ফ্যাক্টচেক ডেস্ক
আগামীকালের ভোর আর দশটা ভোরের মতো নয়। আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে! বাংলাদেশেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ভালোভাবেই।
ফাইনাল খেলার আগে গণমাধ্যম ব্যস্ত দুই দলের শেষ প্রস্তুতির খবর জানাতে। আর দুই দলের ভক্তরা কথার লড়াইয়ে মেতে উঠেছে সামাজিক মাধ্যমে। তবে শুধু কথার লড়াই হলেও হতো, দেশের পাড়া মহল্লায় সংঘর্ষের খবরও এরই মধ্যে বিশ্ব মিডিয়ায় এসেছে। পড়ুন এখানে। এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা ছড়িয়ে দিয়েছেন এক অদ্ভুত বিভ্রান্তির পোস্ট।
‘মেসির পায়ের ব্যথা গুরুতর। ফাইনাল ম্যাচে তাকে দেখা যাবে কি–না এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। চিকিৎসা করতে অনেক টাকা খরচ হবে। তাই মেসিকে ফাইনাল ম্যাচে দেখতে চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। হতে পারে আপনার ক্ষুদ্র সাহায্যের জন্য মেসি-নেইমারের নৈপুণ্যে বর্নিল ফাইনাল আমরা উপভোগ করতে পারবো’।
এই লেখার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বিকাশ ও নগদে টাকা পাঠানোর মোবাইল নম্বর। কেউ কেউ লিখে দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও।ফ্যাক্টচেক
প্রায় সবগুলো পোস্টেই রিঅ্যাক্ট হিসেবে ‘হা হা’র পরিমাণই বেশি। মন্তব্যের ঘরেও নেটিজেনরা এমন পোস্ট নিয়ে হাস্যরস করেছেন। তবে বিষয়টি যে সবাই মজা হিসেবেই নিয়েছেন, তেমন না–ও হতে পারে। কয়েকটি মন্তব্যে বিষয়টি যাচাই করার আগ্রহের কথা জানানো হয়েছে। ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে বলে দেশের ফুটবল ভক্তদের আবেগের মাত্রা একটু বেশিই। তাই ফ্যাক্টচেক বিভাগ বিষয়টি অনুসন্ধান করেছে।
মেসি পায়ে ব্যথা পেলেন কীভাবে
গত ৭ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে প্রতিপক্ষের ফ্রাঙ্ক ফাবরার মারাত্মক আঘাতে লুটিয়ে পড়েন মেসি। মুহূর্তেই বাঁ পায়ে রক্তক্ষরণ শুরু হয়। মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। তবে বেশি সময় নেননি। রক্ত ঝরা পা নিয়েই ফিরে আসেন মাঠে। মুহূর্তেই ভাইরাল হয় মেসির পায়ের রক্তভেজা ছবি।
মেসি ফাইনাল খেলবেন?
মেসি আগামীকাল কোপা আমেরিকা ফাইনালে খেলবেন না, এমন তথ্য এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। বরং এই লড়াই মূলত মেসি-নেইমারের লড়াই। আর্জেন্টিনার রণ কৌশল যে মেসিকেই ঘিরেই–সেটি সংবাদমাধ্যমের খবরে স্পষ্ট।
বিকাশ ও নগদ নম্বরগুলো যাচাই
মেসির জখমের চিকিৎসায় সহায়তা চেয়ে দেওয়া পোস্টগুলোতে মোট ১০টি ফোন নম্বর খুঁজে পাওয়া যায়। এর মধ্যে ৪টি নম্বরে ফোন করে জানা যায়, নিতান্তই মজা করে পোস্টগুলো দেওয়া। ৩টি নম্বরে ফোন করলে প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেন। বাকি ৩টি নম্বরে কেউ ফোন ধরেনি।
পরামর্শ
কোনো বিশেষ উদ্দেশ্যে সাহায্য পাঠাতে হলে নম্বরগুলো যাচাই করে নেওয়া জরুরি। একই সঙ্গে যিনি টাকা চাইছেন, তিনি যথাযথ কর্তৃপক্ষের কেউ কি–না, সেটিও যাচাই করে নেওয়া উচিত। প্রসঙ্গত, কিছুদিন আগে ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশের মানুষের আর্থিক সাহায্য নেওয়ার উদ্দেশ্যে বিকাশ নম্বর প্রচার করেছিল। সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলে দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নোটিশ পড়তে অথবা সশরীরে দূতাবাসে গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ করে ঢাকায় ফিলিস্তিনি দূতাবাস।
বিকাশে টাকা পাঠানোর এমন আহ্বান প্রায়ই ফেসবুকে দেখা যায়। কেউ কেউ প্রতারণার আশ্রয় নিয়ে ‘অসুস্থ রোগীর’ সাহায্যে টাকা পাঠানোর জন্য ফেসবুকে পোস্ট করেন। লটারিতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা ও নানা রকম আর্থিক সাহায্যের টোপ দেওয়া হয়। এভাবে ব্যক্তিগত তথ্য ও টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রতারকেরা ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে।
সিদ্ধান্ত
মেসির জখমের চিকিৎসার জন্য বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আহ্বান জানিয়ে করা পোস্টগুলো প্রতারণার অংশ কিংবা নিছক মজা করে দেওয়া।
আগামীকালের ভোর আর দশটা ভোরের মতো নয়। আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে! বাংলাদেশেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের উত্তাপ টের পাওয়া যাচ্ছে ভালোভাবেই।
ফাইনাল খেলার আগে গণমাধ্যম ব্যস্ত দুই দলের শেষ প্রস্তুতির খবর জানাতে। আর দুই দলের ভক্তরা কথার লড়াইয়ে মেতে উঠেছে সামাজিক মাধ্যমে। তবে শুধু কথার লড়াই হলেও হতো, দেশের পাড়া মহল্লায় সংঘর্ষের খবরও এরই মধ্যে বিশ্ব মিডিয়ায় এসেছে। পড়ুন এখানে। এরই মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা ছড়িয়ে দিয়েছেন এক অদ্ভুত বিভ্রান্তির পোস্ট।
‘মেসির পায়ের ব্যথা গুরুতর। ফাইনাল ম্যাচে তাকে দেখা যাবে কি–না এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। চিকিৎসা করতে অনেক টাকা খরচ হবে। তাই মেসিকে ফাইনাল ম্যাচে দেখতে চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। হতে পারে আপনার ক্ষুদ্র সাহায্যের জন্য মেসি-নেইমারের নৈপুণ্যে বর্নিল ফাইনাল আমরা উপভোগ করতে পারবো’।
এই লেখার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বিকাশ ও নগদে টাকা পাঠানোর মোবাইল নম্বর। কেউ কেউ লিখে দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও।ফ্যাক্টচেক
প্রায় সবগুলো পোস্টেই রিঅ্যাক্ট হিসেবে ‘হা হা’র পরিমাণই বেশি। মন্তব্যের ঘরেও নেটিজেনরা এমন পোস্ট নিয়ে হাস্যরস করেছেন। তবে বিষয়টি যে সবাই মজা হিসেবেই নিয়েছেন, তেমন না–ও হতে পারে। কয়েকটি মন্তব্যে বিষয়টি যাচাই করার আগ্রহের কথা জানানো হয়েছে। ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে বলে দেশের ফুটবল ভক্তদের আবেগের মাত্রা একটু বেশিই। তাই ফ্যাক্টচেক বিভাগ বিষয়টি অনুসন্ধান করেছে।
মেসি পায়ে ব্যথা পেলেন কীভাবে
গত ৭ জুলাই কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে প্রতিপক্ষের ফ্রাঙ্ক ফাবরার মারাত্মক আঘাতে লুটিয়ে পড়েন মেসি। মুহূর্তেই বাঁ পায়ে রক্তক্ষরণ শুরু হয়। মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। তবে বেশি সময় নেননি। রক্ত ঝরা পা নিয়েই ফিরে আসেন মাঠে। মুহূর্তেই ভাইরাল হয় মেসির পায়ের রক্তভেজা ছবি।
মেসি ফাইনাল খেলবেন?
মেসি আগামীকাল কোপা আমেরিকা ফাইনালে খেলবেন না, এমন তথ্য এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। বরং এই লড়াই মূলত মেসি-নেইমারের লড়াই। আর্জেন্টিনার রণ কৌশল যে মেসিকেই ঘিরেই–সেটি সংবাদমাধ্যমের খবরে স্পষ্ট।
বিকাশ ও নগদ নম্বরগুলো যাচাই
মেসির জখমের চিকিৎসায় সহায়তা চেয়ে দেওয়া পোস্টগুলোতে মোট ১০টি ফোন নম্বর খুঁজে পাওয়া যায়। এর মধ্যে ৪টি নম্বরে ফোন করে জানা যায়, নিতান্তই মজা করে পোস্টগুলো দেওয়া। ৩টি নম্বরে ফোন করলে প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেন। বাকি ৩টি নম্বরে কেউ ফোন ধরেনি।
পরামর্শ
কোনো বিশেষ উদ্দেশ্যে সাহায্য পাঠাতে হলে নম্বরগুলো যাচাই করে নেওয়া জরুরি। একই সঙ্গে যিনি টাকা চাইছেন, তিনি যথাযথ কর্তৃপক্ষের কেউ কি–না, সেটিও যাচাই করে নেওয়া উচিত। প্রসঙ্গত, কিছুদিন আগে ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশের মানুষের আর্থিক সাহায্য নেওয়ার উদ্দেশ্যে বিকাশ নম্বর প্রচার করেছিল। সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলে দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নোটিশ পড়তে অথবা সশরীরে দূতাবাসে গিয়ে খোঁজ নেওয়ার অনুরোধ করে ঢাকায় ফিলিস্তিনি দূতাবাস।
বিকাশে টাকা পাঠানোর এমন আহ্বান প্রায়ই ফেসবুকে দেখা যায়। কেউ কেউ প্রতারণার আশ্রয় নিয়ে ‘অসুস্থ রোগীর’ সাহায্যে টাকা পাঠানোর জন্য ফেসবুকে পোস্ট করেন। লটারিতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা ও নানা রকম আর্থিক সাহায্যের টোপ দেওয়া হয়। এভাবে ব্যক্তিগত তথ্য ও টাকা হাতিয়ে নেওয়ার জন্য প্রতারকেরা ফেসবুক, হোয়াটস অ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে।
সিদ্ধান্ত
মেসির জখমের চিকিৎসার জন্য বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আহ্বান জানিয়ে করা পোস্টগুলো প্রতারণার অংশ কিংবা নিছক মজা করে দেওয়া।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১৬ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২১ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
২ দিন আগে