Ajker Patrika

করোনার ওই ব্যবস্থাপত্র ডা. এ বি এম আব্দুল্লাহর দেওয়া নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৩৭
করোনার ওই ব্যবস্থাপত্র ডা. এ বি এম আব্দুল্লাহর দেওয়া নয়

ব্যবস্থাপত্রটিতে দেখা যায়, মৃদু মাত্রার করোনা রোগীর জন্য ১০টি ওষুধের একটি তালিকা দেওয়া হয়েছে। মাঝারি মাত্রার করোনা রোগীর জন্য সংখ্যাটি দাঁড়িয়েছে ১৩–তে।

বেশ কিছু ফেসবুক পেজ, গ্রুপ ও আইডিতে ব্যবস্থাপত্রটি পোস্ট করা হয়েছে। এ রকম কিছু পোস্ট দেখুন এখানেএখানে

ফ্যাক্টচেক
ব্যবস্থাপত্রটি গত এপ্রিল মাস থেকে ফেসবুকে দেখা যাচ্ছে। গত ৩০ এপ্রিল ডা. এ বি এম আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভুয়া ব্যবস্থাপত্রের বিষয়ে সতর্ক করে একটি পোস্ট লেখেন।

ডা. এ বি এম আব্দুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভুয়া প্রেসক্রিপশনের বিষয়ে সতর্ক করেন৩ জুলাই অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ব্যবস্থাপত্রটি ‘ভুয়া’। তিনি বলেন, ‘আমার কাছে অনেকেই ফোন করেছেন বিষয়টি নিয়ে। অনেকে জানতে চেয়েছেন এই প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) আমি দিয়েছি কি না। করোনাভাইরাসের চিকিৎসা নির্ভর করে রোগীর অবস্থার ওপর। সবচেয়ে বড় কথা, কোভিড–১৯-এর সুনির্দিষ্ট কোনো ড্রাগ নেই।’

সিদ্ধান্ত
ফেসবুকে ছড়িয়ে পড়া ব্যবস্থাপত্রটি ডা. এ বি এম আব্দুল্লাহর দেওয়া নয় এবং এটি নির্ভরযোগ্যও নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত