Ajker Patrika

ভারতে একদিনে ৬১৪৮ মৃত্যুর নতুন রেকর্ড?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৫৯
ভারতে একদিনে ৬১৪৮ মৃত্যুর নতুন রেকর্ড?

পরিসংখ্যান বলছে, ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি বিশ্বে একদিনে কোনো দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

এর আগে গত ১৮ মে ভারতে ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছিল, যা বিশ্বে একদিনে সর্বোচ্চ।

এ বছরের ১২ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৪৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে এক দিনে ৪ হাজার ৪৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। ভারত সেটিকে ছাড়িয়ে গিয়েছিল সেদিন।

আজকের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ডে আবারও সবাইকে ছাড়িয়ে গেল ভারত। আজ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একটি বড় অংশ তথ্যটি তাদের প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। পার্শ্ববর্তী দেশ হওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে এ পরিসংখ্যান ভীতির সঞ্চার করেছে।  

আজ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর একটি বড় অংশ তথ্যটি তাদের প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে

ফ্যাক্টচেক

আজকের পরিসংখ্যানে ভারতে করোনায় ৬ হাজারের বেশি মৃত্যু বলা হলেও, এর আগের দিন ৮ জুন সেদেশে ২ হাজার ২১৩ জন এবং ৭ জুন ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছিল। একদিনেই মৃতের সংখ্যা প্রায় ৪ হাজার বেড়ে যাওয়ায় আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান করি।  

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৩ হাজার ৯৫১ জনই বিহারের। তবে সেই মৃত্যু গত ২৪ ঘণ্টায় ঘটেনি।

বিহার স্বাস্থ্য অধিদপ্তর তাদের কোভিড সংক্রান্ত তথ্যাবলী সংশোধন করেছে। এই সংশোধনীতে মৃতের সংখ্যা বেড়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াদ্য হিন্দুর  প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়।

করোনা সংক্রমণে ভারত এখন দ্বিতীয় অবস্থানে

গত ৭ জুন পর্যন্ত বিহারে করোনায় মৃতের মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪৩৪ জন। কিন্তু সংশোধনীর পর তারা জানায় এই সংখ্যাটি ৯ হাজার ৪২৯। অর্থাৎ সংশোধিত তালিকায় নতুন ৩ হাজার ৯৫১ জনের নাম যুক্ত হয়েছে, যা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের পরিসংখ্যানে একসঙ্গে যোগ করা হয়েছে। তবে এই মৃত্যুর বেশিরভাগ ঘটেছে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিগত এক মাসে। প্রকৃতপক্ষে গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু হয়েছে ২০ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এক সপ্তাহ ধরে মৃত্যুর হার নিম্নগামী। অতএব, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা বিশ্বে একদিনে সর্বোচ্চ- তথ্যটি বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত