ফ্যাক্টচেক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন জরিপে কমলা হ্যারিসকে এগিয়ে থাকতে দেখা গেলেও ভোটের ময়দানে বাজিমাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ইতিমধ্যে ট্রাম্পের ঝুলিতে গেছে ২৬৭টি, কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ টি। আর মাত্র তিনটি ইলেক্টোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দাবিতে একটি সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরযুক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইংরেজিতে লেখা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল প্যাডে লেখা সংবাদ বিজ্ঞপ্তিটিতে ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে লেখা, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প সেই নেতা, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তিনি বিশ্বমানবতার জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবেন এবং আমাদের এমন জায়গায় নিয়ে যাবেন, যেখানে আমরা আগে কখনো যাইনি। সত্যি কথা বলতে, আমি ২০১৬ সাল থেকেই গোপনে তাঁর ভক্ত। আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের মধ্যে যে উষ্ণ সম্পর্ক রয়েছে, সে জন্য অভিনন্দন।’
সংবাদ বিজ্ঞপ্তিটিতে প্রকাশের সময় দেওয়া আজ বুধবার (৬ নভেম্বর)।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজসহ সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো খুঁজে এমন কোনো সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে সংবাদ বিজ্ঞপ্তিটির সত্যতা সম্পর্কে জানতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। প্রেস উইং থেকে ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে অভিনন্দন জানানোর দাবিতে ছড়ানো সংবাদ বিজ্ঞপ্তিটি আসল নয় বলে নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি। এর মধ্যেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে প্রস্তুত করা মঞ্চে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজেকে বিজয়ী ঘোষণা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন জরিপে কমলা হ্যারিসকে এগিয়ে থাকতে দেখা গেলেও ভোটের ময়দানে বাজিমাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ইতিমধ্যে ট্রাম্পের ঝুলিতে গেছে ২৬৭টি, কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ টি। আর মাত্র তিনটি ইলেক্টোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দাবিতে একটি সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরযুক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইংরেজিতে লেখা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল প্যাডে লেখা সংবাদ বিজ্ঞপ্তিটিতে ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে লেখা, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প সেই নেতা, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। তিনি বিশ্বমানবতার জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবেন এবং আমাদের এমন জায়গায় নিয়ে যাবেন, যেখানে আমরা আগে কখনো যাইনি। সত্যি কথা বলতে, আমি ২০১৬ সাল থেকেই গোপনে তাঁর ভক্ত। আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের মধ্যে যে উষ্ণ সম্পর্ক রয়েছে, সে জন্য অভিনন্দন।’
সংবাদ বিজ্ঞপ্তিটিতে প্রকাশের সময় দেওয়া আজ বুধবার (৬ নভেম্বর)।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজসহ সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো খুঁজে এমন কোনো সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে দেশীয় কোনো সংবাদমাধ্যমেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে সংবাদ বিজ্ঞপ্তিটির সত্যতা সম্পর্কে জানতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। প্রেস উইং থেকে ট্রাম্পকে ‘মেসিয়াহ’ উল্লেখ করে অভিনন্দন জানানোর দাবিতে ছড়ানো সংবাদ বিজ্ঞপ্তিটি আসল নয় বলে নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি। এর মধ্যেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে প্রস্তুত করা মঞ্চে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজেকে বিজয়ী ঘোষণা করেন তিনি।
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
৭ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগে