১৪০০ বছর ধরে হাওয়ায় ভাসছে পাথর?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯: ২১
Thumbnail image

ফেসবুকে একটি ভাসমান পাথরের ছবি পোস্ট করে অনেকেই দাবি করছেন, পাথরটি ১৪০০ বছর ধরে হাওয়ায় ভাসছে। ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। তবে পাথরটি কোন এলাকায়, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি গুগলে রিভার্স সার্চের মাধ্যমে অনুসন্ধান করলে জানা যায়, পাথরসদৃশ ভাস্কর্যটির অবস্থান সৌদি আরবের পূর্বাঞ্চলের আল-আহসা অঞ্চলের আল-তুয়াইতির গ্রামে।

এমএইচকে মেকার্স নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৮ জুলাই পাথরটি সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়।

‘ম্যাজিক ফ্লোটিং স্টোন ইন আল আহসা, সৌদি আরব’ শিরোনামের ওই ভিডিওতে পরিষ্কার দেখা যায়, বিরাটকায় পাথরটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে।

গুগল ম্যাপে অনুসন্ধান করে ‘স্ট্রিট ভিউতে’ স্পষ্ট দেখা যায়, পাথরটি মাটির সঙ্গে লেগে আছে। এটি শূন্যে ভাসমান নয়। যদিও গুগল ম্যাপে পাথরটিকে ‘ফ্লোটিং রক’ বা ভাসমান পাথর নামেই খুঁজে পাওয়া যায়।

সম্প্রতি ‘ভাসমান পাথর’ দাবিতে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে মূল ছবিটিকে সম্পাদনা করে ভূমির সঙ্গে পাথরের সংযোগ স্থাপনকারী অংশগুলোকে মুছে ফেলা হয়েছে।

২০১৬ সালের ২৫ জুন ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে ফটোশপ বা অন্য কোনো ছবি সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করে বিভ্রান্তিকর ছবিটি তৈরি করা হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবি (বামে), মূল ছবি (ডানে)সিদ্ধান্ত
১৪০০ বছর ধরে একটি পাথর শূন্যে ভাসছে—এমন দাবিসহ ভাইরাল হওয়া ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। সৌদি আরবের আল-আহসা অঞ্চলে অবস্থিত ‘ভাসমান পাথর’ নামের ভাস্কর্যটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত