ফ্যাক্টচেক ডেস্ক
স্কুল জীবনে শিক্ষকের মুখে গাধা খালি খায়নি এমন মানুষ কমই আছে। এ দেশে বোকাদের গাধা বলে বকা দেওয়া খুবই সাধারণ। এই গালি বহু ব্যবহারে এতোটা ভোঁতা হয়ে গেছে যে কেউ তেমন কিছু মনে করে না। মূলত বোকা বা নির্বোধ বোঝাতেই কাউকে এই নিরীহ প্রাণীটির সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ মানুষের বদ্ধমূল ধারণা হলো, গাধা একটি নির্বোধ প্রাণী; তা না হলে নির্বিবাদে সারাজীবন মানুষের জন্য ভারী ভারী বোঝা বইবে কেন! গাধার বুদ্ধিমত্তা নিয়ে এই নীচু ধারণা কি সঠিক? বিজ্ঞান কিন্তু বলছে ভিন্ন কথা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড বায়োমেডিকাল সায়েন্সেস কলেজের পশু চিকিৎসক নোরা ম্যাথিউস গাধার বুদ্ধিমত্তা নিয়ে বলেন, গাধা ঘোড়ার চেয়েও স্মার্ট প্রাণী। প্রকৃতপক্ষে এরা অনেক বুদ্ধিমান প্রাণী, এরা ঘোড়ার মতো সহজে ভয় পায় না। বিপদের ঝুঁকি দেখলে গাধা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সম্ভবত এ কারণেই গাধাকে একরোখা বোকা প্রাণী বলে মনে করা হয়।
গাধার বেগার খাটুনি, ভারী বোঝা বহন করার দৃশ্য গল্প, সাহিত্য ও কার্টুনে অনেক পরিচিত হলেও নোরা ম্যাথিউস বলেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশে শিকারি প্রাণী যেমন নেকড়ে, শিয়াল ইত্যাদি থেকে ভেড়ার পাল রক্ষায় গাধাকে প্রহরী হিসেবে ব্যবহার করা হয়। এরা খুব দক্ষতার সঙ্গে এসব হিংস্র প্রাণীর বিরুদ্ধে লড়াই করতে পারে।
গাধা নিয়ে কাজ করে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা দ্য ডানকি সেঙ্কচুয়ারি। সংস্থাটি একটি সমীক্ষার বরাত দিয়ে জানায়, প্রায় ৭৪ শতাংশ মানুষ গাধাকে বুদ্ধিমান প্রাণী বলে মনে করে না। গাধার বুদ্ধিমত্তা নিয়ে মানুষের এমন ভুল ধারণা শতাব্দী প্রাচীন। এ ধারণার উৎপত্তি গাধার স্বাভাবিক প্রবৃত্তি থেকে। গাধা তার স্বাভাবিক প্রবৃত্তি দ্বারা চালিত হওয়ার চেয়ে আত্মরক্ষায় বেশি জোর দেয়। এর অর্থ হতে পারে যে, গাধাকে দিয়ে যে কাজটি করাতে চাওয়া হচ্ছে, গাধা তা করতে চাচ্ছে না। এমন পরিস্থিতিতে গাধা কেন ওই কাজটি করতে চাচ্ছে না, মালিক তার অন্তর্নিহিত কারণগুলো সহজে খুঁজতে চান না। এখান থেকেই গাধা বুদ্ধিহীন প্রাণী— এমন ধারণার উৎপত্তি হতে পারে।
দ্য ডানকি সেঙ্কচুয়ারির ২০১৩ সালের এক গবেষণায় দেখা যায়, গাধা কুকুর ও ডলফিনের মতোই শিখতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। প্রকৃতপক্ষে গাধার স্মৃতিশক্তি প্রখর এবং শেখার সক্ষমতাও দারুণ।
প্রাণীবিষয়ক ওয়েবসাইট এ জেড অ্যানিমেলে গাধার স্মৃতিশক্তি, সমস্যার সমাধান, সংবেদনশীলতা, আন্তসম্পর্ক বুঝতে পারার মতো বুদ্ধিমত্তা সম্পর্কে জানা যায়। ওয়েবসাইটটিতে গাধার বুদ্ধিমত্তা সম্পর্কে বলা হয়েছে, গাধা বুদ্ধিমান প্রাণী। প্রাণীটি স্মৃতিশক্তির জন্য বিখ্যাত। এরা মানুষ, স্থান এবং যেকোনো পরিস্থিতি মনে রাখতে পারে। এই মনে রাখার সক্ষমতা এদের পথ চলতে এবং সম্পর্ক গড়তে সাহায্য করে। গাধা খুব সহজে নতুন কাজ শেখা, রুটিন ও আদেশ মেনে চলা আয়ত্ত করতে পারে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে গাধাকে অন্ধকার খনিতে চলাচলের প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্ধার কাজে গাধা নিজেদের অসামান্য হিসেবে প্রমাণ করেছে। গাধারা মানুষের মতো সমস্যার সমাধান করতে না পারলেও এদের সমস্যা সমাধানের দক্ষতা একইসঙ্গে বুদ্ধিমত্তা ও উর্বর মস্তিষ্কের প্রমাণ দেয়। নিজেদের নিত্যনৈমিত্তিক চাহিদা পূরণেও গাধা বুদ্ধি খাটায়। ওয়েবসাইটটি থেকে জানা যায়, গাধার সংখ্যাগত পরিমাণ বোঝার সক্ষমতাও আছে। এরা যেকোনো পরিমাণ ও দলের আকারের মধ্যে পার্থক্য করতে পারে।
গাধার বুদ্ধিমত্তা নিয়ে পোষাপ্রাণী বিষয়ক ওয়েবসাইট পেটকিন থেকে জানা যায়, গাধা প্রায় কুকুরের মতোই বুদ্ধিমান প্রাণী। আবার কারো কারো মতে, প্রাণীটি ডলফিনের মতো স্মার্ট। প্রাণীজগতের প্রখর স্মৃতিসম্পন্ন প্রাণীগুলোর একটি গাধা। এরা একবার ভ্রমণ করেই অনেক জটিল পথ বহুবছর মনে রাখতে পারে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, গাধা মানুষ ও অন্যান্য পশুর চেহারা মনে রাখতে পারে। কোনো গাধার মালিক বলেন, গাধা কাউকে একবার দেখলে আর তাকে কখনো ভোলে না।
গাধার জ্ঞানীয় সক্ষমতা নিয়ে স্পেন ও যুক্তরাষ্ট্রের কিছু পশু বিশেষজ্ঞের একটি গবেষণা ২০১৯ সালে জার্নাল অব ভেটেনারি বিহেভিয়ারে প্রকাশিত হয়। গবেষণাটির ফলাফলে তাঁরা জানান, মানুষের বুদ্ধিমত্তা মাপার একই পরিমাপে গাধাকেও বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখা গেছে। তবে এর মানে এই নয় যে, গাধার বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বেশি। কারণ, প্রাণী ও প্রজাতিভেদে প্রাণীর জ্ঞানীয় সক্ষমতা ভিন্ন ভিন্ন হয়।
এসব সমীক্ষা ও গবেষণায় বোঝা যায়, গাধা বুদ্ধিহীন, বোকাপ্রাণী বলে যে শতাব্দী প্রাচীন ধারণা মানুষের মধ্যে রয়েছে সেটি সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে গাধার স্মৃতিশক্তি প্রখর এবং এদের শেখার সক্ষমতাও দারুণ।
স্কুল জীবনে শিক্ষকের মুখে গাধা খালি খায়নি এমন মানুষ কমই আছে। এ দেশে বোকাদের গাধা বলে বকা দেওয়া খুবই সাধারণ। এই গালি বহু ব্যবহারে এতোটা ভোঁতা হয়ে গেছে যে কেউ তেমন কিছু মনে করে না। মূলত বোকা বা নির্বোধ বোঝাতেই কাউকে এই নিরীহ প্রাণীটির সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ মানুষের বদ্ধমূল ধারণা হলো, গাধা একটি নির্বোধ প্রাণী; তা না হলে নির্বিবাদে সারাজীবন মানুষের জন্য ভারী ভারী বোঝা বইবে কেন! গাধার বুদ্ধিমত্তা নিয়ে এই নীচু ধারণা কি সঠিক? বিজ্ঞান কিন্তু বলছে ভিন্ন কথা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড বায়োমেডিকাল সায়েন্সেস কলেজের পশু চিকিৎসক নোরা ম্যাথিউস গাধার বুদ্ধিমত্তা নিয়ে বলেন, গাধা ঘোড়ার চেয়েও স্মার্ট প্রাণী। প্রকৃতপক্ষে এরা অনেক বুদ্ধিমান প্রাণী, এরা ঘোড়ার মতো সহজে ভয় পায় না। বিপদের ঝুঁকি দেখলে গাধা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সম্ভবত এ কারণেই গাধাকে একরোখা বোকা প্রাণী বলে মনে করা হয়।
গাধার বেগার খাটুনি, ভারী বোঝা বহন করার দৃশ্য গল্প, সাহিত্য ও কার্টুনে অনেক পরিচিত হলেও নোরা ম্যাথিউস বলেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশে শিকারি প্রাণী যেমন নেকড়ে, শিয়াল ইত্যাদি থেকে ভেড়ার পাল রক্ষায় গাধাকে প্রহরী হিসেবে ব্যবহার করা হয়। এরা খুব দক্ষতার সঙ্গে এসব হিংস্র প্রাণীর বিরুদ্ধে লড়াই করতে পারে।
গাধা নিয়ে কাজ করে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা দ্য ডানকি সেঙ্কচুয়ারি। সংস্থাটি একটি সমীক্ষার বরাত দিয়ে জানায়, প্রায় ৭৪ শতাংশ মানুষ গাধাকে বুদ্ধিমান প্রাণী বলে মনে করে না। গাধার বুদ্ধিমত্তা নিয়ে মানুষের এমন ভুল ধারণা শতাব্দী প্রাচীন। এ ধারণার উৎপত্তি গাধার স্বাভাবিক প্রবৃত্তি থেকে। গাধা তার স্বাভাবিক প্রবৃত্তি দ্বারা চালিত হওয়ার চেয়ে আত্মরক্ষায় বেশি জোর দেয়। এর অর্থ হতে পারে যে, গাধাকে দিয়ে যে কাজটি করাতে চাওয়া হচ্ছে, গাধা তা করতে চাচ্ছে না। এমন পরিস্থিতিতে গাধা কেন ওই কাজটি করতে চাচ্ছে না, মালিক তার অন্তর্নিহিত কারণগুলো সহজে খুঁজতে চান না। এখান থেকেই গাধা বুদ্ধিহীন প্রাণী— এমন ধারণার উৎপত্তি হতে পারে।
দ্য ডানকি সেঙ্কচুয়ারির ২০১৩ সালের এক গবেষণায় দেখা যায়, গাধা কুকুর ও ডলফিনের মতোই শিখতে পারে এবং সমস্যার সমাধান করতে পারে। প্রকৃতপক্ষে গাধার স্মৃতিশক্তি প্রখর এবং শেখার সক্ষমতাও দারুণ।
প্রাণীবিষয়ক ওয়েবসাইট এ জেড অ্যানিমেলে গাধার স্মৃতিশক্তি, সমস্যার সমাধান, সংবেদনশীলতা, আন্তসম্পর্ক বুঝতে পারার মতো বুদ্ধিমত্তা সম্পর্কে জানা যায়। ওয়েবসাইটটিতে গাধার বুদ্ধিমত্তা সম্পর্কে বলা হয়েছে, গাধা বুদ্ধিমান প্রাণী। প্রাণীটি স্মৃতিশক্তির জন্য বিখ্যাত। এরা মানুষ, স্থান এবং যেকোনো পরিস্থিতি মনে রাখতে পারে। এই মনে রাখার সক্ষমতা এদের পথ চলতে এবং সম্পর্ক গড়তে সাহায্য করে। গাধা খুব সহজে নতুন কাজ শেখা, রুটিন ও আদেশ মেনে চলা আয়ত্ত করতে পারে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে গাধাকে অন্ধকার খনিতে চলাচলের প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্ধার কাজে গাধা নিজেদের অসামান্য হিসেবে প্রমাণ করেছে। গাধারা মানুষের মতো সমস্যার সমাধান করতে না পারলেও এদের সমস্যা সমাধানের দক্ষতা একইসঙ্গে বুদ্ধিমত্তা ও উর্বর মস্তিষ্কের প্রমাণ দেয়। নিজেদের নিত্যনৈমিত্তিক চাহিদা পূরণেও গাধা বুদ্ধি খাটায়। ওয়েবসাইটটি থেকে জানা যায়, গাধার সংখ্যাগত পরিমাণ বোঝার সক্ষমতাও আছে। এরা যেকোনো পরিমাণ ও দলের আকারের মধ্যে পার্থক্য করতে পারে।
গাধার বুদ্ধিমত্তা নিয়ে পোষাপ্রাণী বিষয়ক ওয়েবসাইট পেটকিন থেকে জানা যায়, গাধা প্রায় কুকুরের মতোই বুদ্ধিমান প্রাণী। আবার কারো কারো মতে, প্রাণীটি ডলফিনের মতো স্মার্ট। প্রাণীজগতের প্রখর স্মৃতিসম্পন্ন প্রাণীগুলোর একটি গাধা। এরা একবার ভ্রমণ করেই অনেক জটিল পথ বহুবছর মনে রাখতে পারে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, গাধা মানুষ ও অন্যান্য পশুর চেহারা মনে রাখতে পারে। কোনো গাধার মালিক বলেন, গাধা কাউকে একবার দেখলে আর তাকে কখনো ভোলে না।
গাধার জ্ঞানীয় সক্ষমতা নিয়ে স্পেন ও যুক্তরাষ্ট্রের কিছু পশু বিশেষজ্ঞের একটি গবেষণা ২০১৯ সালে জার্নাল অব ভেটেনারি বিহেভিয়ারে প্রকাশিত হয়। গবেষণাটির ফলাফলে তাঁরা জানান, মানুষের বুদ্ধিমত্তা মাপার একই পরিমাপে গাধাকেও বুদ্ধিমান প্রাণী হিসেবে দেখা গেছে। তবে এর মানে এই নয় যে, গাধার বুদ্ধিমত্তা মানুষের চেয়ে বেশি। কারণ, প্রাণী ও প্রজাতিভেদে প্রাণীর জ্ঞানীয় সক্ষমতা ভিন্ন ভিন্ন হয়।
এসব সমীক্ষা ও গবেষণায় বোঝা যায়, গাধা বুদ্ধিহীন, বোকাপ্রাণী বলে যে শতাব্দী প্রাচীন ধারণা মানুষের মধ্যে রয়েছে সেটি সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে গাধার স্মৃতিশক্তি প্রখর এবং এদের শেখার সক্ষমতাও দারুণ।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১৬ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২০ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
২ দিন আগে