ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকে একটি ভাসমান পাথরের ছবি পোস্ট করে অনেকেই দাবি করছেন, পাথরটি ১৪০০ বছর ধরে হাওয়ায় ভাসছে। ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। তবে পাথরটি কোন এলাকায়, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি গুগলে রিভার্স সার্চের মাধ্যমে অনুসন্ধান করলে জানা যায়, পাথরসদৃশ ভাস্কর্যটির অবস্থান সৌদি আরবের পূর্বাঞ্চলের আল-আহসা অঞ্চলের আল-তুয়াইতির গ্রামে।
এমএইচকে মেকার্স নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৮ জুলাই পাথরটি সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়।
‘ম্যাজিক ফ্লোটিং স্টোন ইন আল আহসা, সৌদি আরব’ শিরোনামের ওই ভিডিওতে পরিষ্কার দেখা যায়, বিরাটকায় পাথরটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে।
গুগল ম্যাপে অনুসন্ধান করে ‘স্ট্রিট ভিউতে’ স্পষ্ট দেখা যায়, পাথরটি মাটির সঙ্গে লেগে আছে। এটি শূন্যে ভাসমান নয়। যদিও গুগল ম্যাপে পাথরটিকে ‘ফ্লোটিং রক’ বা ভাসমান পাথর নামেই খুঁজে পাওয়া যায়।
সম্প্রতি ‘ভাসমান পাথর’ দাবিতে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে মূল ছবিটিকে সম্পাদনা করে ভূমির সঙ্গে পাথরের সংযোগ স্থাপনকারী অংশগুলোকে মুছে ফেলা হয়েছে।
২০১৬ সালের ২৫ জুন ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে ফটোশপ বা অন্য কোনো ছবি সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করে বিভ্রান্তিকর ছবিটি তৈরি করা হয়েছে।
সিদ্ধান্ত
১৪০০ বছর ধরে একটি পাথর শূন্যে ভাসছে—এমন দাবিসহ ভাইরাল হওয়া ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। সৌদি আরবের আল-আহসা অঞ্চলে অবস্থিত ‘ভাসমান পাথর’ নামের ভাস্কর্যটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
ফেসবুকে একটি ভাসমান পাথরের ছবি পোস্ট করে অনেকেই দাবি করছেন, পাথরটি ১৪০০ বছর ধরে হাওয়ায় ভাসছে। ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। তবে পাথরটি কোন এলাকায়, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি গুগলে রিভার্স সার্চের মাধ্যমে অনুসন্ধান করলে জানা যায়, পাথরসদৃশ ভাস্কর্যটির অবস্থান সৌদি আরবের পূর্বাঞ্চলের আল-আহসা অঞ্চলের আল-তুয়াইতির গ্রামে।
এমএইচকে মেকার্স নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৮ জুলাই পাথরটি সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়।
‘ম্যাজিক ফ্লোটিং স্টোন ইন আল আহসা, সৌদি আরব’ শিরোনামের ওই ভিডিওতে পরিষ্কার দেখা যায়, বিরাটকায় পাথরটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে।
গুগল ম্যাপে অনুসন্ধান করে ‘স্ট্রিট ভিউতে’ স্পষ্ট দেখা যায়, পাথরটি মাটির সঙ্গে লেগে আছে। এটি শূন্যে ভাসমান নয়। যদিও গুগল ম্যাপে পাথরটিকে ‘ফ্লোটিং রক’ বা ভাসমান পাথর নামেই খুঁজে পাওয়া যায়।
সম্প্রতি ‘ভাসমান পাথর’ দাবিতে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে মূল ছবিটিকে সম্পাদনা করে ভূমির সঙ্গে পাথরের সংযোগ স্থাপনকারী অংশগুলোকে মুছে ফেলা হয়েছে।
২০১৬ সালের ২৫ জুন ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে ফটোশপ বা অন্য কোনো ছবি সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করে বিভ্রান্তিকর ছবিটি তৈরি করা হয়েছে।
সিদ্ধান্ত
১৪০০ বছর ধরে একটি পাথর শূন্যে ভাসছে—এমন দাবিসহ ভাইরাল হওয়া ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। সৌদি আরবের আল-আহসা অঞ্চলে অবস্থিত ‘ভাসমান পাথর’ নামের ভাস্কর্যটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২১ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগে