনুল হক গ্রেপ্তারের প্রতিবাদে গণভবন ঘেরাও দাবি করা হচ্ছে সেটি মূলত ১৭ এপ্রিলে প্রচারিত বাংলাদেশ ছাত্র ও যুব ইউনিয়নের মশাল মিছিলের লাইভ ভিডিওর একটি অংশ।

 আল আহনাফ নামে একজন ফেসবুক ব্যবহারকারীর করা ১৭ এপ্রিলের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলের লাইভটি দেখুন এখানে।

বাংলাদেশ ছাত্র ও যুব ইউনিয়নের মশাল মিছিলের লাইভ ভিডিওর একটি অংশ কেটে সেই ভিডিওটি লাইভস্ট্রিমিং অ্যাপের মাধ্যমে মিথ্যা শিরোনামে পুনরায় সম্প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের যুগ্ম–মহাসচিব মামুনুল হককে ১৮ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। আর প্রচারিত মশাল মিছিলটি ১৭ এপ্রিল অর্থাৎ একদিন আগে প্রথম সম্প্রচার হয়েছিল।

অর্থাৎ, ‘মামুনুল হককে গ্রেপ্তারে ক্ষেপে গেল নুরবাহিনী, রাতেই গনভবন ঘেরাও’ শিরোনামে প্রচারিত লাইভ ভিডিওগুলো সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত