ফ্যাক্টচেক ডেস্ক
নিউজ অর্থ সংবাদ। সংবাদ আসে চারপাশ থেকে। এই নিউজ শব্দের পূর্ণরূপ হলো ‘এন’ দিয়ে নর্থ, ‘ই’ দিয়ে ইস্ট, ‘ডব্লিউ’ দিয়ে ওয়েস্ট এবং ‘এস’ দিয়ে সাউথ—এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়া, বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটে দীর্ঘদিন ধরেই প্রচারিত হয়ে আসছে। প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কৌরাতেও ‘NEWS’-এর পূর্ণরূপ কী—এমন প্রশ্নের উত্তরে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, ‘নিউজ শব্দ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ শব্দের আদ্যাক্ষর নিয়ে গঠিত।’ আবার কেউ কেউ উত্তর দিয়েছেন নিউজের পূর্ণরূপ ‘নোটেবল ইভেন্টস, ওয়েদার অ্যান্ড স্পোর্টস।’
‘নিউজ’ শব্দটি কি আসলেই নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ শব্দের আদ্যাক্ষর নিয়ে গঠিত কিংবা এর অন্য কোনো অর্থ আছে?
শব্দের ব্যুৎপত্তি নিয়ে ১৮৭২ সালে প্রকাশিত সুপ্রাচীন অভিধান অ্যা ডিকশনারি অব ইংলিশ ইথিমলজিতে নিউজ শব্দটির ব্যাপারে বলা হয়েছে, নিউজ শব্দটি ফরাসি শব্দ ন্যুভেলে (nouvelles) থেকে আসতে পারে। ন্যুভেলে শব্দের অর্থ ‘নতুন জিনিস।’ অথবা ড্যানিশ শব্দ ন্যস (nys) থেকে আসতে পারে। ন্যস (nys) শব্দের অর্থ ‘সঠিক ঘ্রাণ, ইঙ্গিত, বাতাস, আভাস, সংকেত।’
ইংরেজি অভিধান ডিকশনারি থেকে নিউজ শব্দটি সম্পর্কে জানা যায়, নিউজ শব্দটি ১৪২৫ থেকে ১৪৭৫ সালের মধ্যে ইংরেজি ভাষার মধ্য যুগের শেষের দিকে নেওয়ে (newe) শব্দের বহুবচন নেউইস (newis) হিসেবে প্রথম নথিভুক্ত করা হয়। এর অর্থ ‘নতুন জিনিস, নতুনত্ব।’
আরেকটি ইংরেজি অভিধান মেরিয়াম—ওয়েবস্টারে নিউজ শব্দটি ১৫ শতকে সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিবেদন বোঝাতে প্রথম ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়। এসব অভিধান থেকে নিউজ শব্দটির পূর্ণরূপের দাবিতে প্রচারিত তথ্যটির কোনো সত্যতা পাওয়া যায়নি। আলোচিত অভিধানগুলো ছাড়াও আরেকটি বিখ্যাত ইংরেজি অভিধান কলিন্সে খুঁজেও নিউজ শব্দটি নিয়ে প্রায় একই ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপস নিউজ শব্দটির ব্যুৎপত্তি নিয়ে ২০০১ সালের এপ্রিলে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটি জানায়, নিউজ শব্দটির ‘এন’ দিয়ে নর্থ, ‘ই’ দিয়ে ইস্ট, ‘ডব্লিউ’ দিয়ে ওয়েস্ট এবং ‘এস’ দিয়ে সাউথ এমন দাবি করে প্রচারিত তথ্যটি সঠিক নয়। তথ্যটির উৎপত্তি সম্পর্কে বলা হয়, যেহেতু নিউজ বা সংবাদে পৃথিবীর নানা প্রান্তের খবরাখবর থাকে, তাই কারও মাধ্যমে নিউজ শব্দের এই ব্যাখ্যা তৈরি হয়ে থাকতে পারে। নিউজ শব্দের আরেকটি যে ব্যাখ্যা পাওয়া যায়, ‘এটি নোটেবল ইভেন্টস, ওয়েদার অ্যান্ড স্পোর্টস।’ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ সেটিও সঠিক নয়। কারণ নিউজের ধারণাটি পেশাদার খেলাধুলা এবং নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যে সময় থেকে শুরু হয়েছে, তারও বহু আগে থেকেই বিদ্যমান ছিল।
এই ব্যাখ্যা ২০১৭ সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর মেরিয়াম—ওয়েবস্টার অভিধানটির এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, নিউজের পূর্ণরূপ ‘নোটেবল ইভেন্টস,ওয়েদার অ্যান্ড স্পোর্টস’ নয়।
আবার কোথাও কোথাও নিউজ পেপার শব্দটি ‘নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, পাস্ট (অতীত) অ্যান্ড প্রেজেন্ট রিপোর্ট’ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ এমন একটি তথ্যও প্রচার হতে দেখা যায়। তবে মেরিয়াম-ওয়েবস্টারে নিউজ পেপার শব্দটির ইতিহাসে এমন কোনো তথ্যের উল্লেখ করা হয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটি ফ্যাক্টও নিউজ পেপারের পূর্ণরূপ দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সঠিক নয় জানিয়ে ২০১৯ সালে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
ওপরের আলোচনা থেকে স্পষ্ট, নিউজ শব্দটির ব্যুৎপত্তিগত কোনো পূর্ণরূপ নেই। ইন্টারনেটে প্রচারিত পূর্ণরূপগুলোর সঙ্গে শব্দটির বুৎপত্তিগত ইতিহাসের কোনো মিল খুঁজে পাওয়া যায় না।
নিউজ অর্থ সংবাদ। সংবাদ আসে চারপাশ থেকে। এই নিউজ শব্দের পূর্ণরূপ হলো ‘এন’ দিয়ে নর্থ, ‘ই’ দিয়ে ইস্ট, ‘ডব্লিউ’ দিয়ে ওয়েস্ট এবং ‘এস’ দিয়ে সাউথ—এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়া, বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটে দীর্ঘদিন ধরেই প্রচারিত হয়ে আসছে। প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কৌরাতেও ‘NEWS’-এর পূর্ণরূপ কী—এমন প্রশ্নের উত্তরে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন, ‘নিউজ শব্দ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ শব্দের আদ্যাক্ষর নিয়ে গঠিত।’ আবার কেউ কেউ উত্তর দিয়েছেন নিউজের পূর্ণরূপ ‘নোটেবল ইভেন্টস, ওয়েদার অ্যান্ড স্পোর্টস।’
‘নিউজ’ শব্দটি কি আসলেই নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ শব্দের আদ্যাক্ষর নিয়ে গঠিত কিংবা এর অন্য কোনো অর্থ আছে?
শব্দের ব্যুৎপত্তি নিয়ে ১৮৭২ সালে প্রকাশিত সুপ্রাচীন অভিধান অ্যা ডিকশনারি অব ইংলিশ ইথিমলজিতে নিউজ শব্দটির ব্যাপারে বলা হয়েছে, নিউজ শব্দটি ফরাসি শব্দ ন্যুভেলে (nouvelles) থেকে আসতে পারে। ন্যুভেলে শব্দের অর্থ ‘নতুন জিনিস।’ অথবা ড্যানিশ শব্দ ন্যস (nys) থেকে আসতে পারে। ন্যস (nys) শব্দের অর্থ ‘সঠিক ঘ্রাণ, ইঙ্গিত, বাতাস, আভাস, সংকেত।’
ইংরেজি অভিধান ডিকশনারি থেকে নিউজ শব্দটি সম্পর্কে জানা যায়, নিউজ শব্দটি ১৪২৫ থেকে ১৪৭৫ সালের মধ্যে ইংরেজি ভাষার মধ্য যুগের শেষের দিকে নেওয়ে (newe) শব্দের বহুবচন নেউইস (newis) হিসেবে প্রথম নথিভুক্ত করা হয়। এর অর্থ ‘নতুন জিনিস, নতুনত্ব।’
আরেকটি ইংরেজি অভিধান মেরিয়াম—ওয়েবস্টারে নিউজ শব্দটি ১৫ শতকে সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিবেদন বোঝাতে প্রথম ব্যবহার করা হয় বলে উল্লেখ করা হয়। এসব অভিধান থেকে নিউজ শব্দটির পূর্ণরূপের দাবিতে প্রচারিত তথ্যটির কোনো সত্যতা পাওয়া যায়নি। আলোচিত অভিধানগুলো ছাড়াও আরেকটি বিখ্যাত ইংরেজি অভিধান কলিন্সে খুঁজেও নিউজ শব্দটি নিয়ে প্রায় একই ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপস নিউজ শব্দটির ব্যুৎপত্তি নিয়ে ২০০১ সালের এপ্রিলে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটি জানায়, নিউজ শব্দটির ‘এন’ দিয়ে নর্থ, ‘ই’ দিয়ে ইস্ট, ‘ডব্লিউ’ দিয়ে ওয়েস্ট এবং ‘এস’ দিয়ে সাউথ এমন দাবি করে প্রচারিত তথ্যটি সঠিক নয়। তথ্যটির উৎপত্তি সম্পর্কে বলা হয়, যেহেতু নিউজ বা সংবাদে পৃথিবীর নানা প্রান্তের খবরাখবর থাকে, তাই কারও মাধ্যমে নিউজ শব্দের এই ব্যাখ্যা তৈরি হয়ে থাকতে পারে। নিউজ শব্দের আরেকটি যে ব্যাখ্যা পাওয়া যায়, ‘এটি নোটেবল ইভেন্টস, ওয়েদার অ্যান্ড স্পোর্টস।’ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ সেটিও সঠিক নয়। কারণ নিউজের ধারণাটি পেশাদার খেলাধুলা এবং নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যে সময় থেকে শুরু হয়েছে, তারও বহু আগে থেকেই বিদ্যমান ছিল।
এই ব্যাখ্যা ২০১৭ সালে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর মেরিয়াম—ওয়েবস্টার অভিধানটির এক্স অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়, নিউজের পূর্ণরূপ ‘নোটেবল ইভেন্টস,ওয়েদার অ্যান্ড স্পোর্টস’ নয়।
আবার কোথাও কোথাও নিউজ পেপার শব্দটি ‘নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, পাস্ট (অতীত) অ্যান্ড প্রেজেন্ট রিপোর্ট’ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ এমন একটি তথ্যও প্রচার হতে দেখা যায়। তবে মেরিয়াম-ওয়েবস্টারে নিউজ পেপার শব্দটির ইতিহাসে এমন কোনো তথ্যের উল্লেখ করা হয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটি ফ্যাক্টও নিউজ পেপারের পূর্ণরূপ দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সঠিক নয় জানিয়ে ২০১৯ সালে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
ওপরের আলোচনা থেকে স্পষ্ট, নিউজ শব্দটির ব্যুৎপত্তিগত কোনো পূর্ণরূপ নেই। ইন্টারনেটে প্রচারিত পূর্ণরূপগুলোর সঙ্গে শব্দটির বুৎপত্তিগত ইতিহাসের কোনো মিল খুঁজে পাওয়া যায় না।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১২ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১৬ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
২ দিন আগে