ফ্যাক্টচেক ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত অদ্ভুত এক ভবনের ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, ভবনটি এভাবেই ডিজাইন করা! ‘ঘর সাজানোর হরেক রকমের আইডিয়া Interior Design’ নামের ৫ লাখ সদস্যের একটি গ্রুপে ছবিটি এমন দাবিতেই গত ৯ জুলাই পোস্ট করা হয়েছে। পোস্টটির কমেন্টবক্সে মন্তব্য পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ভবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। ফ্রান্স প্রবাসী কয়েকজন আবার কমেন্ট করেছেন, এত দিন ফ্রান্সে থেকেও এমন ভবন তাঁরা দেখেননি।
ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘দ্য মাইন্ড সার্কেল’ নামের একটি ওয়েবসাইটে একই ধরনের আরও বেশ কিছু ছবি পাওয়া যায়। ছবির ভবনটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, প্যারিসের পঞ্চম জর্জ অ্যাভিনিউতে অবস্থিত এই ভবন ‘মেল্টিং বিল্ডিং’ নামেও পরিচিত। ঘটনা বেশ আগের। প্রকৃতপক্ষে এটি একটি ম্যুরাল। ম্যুরালটি এমনভাবে তৈরি করা হয় যাতে দৃষ্টিভ্রম তৈরি হয়। দেখে মনে হয় যেন, ভবনটি ঘন তরলের মতো গলে পড়ছে!
ম্যুরালটি পুরোনো একটি ভবন সংস্কারকাজের সময় বাইরের অস্থায়ী আবরণ হিসেবে ২০০৭ সালে তৈরি করা হয়। পিয়েরে দেলাভি নামে এক শিল্পী ভবনটির মূল কাঠামোর আদলে ম্যুরালটি তৈরি করেন এবং এটি পরে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বড় ক্যানভাসে ছাপা হয়। সংস্কারকাজের সময় ক্যানভাসটি ভবনের সম্মুখভাগে রাখা হয়, এতে পুরো ভবন আড়াল হয়ে যায়। পিয়েরে দেলাভি ছবিগুলো এমনভাবে তৈরি করেছিলেন যে, দেখে মনে হয় যেন এটিই ভবনের মূল আকৃতি!
ছবি ও ভিডিও হোস্টিং সার্ভিস ফ্লিকারের ওয়েবসাইটে ভবনটির আরেকটি ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ছবিটি ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি ‘ব্লু কেল্ট’ নামের একটি ফরাসি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বর্ণনায় বলা হয়, ফ্রান্সের প্যারিসে ৩৯ পঞ্চম জর্জ অ্যাভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটির সংস্কারকাজের সময় এমন ম্যুরালে ঢেকে দেওয়া হয়েছিল।
ফ্লিকারে উল্লিখিত পরিচয়ের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভবনটির মূল ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবির ভবনটির ছাদ, জানালা, রেলিংয়ের মিল পাওয়া যায়। এ ছাড়া ভবনটির সামনের রাস্তা, গাছ, পতাকার স্ট্যান্ড, আশপাশের ভবনগুলোরও মিল পাওয়া যায়। তবে এখানে ভবনটি স্বাভাবিক অন্যান্য ভবনের মতোই। ভাইরাল ছবির মতো ভবনটি গলে পড়ছে না!
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত অদ্ভুত এক ভবনের ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, ভবনটি এভাবেই ডিজাইন করা! ‘ঘর সাজানোর হরেক রকমের আইডিয়া Interior Design’ নামের ৫ লাখ সদস্যের একটি গ্রুপে ছবিটি এমন দাবিতেই গত ৯ জুলাই পোস্ট করা হয়েছে। পোস্টটির কমেন্টবক্সে মন্তব্য পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ভবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। ফ্রান্স প্রবাসী কয়েকজন আবার কমেন্ট করেছেন, এত দিন ফ্রান্সে থেকেও এমন ভবন তাঁরা দেখেননি।
ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘দ্য মাইন্ড সার্কেল’ নামের একটি ওয়েবসাইটে একই ধরনের আরও বেশ কিছু ছবি পাওয়া যায়। ছবির ভবনটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, প্যারিসের পঞ্চম জর্জ অ্যাভিনিউতে অবস্থিত এই ভবন ‘মেল্টিং বিল্ডিং’ নামেও পরিচিত। ঘটনা বেশ আগের। প্রকৃতপক্ষে এটি একটি ম্যুরাল। ম্যুরালটি এমনভাবে তৈরি করা হয় যাতে দৃষ্টিভ্রম তৈরি হয়। দেখে মনে হয় যেন, ভবনটি ঘন তরলের মতো গলে পড়ছে!
ম্যুরালটি পুরোনো একটি ভবন সংস্কারকাজের সময় বাইরের অস্থায়ী আবরণ হিসেবে ২০০৭ সালে তৈরি করা হয়। পিয়েরে দেলাভি নামে এক শিল্পী ভবনটির মূল কাঠামোর আদলে ম্যুরালটি তৈরি করেন এবং এটি পরে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বড় ক্যানভাসে ছাপা হয়। সংস্কারকাজের সময় ক্যানভাসটি ভবনের সম্মুখভাগে রাখা হয়, এতে পুরো ভবন আড়াল হয়ে যায়। পিয়েরে দেলাভি ছবিগুলো এমনভাবে তৈরি করেছিলেন যে, দেখে মনে হয় যেন এটিই ভবনের মূল আকৃতি!
ছবি ও ভিডিও হোস্টিং সার্ভিস ফ্লিকারের ওয়েবসাইটে ভবনটির আরেকটি ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ছবিটি ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি ‘ব্লু কেল্ট’ নামের একটি ফরাসি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বর্ণনায় বলা হয়, ফ্রান্সের প্যারিসে ৩৯ পঞ্চম জর্জ অ্যাভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটির সংস্কারকাজের সময় এমন ম্যুরালে ঢেকে দেওয়া হয়েছিল।
ফ্লিকারে উল্লিখিত পরিচয়ের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভবনটির মূল ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবির ভবনটির ছাদ, জানালা, রেলিংয়ের মিল পাওয়া যায়। এ ছাড়া ভবনটির সামনের রাস্তা, গাছ, পতাকার স্ট্যান্ড, আশপাশের ভবনগুলোরও মিল পাওয়া যায়। তবে এখানে ভবনটি স্বাভাবিক অন্যান্য ভবনের মতোই। ভাইরাল ছবির মতো ভবনটি গলে পড়ছে না!
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১০ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১৮ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে