সাহস মোস্তাফিজ
গত বছরের ২৬ এপ্রিল একটা ছবি গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। ছবিটি তোলা হয়েছিল এমন এক শহরে, যেখানে ভালোবাসার নিদর্শন ‘তাজমহল’ দেখতে ছুটে যান বিশ্ববাসী। ওই ছবিও ছিল ভালোবাসার; মৃত্যুপথযাত্রী স্বামীটির মুখে শ্বাস দিয়ে বাঁচানোর শেষ চেষ্টা এক হতভাগ্য স্ত্রীর। করোনায় আক্রান্ত সেই লোককে বাঁচানো যায়নি।
গত ২৭ জুন রাজশাহীর আরেকটি ছবি নাড়িয়ে দেয় সবাইকে। ২৩ দিনের হাফসাকে বাঁচাতে মায়ের প্রাণান্ত আকুতির ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। তার আগের দিন শনিবার হঠাৎ করেই হাফসার শ্বাসকষ্ট শুরু হয়। ওই সময় কোনো উপায়ান্তর না দেখে বাবা-মা হাফসাকে নিয়ে ছোটেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।
শ্বাস নিতে হাফসার তীব্র কষ্ট হওয়ায় মা রেশমা নিজের মুখ সন্তানের মুখে দিয়ে কৃত্রিম শ্বাস দেওয়ার প্রাণান্ত চেষ্টা করছিলেন। জরুরি বিভাগে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে হাফসাকে অক্সিজেন দিতে শুরু করেন। দ্রুত ভর্তি করেন ২৪ নম্বর শিশু ওয়ার্ডে। শ্বাসকষ্ট কমাতে দেওয়া হয় নিয়মিত ওষুধ। শেষ পর্যন্ত হাফসার শ্বাসকষ্ট কমে আসে।
ঘটনা দুটিকে চিকিৎসাশাস্ত্রে ব্যাখ্যা করলে দাঁড়ায়—‘সিপিআর’। কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর হলো জীবন রক্ষাকারী চিকিৎসা কৌশল। সাময়িকভাবে হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ কিছু সময় কৃত্রিমভাবে চালিয়ে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে এটি কার্যকর পদ্ধতি। বুকে অনবরত চাপ দেওয়া থেকে শুরু করে মুখে শ্বাস দেওয়ার পুরো বিষয়টি বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত। তবে প্রশ্নটা আসে তখনই, যখন রোগীটি কোভিডে আক্রান্ত হয়।
করোনায় আক্রান্ত রোগীকে মুখ দিয়ে শ্বাস দেওয়া কোনো অবস্থাতেই নিরাপদ নয়। এতে সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকি থাকে। যদিও প্রিয় মানুষটি যখন মৃত্যু-যন্ত্রণায় ছটফট করতে থাকে, চোখের সামনে দেহ নিথর হয়ে পড়ে, তখন কোনো যুক্তিই কাজ করে না। কিন্তু করোনাভাইরাস এমন এক ভয়ানক রোগ, যা থেকে বাঁচতে আক্রান্ত মানুষের সঙ্গে নিরাপদ দূরত্বই প্রথম শর্ত; এবার সে যত নিকটাত্মীয়ই হোক না কেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড আক্রান্ত মানুষের সংস্পর্শেই করোনাভাইরাসের সংক্রমণ হয়। তবে করোনাক্রান্ত কোনো মানুষের পাশে দাঁড়ালেই যে করোনার সংক্রমণ ঘটবে, বিষয়টা এমন নয়। এটি তখনই ছড়ায়, যখন সংক্রমিত ব্যক্তির শ্বাসতন্ত্র থেকে বেরিয়ে আসা ড্রপলেটের সংস্পর্শে কেউ আসে। এ ক্ষেত্রে মাস্ক পরা, প্রয়োজনে পিপিই পরা ও বারবার হাত স্যানিটাইজ করা বা হাত ধোয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃত।
এই ভাইরাস দ্বারা দূষিত অংশ স্পর্শ করার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। মুখ, নাক ও হাতের মাধ্যমে এ ভাইরাস মানবদেহে প্রবেশ করতে পারে।
করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো, যারা এরই মধ্যে আক্রান্ত হয়েছে বা এ ভাইরাস বহন করছে, তাদের সংস্পর্শ এড়িয়ে চলা। ‘কিস অব লাইফ’ এ ক্ষেত্রে মানবিক হতে পারে, কিন্তু মোটেও নিরাপদ নয়। বরং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ।
গত বছরের ২৬ এপ্রিল একটা ছবি গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। ছবিটি তোলা হয়েছিল এমন এক শহরে, যেখানে ভালোবাসার নিদর্শন ‘তাজমহল’ দেখতে ছুটে যান বিশ্ববাসী। ওই ছবিও ছিল ভালোবাসার; মৃত্যুপথযাত্রী স্বামীটির মুখে শ্বাস দিয়ে বাঁচানোর শেষ চেষ্টা এক হতভাগ্য স্ত্রীর। করোনায় আক্রান্ত সেই লোককে বাঁচানো যায়নি।
গত ২৭ জুন রাজশাহীর আরেকটি ছবি নাড়িয়ে দেয় সবাইকে। ২৩ দিনের হাফসাকে বাঁচাতে মায়ের প্রাণান্ত আকুতির ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। তার আগের দিন শনিবার হঠাৎ করেই হাফসার শ্বাসকষ্ট শুরু হয়। ওই সময় কোনো উপায়ান্তর না দেখে বাবা-মা হাফসাকে নিয়ে ছোটেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।
শ্বাস নিতে হাফসার তীব্র কষ্ট হওয়ায় মা রেশমা নিজের মুখ সন্তানের মুখে দিয়ে কৃত্রিম শ্বাস দেওয়ার প্রাণান্ত চেষ্টা করছিলেন। জরুরি বিভাগে পৌঁছানোর পরপরই কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে হাফসাকে অক্সিজেন দিতে শুরু করেন। দ্রুত ভর্তি করেন ২৪ নম্বর শিশু ওয়ার্ডে। শ্বাসকষ্ট কমাতে দেওয়া হয় নিয়মিত ওষুধ। শেষ পর্যন্ত হাফসার শ্বাসকষ্ট কমে আসে।
ঘটনা দুটিকে চিকিৎসাশাস্ত্রে ব্যাখ্যা করলে দাঁড়ায়—‘সিপিআর’। কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর হলো জীবন রক্ষাকারী চিকিৎসা কৌশল। সাময়িকভাবে হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ কিছু সময় কৃত্রিমভাবে চালিয়ে মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে এটি কার্যকর পদ্ধতি। বুকে অনবরত চাপ দেওয়া থেকে শুরু করে মুখে শ্বাস দেওয়ার পুরো বিষয়টি বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত। তবে প্রশ্নটা আসে তখনই, যখন রোগীটি কোভিডে আক্রান্ত হয়।
করোনায় আক্রান্ত রোগীকে মুখ দিয়ে শ্বাস দেওয়া কোনো অবস্থাতেই নিরাপদ নয়। এতে সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকি থাকে। যদিও প্রিয় মানুষটি যখন মৃত্যু-যন্ত্রণায় ছটফট করতে থাকে, চোখের সামনে দেহ নিথর হয়ে পড়ে, তখন কোনো যুক্তিই কাজ করে না। কিন্তু করোনাভাইরাস এমন এক ভয়ানক রোগ, যা থেকে বাঁচতে আক্রান্ত মানুষের সঙ্গে নিরাপদ দূরত্বই প্রথম শর্ত; এবার সে যত নিকটাত্মীয়ই হোক না কেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড আক্রান্ত মানুষের সংস্পর্শেই করোনাভাইরাসের সংক্রমণ হয়। তবে করোনাক্রান্ত কোনো মানুষের পাশে দাঁড়ালেই যে করোনার সংক্রমণ ঘটবে, বিষয়টা এমন নয়। এটি তখনই ছড়ায়, যখন সংক্রমিত ব্যক্তির শ্বাসতন্ত্র থেকে বেরিয়ে আসা ড্রপলেটের সংস্পর্শে কেউ আসে। এ ক্ষেত্রে মাস্ক পরা, প্রয়োজনে পিপিই পরা ও বারবার হাত স্যানিটাইজ করা বা হাত ধোয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্বীকৃত।
এই ভাইরাস দ্বারা দূষিত অংশ স্পর্শ করার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। মুখ, নাক ও হাতের মাধ্যমে এ ভাইরাস মানবদেহে প্রবেশ করতে পারে।
করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো, যারা এরই মধ্যে আক্রান্ত হয়েছে বা এ ভাইরাস বহন করছে, তাদের সংস্পর্শ এড়িয়ে চলা। ‘কিস অব লাইফ’ এ ক্ষেত্রে মানবিক হতে পারে, কিন্তু মোটেও নিরাপদ নয়। বরং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ।
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১৩ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
২১ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে