ফ্যাক্টচেক ডেস্ক
পরিসংখ্যান বলছে, ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি বিশ্বে একদিনে কোনো দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।
এর আগে গত ১৮ মে ভারতে ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছিল, যা বিশ্বে একদিনে সর্বোচ্চ।
ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এক দিনে ৪ হাজার ৪৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। ভারত সেটিকে ছাড়িয়ে গিয়েছিল সেদিন।
আজকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ডে আবারও সবাইকে ছাড়িয়ে গেল ভারত। আজ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একটি বড় অংশ তথ্যটি তাদের প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। পার্শ্ববর্তী দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে এ পরিসংখ্যান ভীতির সঞ্চার করেছে।
ফ্যাক্টচেক
আজকের পরিসংখ্যানে ভারতে করোনায় ৬ হাজারের বেশি মৃত্যু বলা হলেও, এর আগের দিন ৮ জুন সেদেশে ২ হাজার ২১৩ জন এবং ৭ জুন ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছিল। একদিনেই মৃতের সংখ্যা প্রায় ৪ হাজার বেড়ে যাওয়ায় আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করি।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৩ হাজার ৯৫১ জনই বিহারের। তবে সেই মৃত্যু গত ২৪ ঘণ্টায় ঘটেনি।
বিহার স্বাস্থ্য অধিদপ্তর তাদের কোভিড সংক্রান্ত তথ্যাবলী সংশোধন করেছে। এই সংশোধনীতে মৃতের সংখ্যা বেড়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়।
গত ৭ জুন পর্যন্ত বিহারে করোনায় মৃতের মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪৩৪ জন। কিন্তু সংশোধনীর পর তারা জানায় এই সংখ্যাটি ৯ হাজার ৪২৯। অর্থাৎ সংশোধিত তালিকায় নতুন ৩ হাজার ৯৫১ জনের নাম যুক্ত হয়েছে, যা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের পরিসংখ্যানে একসঙ্গে যোগ করা হয়েছে। তবে এই মৃত্যুর বেশিরভাগ ঘটেছে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিগত এক মাসে। প্রকৃতপক্ষে গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ২০ জনের।
ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এক সপ্তাহ ধরে মৃত্যুর হার নিম্নগামী। অতএব, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা বিশ্বে একদিনে সর্বোচ্চ- তথ্যটি বিভ্রান্তিকর।
পরিসংখ্যান বলছে, ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি বিশ্বে একদিনে কোনো দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।
এর আগে গত ১৮ মে ভারতে ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছিল, যা বিশ্বে একদিনে সর্বোচ্চ।
ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এক দিনে ৪ হাজার ৪৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। ভারত সেটিকে ছাড়িয়ে গিয়েছিল সেদিন।
আজকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ডে আবারও সবাইকে ছাড়িয়ে গেল ভারত। আজ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একটি বড় অংশ তথ্যটি তাদের প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। পার্শ্ববর্তী দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে এ পরিসংখ্যান ভীতির সঞ্চার করেছে।
ফ্যাক্টচেক
আজকের পরিসংখ্যানে ভারতে করোনায় ৬ হাজারের বেশি মৃত্যু বলা হলেও, এর আগের দিন ৮ জুন সেদেশে ২ হাজার ২১৩ জন এবং ৭ জুন ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছিল। একদিনেই মৃতের সংখ্যা প্রায় ৪ হাজার বেড়ে যাওয়ায় আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করি।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৩ হাজার ৯৫১ জনই বিহারের। তবে সেই মৃত্যু গত ২৪ ঘণ্টায় ঘটেনি।
বিহার স্বাস্থ্য অধিদপ্তর তাদের কোভিড সংক্রান্ত তথ্যাবলী সংশোধন করেছে। এই সংশোধনীতে মৃতের সংখ্যা বেড়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়।
গত ৭ জুন পর্যন্ত বিহারে করোনায় মৃতের মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪৩৪ জন। কিন্তু সংশোধনীর পর তারা জানায় এই সংখ্যাটি ৯ হাজার ৪২৯। অর্থাৎ সংশোধিত তালিকায় নতুন ৩ হাজার ৯৫১ জনের নাম যুক্ত হয়েছে, যা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের পরিসংখ্যানে একসঙ্গে যোগ করা হয়েছে। তবে এই মৃত্যুর বেশিরভাগ ঘটেছে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিগত এক মাসে। প্রকৃতপক্ষে গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ২০ জনের।
ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এক সপ্তাহ ধরে মৃত্যুর হার নিম্নগামী। অতএব, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা বিশ্বে একদিনে সর্বোচ্চ- তথ্যটি বিভ্রান্তিকর।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১ দিন আগে