ফ্যাক্টচেক ডেস্ক
রমজান মাসের প্রথম ইফতার। আয়োজন সীমিত। করোনার কারণে স্বামীর বেতন অর্ধেক, তার ওপর লকডাউন। তাই এবার ইফতারে কোনো জাঁকজমক নেই। মন খারাপ শারমিন আক্তারের (ছদ্মনাম)। হঠাৎ ম্যাসেঞ্জারে একটি ম্যাসেজ দেখে চোখ ছানাবড়া। শারমিনের এক বান্ধবি বার্তা পাঠিয়েছে, বিকাশ অ্যাকাউন্ট থাকলে ৫ হাজার টাকা পাবে সে। এ জন্য ঢুকতে হবে একটি লিংকে। রমজান ও লকডাউনকে মাথায় রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপহার এটি।!
শারমিন লিংকে ঢোকেন এবং যথারীতি তথ্য দিতে থাকেন। একপর্যায়ে বিকাশের পিন নম্বর চাওয়া হয়। সরল বিশ্বাসে নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে বসেন শারমিন। যা হওয়ার তাই হলো। ৫ হাজার টাকা পাওয়া তো দূরের কথা, যা টাকা ছিল সবই খুইয়ে মাথায় হাত এখন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা উপহারের ম্যাসেজ শেয়ার করছেন অনেকেই। ফ্যাক্ট চেক বিভাগ অনুসন্ধান করে দেখেছে এই বার্তার সত্যতা।
ফ্যাক্ট চেক:
১। কোনো গণমাধ্যমে এ–সংক্রান্ত খবর নেই: রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে এমন আর্থিক সাহায্য দিলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো। কিন্তু ইন্টারনেটে খুঁজে অনুদানের বিষয়ে কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি।
২। সরকারি ওয়েবসাইটে নোটিশ নেই: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি ওয়েবসাইটের নোটিশ অংশে এ–সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
৩। বিকাশের ওয়েবসাইটে কোনো ফর্ম নেই: সরকার বিকাশের মাধ্যমে এমন অনুদান দিলে বিকাশের ওয়েবসাইটে ঢুকে সেটি সম্পর্কে জানা যেত। কিন্তু বিকাশ ওয়েবসাইটে এ রকম কোনো তথ্য নেই।
অনুসন্ধানের অংশ হিসেবে এবার বার্তায় সংযুক্ত লিংকে ঢোকা যাক। লিংকে ঢুকে দেখা গেল—
১। লিংকে ক্লিক করলে যে ওয়েবসাইটে ঢোকে, তা কোনো সরকারি বা বিকাশের ওয়েবসাইট নয়। ইউআরএল বার–এ লেখা থাকে—Get-taka.cyou, যা কোনো নির্ভরযোগ্য ওয়েবসাইট ঠিকানা নয়।
২। এই ওয়েবসাইটে থাকা বিকাশের লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার কথা। কিন্তু সেখানে ক্লিক করলে নতুন উইন্ডোতে গিয়ে ওয়েবসাইটটি ত্রুটিযুক্ত বলা হচ্ছে।
৩। ওয়েবসাইটের বিস্তারিত জানার জন্য ফ্যাক্টচেক টুল দিয়ে যাচাই করে দেখা যায়, ওয়েবসাইটটির ডোমেইন ত্রুটিযুক্ত।
৪। ওই লিংকে একটি ফর্ম আছে, যেখানে নাম, বাবার নাম, বয়স ও জেলা জানতে চাওয়া হচ্ছে। তথ্য পূরণ করে সাবমিট করলেই আরেকটি নতুন পৃষ্ঠা আসে, যেখানে বিকাশ অ্যাকাউন্টের নম্বর, পিন নম্বর ও বিকাশ ব্যালেন্স জানতে চাওয়া হচ্ছে। বিকাশ অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাতে হলে পাসওয়ার্ড বলার কোনো প্রয়োজন নেই। তবে যারা এরই মধ্যে এই তথ্য এখানে দিয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের ব্যালেন্স খালি হয়ে গেছে।
৫। সর্বশেষ ধাপে ওখানে উল্লিখিত কিছু বাক্য কপি করে ১০টি গ্রুপে পোস্ট করতে বলা হয়েছে এবং এটি না করলে টাকা যাবে না বলে সাবধান করা হয়েছে। সরকার অনুদান দিলে, সেখানে এমন শর্ত রাখার কোনো সম্ভাবনা নেই।
ফলাফল:
রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে—এমন তথ্য ভুয়া। প্রতারণার জন্যই এমন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
রমজান মাসের প্রথম ইফতার। আয়োজন সীমিত। করোনার কারণে স্বামীর বেতন অর্ধেক, তার ওপর লকডাউন। তাই এবার ইফতারে কোনো জাঁকজমক নেই। মন খারাপ শারমিন আক্তারের (ছদ্মনাম)। হঠাৎ ম্যাসেঞ্জারে একটি ম্যাসেজ দেখে চোখ ছানাবড়া। শারমিনের এক বান্ধবি বার্তা পাঠিয়েছে, বিকাশ অ্যাকাউন্ট থাকলে ৫ হাজার টাকা পাবে সে। এ জন্য ঢুকতে হবে একটি লিংকে। রমজান ও লকডাউনকে মাথায় রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপহার এটি।!
