ফ্যাক্টচেক ডেস্ক
শিরোনামটা বেশ আকর্ষণীয়। স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য ঘরোয়া টোটকা। এই টোটকা জানা থাকলে নাকি আপনাকে আফসোস করতে হতো না! মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপে মেসেজ আকারে ফরওয়ার্ড করতেও দেখ যাচ্ছে এই চিকিৎসা পদ্ধতি। এই গুজব অন্তত এক দশক ধরে ভার্চ্যুয়াল দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই চিকিৎসা পদ্ধতিতে বলা হচ্ছে, ‘কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখায় একটি সুই গরম করে নিতে হবে, যাতে জীবাণুমুক্ত হয়। এরপর রোগীর হাতের আঙুলের ডগার নরম অংশে সুইটি সামান্য ঢুকিয়ে দিতে হবে যাতে সেই জায়গা দিয়ে রক্ত বের হয়। এরপর কয়েক মিনিট অপেক্ষা করলে দেখা যাবে, ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছেন। যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এরপর একইভাবে কানের লতি বা নরম অংশে সুই দিয়ে রক্ত ঝরাতে হবে। তাহলেই আর মুখ বিকৃত হবে না।’
চিকিৎসা পদ্ধতিটি চীনের এক চিকিৎসকের উদ্ভাবিত বলে দাবি করা হলেও সেই চিকিৎসকের কোনো নাম–পরিচয় দেওয়া হয়নি।
বাংলাদেশে অসংখ্য মানুষ এই টোটকা বিশ্বাস করেছেন, তার নমুনা পাওয়া যায় ফেসবুকে এ–সংক্রান্ত পোস্ট ও সেখানে অসংখ্য ইতিবাচক মন্তব্যে।
কী বলছেন বিশেষজ্ঞরা
সামাজিক মাধ্যমে বহুদিন ধরে আলোচিত ওই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা হয় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এটা কোনো স্বীকৃত চিকিৎসা পদ্ধতি নয়। স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে বা রক্ত চলাচল বন্ধ হয়ে। আঙুল থেকে রক্ত বের করে এর কোনোটিরই সুরাহা হবে না। মস্তিষ্কের যে রক্তনালিগুলো স্ট্রোকের সঙ্গে সম্পর্কিত, তা মূলত ধমনি। আঙুলের যে রক্তনালি তা হলো ক্যাপিলিরি বা কৌশিক জালিকা। সামগ্রিক রক্ত সংবহনতন্ত্রে এর ভূমিকা সামান্য। স্ট্রোকের মতো অসুখ নিয়ন্ত্রণে সেটা কল্পনাও করা যায় না।’
‘এটা কোনো স্বীকৃত চিকিৎসা পদ্ধতি নয়। স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে বা রক্ত চলাচল বন্ধ হয়ে। আঙুল থেকে রক্ত বের করে এর কোনোটিরই সুরাহা হবে না। মস্তিষ্কের যে রক্তনালিগুলো স্ট্রোকের সঙ্গে সম্পর্কিত, তা মূলত ধমনি। আঙুলের যে রক্তনালি তা হলো ক্যাপিলিরি বা কৌশিক জালিকা। সামগ্রিক রক্ত সংবহনতন্ত্রে এর ভূমিকা সামান্য। স্ট্রোকের মতো অসুখ নিয়ন্ত্রণে সেটা কল্পনাও করা যায় না।’
এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে তথ্য যাচাই আঙ্গিকের প্রতিবেদন খুঁজে পাই। প্রতিবেদনগুলো থেকে বিশ্বের বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত জানতে পারি।
বার্তা সংস্থা এএফপি ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে চীন এবং পাশ্চাত্যের কয়েকজন খ্যাতনামা চিকিৎসকদের বক্তব্য উদ্ধৃত করে জানায়, চিকিৎসা পদ্ধতিটি ভিত্তিহীন ও বিপজ্জনক।
ওই প্রতিবেদনে সংযুক্ত একটি ইউটিউব ভিডিওতে কেনিয়ার আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজির অধ্যাপক ডা. দিলরাজ সিং বলেন, ‘স্ট্রোকের রোগীর জন্য প্রতিটি সময় গুরুত্বপূর্ণ। কারণ মস্তিষ্কে হঠাৎ স্ট্রোকের প্রভাবে প্রতি মিনিটে ১০ লাখ স্নায়ুকোষের মৃত্যু হতে থাকে। সময়ক্ষেপণ না করে হাসপাতালে দ্রুত চিকিৎসা ভালো ফলাফল বয়ে আনতে পারে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই চিকিৎসা পদ্ধতিকে ‘ভুল চিন্তা’ বলে আখ্যা দিয়েছেন দ্য ডিউক স্ট্রোক সেন্টারের পরিচালক ডা. ল্যারি গোল্ডস্টেইন। তিনি বলেন, এই পদ্ধতি স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
স্বাস্থ্যবিষয়ক অনলাইন পোর্টাল হেলথ লাইনের একটি প্রতিবেদনে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির অধ্যাপক ড. মিশেল এলকিন্ড বলেছেন, ‘এটি এক কথায় অপচিকিৎসা। কোনো ব্যক্তির যদি গাল বেঁকে যাওয়া, বাহুতে দুর্বলতা বা অসারতা ও কথা বলতে সমস্যা ইত্যাদি লক্ষণ দেখা যায়, তাহলে তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়াটাই হবে উত্তম কাজ।’
হেলথ আনালিটিকস এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, এই ধরনের চিকিৎসা পদ্ধতি অবৈজ্ঞানিক। স্ট্রোক হয়েছে এমন ব্যক্তির আঙুলে সিরিঞ্জ বা সুই প্রবেশ করানোটা তাদের সহায়তা করবে এমন কোনো প্রমাণ নেই। বরং এটি ওই পরিস্থিতিতে আপনার মূল্যবান সময় নষ্ট করবে।
স্ট্রোক হলে কী করবেন
নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞরা স্ট্রোকের চিকিৎসায় দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়ার গুরুত্ব বুঝাতে বলেন, ‘টাইম ইজ ব্রেইন’।
স্ট্রোকের জরুরি চিকিৎসা নিয়ে দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়, স্ট্রোকের মতো অবস্থা দেখা দিলে দ্রুত স্নায়ুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
পরিবারের কারও এই লক্ষণ দেখা দিলে প্রথম ও প্রধান করণীয় রোগীকে বিছানায় শুইয়ে দিয়ে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডাকা এবং হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। স্ট্রোকে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ানো বিপজ্জনক। কারণ স্ট্রোকটি হেমোরেজিক নাকি ইস্কেমিক সেটা না জেনে ওষুধ প্রয়োগ করলে রোগীর ক্ষতি হতে পারে।
এ সময়ে কিছু খাওয়ানো আরও বিপজ্জনক। এমনকি পানিও। এই খাবার ও পানি রোগীর শ্বাসনালিতে আটকে যেতে পারে। এতে শ্বাসকষ্ট হতে পারে অথবা সংক্রমণ তৈরি করতে পারে।
স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে স্ট্রোকের রোগী এলে তিনি লক্ষণ দেখেই দ্রুত চিকিৎসা দেন এবং ওষুধ প্রয়োগ করেন। তবে এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি ধাপ আগে সম্পন্ন করেন আর তা হচ্ছে– কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানারে রোগীর মস্তিষ্ক স্ক্যান করা। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কি–না তা নিশ্চিত হতে তাঁরা সিটি স্ক্যান করেন। যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে থাকে তবে থ্রম্বোলাইটিক ওষুধ প্রয়োগ করলে রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়ায়। এ জন্য সিটি স্ক্যানের বিষয়টি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ কাউকে স্ট্রোকে আক্রান্ত হতে দেখলে অনুমান ভিত্তিক কোনো পদ্ধতি অবলম্বন না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।
শিরোনামটা বেশ আকর্ষণীয়। স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য ঘরোয়া টোটকা। এই টোটকা জানা থাকলে নাকি আপনাকে আফসোস করতে হতো না! মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপে মেসেজ আকারে ফরওয়ার্ড করতেও দেখ যাচ্ছে এই চিকিৎসা পদ্ধতি। এই গুজব অন্তত এক দশক ধরে ভার্চ্যুয়াল দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই চিকিৎসা পদ্ধতিতে বলা হচ্ছে, ‘কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখায় একটি সুই গরম করে নিতে হবে, যাতে জীবাণুমুক্ত হয়। এরপর রোগীর হাতের আঙুলের ডগার নরম অংশে সুইটি সামান্য ঢুকিয়ে দিতে হবে যাতে সেই জায়গা দিয়ে রক্ত বের হয়। এরপর কয়েক মিনিট অপেক্ষা করলে দেখা যাবে, ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছেন। যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এরপর একইভাবে কানের লতি বা নরম অংশে সুই দিয়ে রক্ত ঝরাতে হবে। তাহলেই আর মুখ বিকৃত হবে না।’
চিকিৎসা পদ্ধতিটি চীনের এক চিকিৎসকের উদ্ভাবিত বলে দাবি করা হলেও সেই চিকিৎসকের কোনো নাম–পরিচয় দেওয়া হয়নি।
বাংলাদেশে অসংখ্য মানুষ এই টোটকা বিশ্বাস করেছেন, তার নমুনা পাওয়া যায় ফেসবুকে এ–সংক্রান্ত পোস্ট ও সেখানে অসংখ্য ইতিবাচক মন্তব্যে।
কী বলছেন বিশেষজ্ঞরা
সামাজিক মাধ্যমে বহুদিন ধরে আলোচিত ওই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা হয় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এটা কোনো স্বীকৃত চিকিৎসা পদ্ধতি নয়। স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে বা রক্ত চলাচল বন্ধ হয়ে। আঙুল থেকে রক্ত বের করে এর কোনোটিরই সুরাহা হবে না। মস্তিষ্কের যে রক্তনালিগুলো স্ট্রোকের সঙ্গে সম্পর্কিত, তা মূলত ধমনি। আঙুলের যে রক্তনালি তা হলো ক্যাপিলিরি বা কৌশিক জালিকা। সামগ্রিক রক্ত সংবহনতন্ত্রে এর ভূমিকা সামান্য। স্ট্রোকের মতো অসুখ নিয়ন্ত্রণে সেটা কল্পনাও করা যায় না।’
‘এটা কোনো স্বীকৃত চিকিৎসা পদ্ধতি নয়। স্ট্রোক হয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে বা রক্ত চলাচল বন্ধ হয়ে। আঙুল থেকে রক্ত বের করে এর কোনোটিরই সুরাহা হবে না। মস্তিষ্কের যে রক্তনালিগুলো স্ট্রোকের সঙ্গে সম্পর্কিত, তা মূলত ধমনি। আঙুলের যে রক্তনালি তা হলো ক্যাপিলিরি বা কৌশিক জালিকা। সামগ্রিক রক্ত সংবহনতন্ত্রে এর ভূমিকা সামান্য। স্ট্রোকের মতো অসুখ নিয়ন্ত্রণে সেটা কল্পনাও করা যায় না।’
এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে তথ্য যাচাই আঙ্গিকের প্রতিবেদন খুঁজে পাই। প্রতিবেদনগুলো থেকে বিশ্বের বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত জানতে পারি।
বার্তা সংস্থা এএফপি ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে চীন এবং পাশ্চাত্যের কয়েকজন খ্যাতনামা চিকিৎসকদের বক্তব্য উদ্ধৃত করে জানায়, চিকিৎসা পদ্ধতিটি ভিত্তিহীন ও বিপজ্জনক।
ওই প্রতিবেদনে সংযুক্ত একটি ইউটিউব ভিডিওতে কেনিয়ার আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজির অধ্যাপক ডা. দিলরাজ সিং বলেন, ‘স্ট্রোকের রোগীর জন্য প্রতিটি সময় গুরুত্বপূর্ণ। কারণ মস্তিষ্কে হঠাৎ স্ট্রোকের প্রভাবে প্রতি মিনিটে ১০ লাখ স্নায়ুকোষের মৃত্যু হতে থাকে। সময়ক্ষেপণ না করে হাসপাতালে দ্রুত চিকিৎসা ভালো ফলাফল বয়ে আনতে পারে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এই চিকিৎসা পদ্ধতিকে ‘ভুল চিন্তা’ বলে আখ্যা দিয়েছেন দ্য ডিউক স্ট্রোক সেন্টারের পরিচালক ডা. ল্যারি গোল্ডস্টেইন। তিনি বলেন, এই পদ্ধতি স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
স্বাস্থ্যবিষয়ক অনলাইন পোর্টাল হেলথ লাইনের একটি প্রতিবেদনে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির অধ্যাপক ড. মিশেল এলকিন্ড বলেছেন, ‘এটি এক কথায় অপচিকিৎসা। কোনো ব্যক্তির যদি গাল বেঁকে যাওয়া, বাহুতে দুর্বলতা বা অসারতা ও কথা বলতে সমস্যা ইত্যাদি লক্ষণ দেখা যায়, তাহলে তাঁকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়াটাই হবে উত্তম কাজ।’
হেলথ আনালিটিকস এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, এই ধরনের চিকিৎসা পদ্ধতি অবৈজ্ঞানিক। স্ট্রোক হয়েছে এমন ব্যক্তির আঙুলে সিরিঞ্জ বা সুই প্রবেশ করানোটা তাদের সহায়তা করবে এমন কোনো প্রমাণ নেই। বরং এটি ওই পরিস্থিতিতে আপনার মূল্যবান সময় নষ্ট করবে।
স্ট্রোক হলে কী করবেন
নিউরোলজিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞরা স্ট্রোকের চিকিৎসায় দ্রুততম সময়ে হাসপাতালে নেওয়ার গুরুত্ব বুঝাতে বলেন, ‘টাইম ইজ ব্রেইন’।
স্ট্রোকের জরুরি চিকিৎসা নিয়ে দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়, স্ট্রোকের মতো অবস্থা দেখা দিলে দ্রুত স্নায়ুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
পরিবারের কারও এই লক্ষণ দেখা দিলে প্রথম ও প্রধান করণীয় রোগীকে বিছানায় শুইয়ে দিয়ে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স ডাকা এবং হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। স্ট্রোকে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ানো বিপজ্জনক। কারণ স্ট্রোকটি হেমোরেজিক নাকি ইস্কেমিক সেটা না জেনে ওষুধ প্রয়োগ করলে রোগীর ক্ষতি হতে পারে।
এ সময়ে কিছু খাওয়ানো আরও বিপজ্জনক। এমনকি পানিও। এই খাবার ও পানি রোগীর শ্বাসনালিতে আটকে যেতে পারে। এতে শ্বাসকষ্ট হতে পারে অথবা সংক্রমণ তৈরি করতে পারে।
স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে স্ট্রোকের রোগী এলে তিনি লক্ষণ দেখেই দ্রুত চিকিৎসা দেন এবং ওষুধ প্রয়োগ করেন। তবে এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা একটি ধাপ আগে সম্পন্ন করেন আর তা হচ্ছে– কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানারে রোগীর মস্তিষ্ক স্ক্যান করা। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কি–না তা নিশ্চিত হতে তাঁরা সিটি স্ক্যান করেন। যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে থাকে তবে থ্রম্বোলাইটিক ওষুধ প্রয়োগ করলে রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়ায়। এ জন্য সিটি স্ক্যানের বিষয়টি গুরুত্বপূর্ণ।
অর্থাৎ কাউকে স্ট্রোকে আক্রান্ত হতে দেখলে অনুমান ভিত্তিক কোনো পদ্ধতি অবলম্বন না করে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
৪ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১২ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১৮ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে