ফ্যাক্টচেক ডেস্ক
প্রতিদিন নিয়ম করে একটি আপেলখেলে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে পোস্ট হয়েছে। কিন্তু আসলেই কি নিয়মিত আপেল খেলে কোনো অসুখ বিসুখ হয় না; চিকিৎসকের কাছে যেতে হয় না? এই দাবির সত্যতা কতটুকু। চিকিৎসা বিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এই বিষয়ে সার্চ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাতে ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল অব নার্সিং এবং হোয়াইট রিভারের ভেটেরান অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টারের প্যারোডিস্টদের একটি যৌথ গবেষণাপত্রের তথ্য উল্লেখ করা আছে। গবেষণায় ৮ হাজার ৪০০ মানুষের ওপর জরিপ করে তাঁরা জানতে পারেন, এর মধ্যে ৭৫৩ জন মানুষ নিয়মিত প্রতিদিন একটি করে আপেল খেয়েছিলেন।
দৈনিক একটি করে আপেল খেলে কাউকে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে যারা নিয়মিত আপেল খেয়েছেন, তাঁরা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খুব কম ওষুধ খেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
একই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের ইউএস লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটেও একটি গবেষণা নিবন্ধ পাওয়া যায়।
নিবন্ধটি থেকে জান যায়, দৈনিক একটি আপেল খেলে একজনকে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন দাবিকে প্রাপ্ত তথ্য-প্রমাণে সমর্থিত নয়।
একই বিষয়ে যুক্তরাজ্যের একটি ক্রীড়া পুষ্টি বিষয়ক কোম্পানি ইউএসএনের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাঁরা জানায়, বিভিন্ন গবেষণা নিবন্ধের তথ্যসূত্রে জানায়, এই দাবি মিথ্যা।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্যমতে, আপেল অতি উপকারী ফল। এটি মানুষের শরীরে পুষ্টি যোগায়, ওজন কমায়, হার্টের জন্য ভালো, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমায়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সার হওয়ার সম্ভবাবনা কমায় ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে বেশি পরিমাণে আপেল খেলে কিছু পার্শ-প্রতিক্রিয়া হতে পারে। যেমন: হজমজনিত সমস্যা, রক্তে শর্করার মাতা বেড়ে যেতে পারে, ওজন বাড়তে পারে, দাতের ক্ষয়সহ এটি শরীরের অন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে।
আবার অনেকে আপেল খেলে অ্যালার্জিতে আক্রান্ত হন। সেক্ষত্রে তাদের আপেল খাওয়া থেকে বিরত থকতে হয়।
সুতরাং, কেউ দৈনিক একটি আপেল খেলে তাকে কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না, এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। এটি ঠিক আপেল একটি উপকারী ফল। তবে এটি খেলেই যে কাওকে ডাক্তারের কাছে যেতে হবে না, তা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত নয়।
প্রতিদিন নিয়ম করে একটি আপেলখেলে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে পোস্ট হয়েছে। কিন্তু আসলেই কি নিয়মিত আপেল খেলে কোনো অসুখ বিসুখ হয় না; চিকিৎসকের কাছে যেতে হয় না? এই দাবির সত্যতা কতটুকু। চিকিৎসা বিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এই বিষয়ে সার্চ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাতে ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল অব নার্সিং এবং হোয়াইট রিভারের ভেটেরান অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টারের প্যারোডিস্টদের একটি যৌথ গবেষণাপত্রের তথ্য উল্লেখ করা আছে। গবেষণায় ৮ হাজার ৪০০ মানুষের ওপর জরিপ করে তাঁরা জানতে পারেন, এর মধ্যে ৭৫৩ জন মানুষ নিয়মিত প্রতিদিন একটি করে আপেল খেয়েছিলেন।
দৈনিক একটি করে আপেল খেলে কাউকে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে যারা নিয়মিত আপেল খেয়েছেন, তাঁরা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খুব কম ওষুধ খেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
একই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটের ইউএস লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটেও একটি গবেষণা নিবন্ধ পাওয়া যায়।
নিবন্ধটি থেকে জান যায়, দৈনিক একটি আপেল খেলে একজনকে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন দাবিকে প্রাপ্ত তথ্য-প্রমাণে সমর্থিত নয়।
একই বিষয়ে যুক্তরাজ্যের একটি ক্রীড়া পুষ্টি বিষয়ক কোম্পানি ইউএসএনের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তাঁরা জানায়, বিভিন্ন গবেষণা নিবন্ধের তথ্যসূত্রে জানায়, এই দাবি মিথ্যা।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্যমতে, আপেল অতি উপকারী ফল। এটি মানুষের শরীরে পুষ্টি যোগায়, ওজন কমায়, হার্টের জন্য ভালো, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমায়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সার হওয়ার সম্ভবাবনা কমায় ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে বেশি পরিমাণে আপেল খেলে কিছু পার্শ-প্রতিক্রিয়া হতে পারে। যেমন: হজমজনিত সমস্যা, রক্তে শর্করার মাতা বেড়ে যেতে পারে, ওজন বাড়তে পারে, দাতের ক্ষয়সহ এটি শরীরের অন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে।
আবার অনেকে আপেল খেলে অ্যালার্জিতে আক্রান্ত হন। সেক্ষত্রে তাদের আপেল খাওয়া থেকে বিরত থকতে হয়।
সুতরাং, কেউ দৈনিক একটি আপেল খেলে তাকে কোনোদিন ডাক্তারের কাছে যেতে হবে না, এমন ধারণা পুরোপুরি সঠিক নয়। এটি ঠিক আপেল একটি উপকারী ফল। তবে এটি খেলেই যে কাওকে ডাক্তারের কাছে যেতে হবে না, তা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত নয়।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
১ দিন আগেমনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
২ দিন আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
২ দিন আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
৩ দিন আগে