শারমিন লিংকে ঢোকেন এবং যথারীতি তথ্য দিতে থাকেন। একপর্যায়ে বিকাশের পিন নম্বর চাওয়া হয়। সরল বিশ্বাসে নিজের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিয়ে বসেন শারমিন। যা হওয়ার তাই হলো। ৫ হাজার টাকা পাওয়া তো দূরের কথা, যা টাকা ছিল সবই খুইয়ে মাথায় হাত এখন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা উপহারের ম্যাসেজ শেয়ার করছেন অনেকেই। ফ্যাক্ট চেক বিভাগ অনুসন্ধান করে দেখেছে এই বার্তার সত্যতা।
ফ্যাক্ট চেক:
১। কোনো গণমাধ্যমে এ–সংক্রান্ত খবর নেই: রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে এমন আর্থিক সাহায্য দিলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো। কিন্তু ইন্টারনেটে খুঁজে অনুদানের বিষয়ে কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি।
২। সরকারি ওয়েবসাইটে নোটিশ নেই: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি ওয়েবসাইটের নোটিশ অংশে এ–সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
৩। বিকাশের ওয়েবসাইটে কোনো ফর্ম নেই: সরকার বিকাশের মাধ্যমে এমন অনুদান দিলে বিকাশের ওয়েবসাইটে ঢুকে সেটি সম্পর্কে জানা যেত। কিন্তু বিকাশ ওয়েবসাইটে এ রকম কোনো তথ্য নেই।
অনুসন্ধানের অংশ হিসেবে এবার বার্তায় সংযুক্ত লিংকে ঢোকা যাক। লিংকে ঢুকে দেখা গেল—
১। লিংকে ক্লিক করলে যে ওয়েবসাইটে ঢোকে, তা কোনো সরকারি বা বিকাশের ওয়েবসাইট নয়। ইউআরএল বার–এ লেখা থাকে—Get-taka.cyou, যা কোনো নির্ভরযোগ্য ওয়েবসাইট ঠিকানা নয়।
২। এই ওয়েবসাইটে থাকা বিকাশের লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার কথা। কিন্তু সেখানে ক্লিক করলে নতুন উইন্ডোতে গিয়ে ওয়েবসাইটটি ত্রুটিযুক্ত বলা হচ্ছে।
৩। ওয়েবসাইটের বিস্তারিত জানার জন্য ফ্যাক্টচেক টুল দিয়ে যাচাই করে দেখা যায়, ওয়েবসাইটটির ডোমেইন ত্রুটিযুক্ত।
৪। ওই লিংকে একটি ফর্ম আছে, যেখানে নাম, বাবার নাম, বয়স ও জেলা জানতে চাওয়া হচ্ছে। তথ্য পূরণ করে সাবমিট করলেই আরেকটি নতুন পৃষ্ঠা আসে, যেখানে বিকাশ অ্যাকাউন্টের নম্বর, পিন নম্বর ও বিকাশ ব্যালেন্স জানতে চাওয়া হচ্ছে। বিকাশ অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাতে হলে পাসওয়ার্ড বলার কোনো প্রয়োজন নেই। তবে যারা এরই মধ্যে এই তথ্য এখানে দিয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের ব্যালেন্স খালি হয়ে গেছে।
৫। সর্বশেষ ধাপে ওখানে উল্লিখিত কিছু বাক্য কপি করে ১০টি গ্রুপে পোস্ট করতে বলা হয়েছে এবং এটি না করলে টাকা যাবে না বলে সাবধান করা হয়েছে। সরকার অনুদান দিলে, সেখানে এমন শর্ত রাখার কোনো সম্ভাবনা নেই।
ফলাফল:
রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে—এমন তথ্য ভুয়া। প্রতারণার জন্যই এমন ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
বাসায় ঢুকে একজন নারী শিশু চুরি করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী ফরম সদৃশ কাগজ নিয়ে একটি বাসায় নক করলে বাসার ভেতর থেকে আরেক নারী শিশু কোলে নিয়ে দরজা খোলেন। ফরম নিয়ে আসা নারীকে ড্রইংরুমের সোফায় বসিয়ে দুজনে কথা বলেন।
১০ ঘণ্টা আগেদুই নারী ব্যাগে করে লাশ ফেলতে এলে সাধারণ মানুষ তাঁদের ধরে পুলিশে দিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে উৎসুক...
১ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার ছয় মাস পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
১ দিন আগেদেশে ডাকাতির সময় ফিল্মি স্টাইলে ভবন টপকাতে গিয়ে গণধোলাইয়ে মৃত্যু হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে রাতের বেলা একজন যুবককে আন্ডারওয়্যার পরা অবস্থায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পাশের
৩ দিন আগে