Ajker Patrika

‘দিন দ্যা ডে’ দেশের প্রথম মোশন পোস্টার- দাবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ৫২
‘দিন দ্যা ডে’ দেশের প্রথম মোশন পোস্টার- দাবিটি সত্য নয়

ঢাকাই ছবির ‘অসম্ভবকে সম্ভব করা’ ড্যায়লগখ্যাত নায়ক অনন্ত জলিল এবার বানিয়েছেন ১২০ কোটি টাকা বাজেটের সিনেমা। নাম ঠিক করেছেন ‘দিন দ্যা ডে’। তবে বরাবরের মতোই বিতর্ক পিছু ছাড়ছে না অনন্তের।

গত ২৪ মার্চ রাত ৮ টা ১ মিনিটে অনন্ত সিআইপি নামে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি লেখা পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, ‘বাংলাদেশে আজ পর্যন্ত সিনেমার মোশন পোস্টার বানানো দেখেছেন? আমরাই প্রথম শুরু করেছি। সুতরাং গালগপ্প না করে কাজ করে দেখান।’

এই পোস্টে আরও দাবি করা হয়েছে, হলিউডের ভিএফএক্স বা অ্যানিমেটর দিয়ে কাজ করানো অনন্ত জলিলের পক্ষেই সম্ভব। কিন্তু তিনি আস্থা রেখেছেন বাংলাদেশের ভিএফএক্সের ছয়জন ‘স্টুডেন্ট’র ওপর। অনন্ত এই স্টুডেন্টদের এক কালারের স্যুট গিফট করেছেন, সার্টিফিকেট দিয়েছেন এবং প্রেস কনফারেন্সে নিজের সঙ্গে রেখেছেন।  এই ‘স্টুডেন্ট’দের যেভাবে সম্মান দিয়েছেন তা অনন্ত জলিলের দ্বারাই সম্ভব।

ওই লেখায় আরও বলা হয়, ‘বাংলাদেশের চলচ্চিত্রে আমরাই প্রথম মোশন পোস্টার আপনাদের মাঝে উপস্থাপন করি। এর আগে কখনোই বাংলাদেশের চলচ্চত্রে কেউই মোশন পোস্টার আপনাদেরকে আজ পর্যন্ত দেখায় নাই।’

অনন্ত জলিল বাংলা সিনেমায় প্রথম Dolby Digital 5.1 সাউণ্ডের ব্যবহার করেছেন, এবার 7.1 Dolby Atmos ব্যবহার করবেন। এই পোস্টের লেখক মুনসুন ফিল্মসের মিডিয়া ম্যানেজার বলে উল্লেখ করা হয়।

উইকিপিডিয়ার ভাষ্যে, মোশন পোস্টার সাধারণত মোস্টার নামে পরিচিত। চলচ্চিত্রের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখযোগ্য চরিত্রদের ছবি দিয়ে পোস্টার বানানোর রীতি অনেক পুরনো। সেই পোস্টার যখন অ্যানিমেশন বা গ্রাফিক্সের মাধ্যমে একটি ভিডিও ফাইল আকারে প্রকাশ করা হয় তখন তাকে মোস্টার বলা হয়। ২০০৫ সালে গিকন্যাশন ডট কমের চলচ্চিত্র হার্ড ক্যান্ডি নামের ছবিতে প্রথম মোস্টার তৈরি হয়। বিশ্বের প্রায় সব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই মোশন পোস্টার এখন বহুল ব্যবহৃত একটি প্রচার মাধ্যম।

আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ অনুসন্ধান করে বের করেছে, এর আগেও বাংলা চলচ্চিত্রে মোশন পোস্টার তৈরি করা হয়েছে।

ইউটিউবে অনুসন্ধান করে দেখা যায়, ২০১৫ সালের ১৭ মে আশিকুর রহমান পরিচালিত মুসাফির ছবির মোশন পোস্টার প্রকাশ করা হয়। আশিকুর রহমান ফিল্মস নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই পোস্টারের দৈর্ঘ্য ছিল ২৬ সেকেন্ড। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি কেএইচকে প্রোডাকশনের চলচ্চিত্র মি. বাংলাদেশের মোশন পোস্টার প্রকাশ করা হয় যার দৈর্ঘ্য ছিলো ৪০ সেকেন্ড। এই ছবির পরিচালক ছিলেন আবু আখতার। এছাড়া সম্প্রতি প্রচারিত জি ফাইভের বাংলাদেশি সিরিজ কন্ট্র্যাক্ট-এরও মোশন পোস্টার প্রকাশিত হয়েছে।

অন্যদিকে ১১ মার্চ ২০২১ তারিখে অনন্ত জলিল নামের ইউটিউব চ্যানেলে ‘দিন দ্যা ডে’ এর ১ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। তবে এটাই ঢাকাই চলচ্চিত্রের প্রথম মোশন পোস্টার- এ দাবিটি সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত