ফ্যাক্টচেক ডেস্ক
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, আজ ১০ ডিসেম্বর একটি খুব বিশেষ দিন। কারণ, প্রত্যেকের বয়স আজ ২০২৩! এটি প্রতি এক হাজার বছরে একবার ঘটে। এটি বের করার প্রক্রিয়া হলো, বয়সের সঙ্গে জন্মসাল যোগ করা। যেমন, কারও বয়স পূর্ণ ১৪ বছর, জন্ম ২০০৯ সাল হলে দুটি সংখ্যা যোগ করলে হবে ২০২৩। এমনভাবে এটি সবার জন্যই হবে।
একই দাবিতে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভাইরাল একটি ভিডিও আজ রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২৩ হাজার। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি।
এমন তথ্য ফেসবুকেও প্রচার হতে দেখা যায়। ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। এসব পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা দাবিটি যাচাই করতে নিজের বয়সের সঙ্গে জন্মসাল যোগ করে মন্তব্য করছেন।
অনুসন্ধানে দেখা যায়, যেকোনো বয়সী ব্যক্তির বয়সের সঙ্গে জন্মসাল যোগ দিলে সবার একই ফলাফল অর্থাৎ ২০২৩ আসে। এটি বিরল কোনো ঘটনা নয়।
কি-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপসের ওয়েবসাইটে ২০১৮ সালের ৫ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, ২০১৭ ও ২০১৮ সালেও ইন্টারনেটে অনুরূপ দাবি ছড়িয়েছিল। সে সময় দাবি করা হয়, ‘যেকোনো বয়সী ব্যক্তির বয়সের সঙ্গে জন্মসাল যোগ দিলে যোগফল ২০১৮ হয়। যা প্রতি হাজার বছরে একবার ঘটে।’ মূলত এটি অতি সাধারণ পাটিগণিত। প্রতি হাজার বছরে একবার ঘটে এমন নয়।
নির্দিষ্ট বছরে জন্মতারিখ অতিবাহিত হওয়ার আগে এ কৌশল কাজ করে না। যেমন, ২০০০ সালের ১০ ডিসেম্বর কারও জন্ম, চলতি ২০২৩ সালে তাঁর জন্মদিন উদ্যাপনের আগে, অর্থাৎ ৯ ডিসেম্বর পর্যন্ত তাঁর বয়স হবে ২২ বছর। ফলে ১০ ডিসেম্বরের আগে তাঁর জন্মসালের সঙ্গে বয়স যোগ করলে কখনোই ২০২৩ হবে না।
আইএফসিএন স্বীকৃত অস্ট্রেলিয়ান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি) ফ্যাক্টচেক জানায়, যেকোনো বয়সী ব্যক্তির বয়সের সঙ্গে জন্মসাল যোগ করলে সবার একই ফলাফল আসার দাবিটি ২০১৯ সালেও ইন্টারনেটে ভাইরাল হয়। সে সময়ও দাবি করা হয়—এমন ঘটনা হাজার বছরে একবার ঘটে।
বীজগণিতের প্রভাষক এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অব সায়েন্সের গবেষণা ফেলো ড. আনন্দ দেওপুরকর এ দাবিটি নিয়ে এএপি ফ্যাক্টচেককে বলেন, এটা খুব সাধারণ গণিত। যদি কেউ তাঁর বয়সের সঙ্গে জন্মসাল যোগ করেন, ফলাফল সব সময় চলমান বছরই আসবে। এটি বিরল কিছু নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ধরুন এখন ২০২০ সাল। ২০২০ সাল থেকে আমার জন্মসাল ১৯৮৬ বাদ দিলে ফলাফল আসবে ৩৪। এটিই আমার বয়স। এখন এই যোগফলের সঙ্গে আবার জন্মসাল যোগ দিলে ২০২০ সাল অর্থাৎ চলমান বছর পাওয়া যাবে।’
আরও সহজ করে বললে, জন্মের পর কেউ যত বছর অতিবাহিত করে সেটিই তার বয়স। যেমন, জন্ম যদি হয় ২০০০ সালে, তাহলে ২০ বছর পর হবে ২০২০ সাল, সেই সঙ্গে তার বয়সও হবে ২০ বছর। শর্ত হলো, ২০২০ সালে তার বয়স পূর্ণ হতে হবে। ১৯ বছর কয়েক মাস কয়েক দিন—এমন হলে হবে না।
সিদ্ধান্ত
ইন্টারনেটে ভুল তথ্য ছড়ানোর একটি সাধারণ উৎস হলো সংখ্যাতত্ত্ব। এর আগেও সংখ্যাতত্ত্ব ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একাধিক ভুল তথ্য শনাক্ত করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ২০২৩ সালে প্রত্যেকের বয়স একই হওয়ার দাবিটিও এমন একটি ভুল তথ্য। এটি প্রতি হাজার বছরে একবার ঘটে এমন নয়, বরং এটি খুবই সাধারণ পাটিগণিত মাত্র।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, আজ ১০ ডিসেম্বর একটি খুব বিশেষ দিন। কারণ, প্রত্যেকের বয়স আজ ২০২৩! এটি প্রতি এক হাজার বছরে একবার ঘটে। এটি বের করার প্রক্রিয়া হলো, বয়সের সঙ্গে জন্মসাল যোগ করা। যেমন, কারও বয়স পূর্ণ ১৪ বছর, জন্ম ২০০৯ সাল হলে দুটি সংখ্যা যোগ করলে হবে ২০২৩। এমনভাবে এটি সবার জন্যই হবে।
একই দাবিতে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভাইরাল একটি ভিডিও আজ রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ লাখ ৮৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২৩ হাজার। শেয়ার হয়েছে দেড় হাজারের বেশি।
এমন তথ্য ফেসবুকেও প্রচার হতে দেখা যায়। ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। এসব পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা দাবিটি যাচাই করতে নিজের বয়সের সঙ্গে জন্মসাল যোগ করে মন্তব্য করছেন।
অনুসন্ধানে দেখা যায়, যেকোনো বয়সী ব্যক্তির বয়সের সঙ্গে জন্মসাল যোগ দিলে সবার একই ফলাফল অর্থাৎ ২০২৩ আসে। এটি বিরল কোনো ঘটনা নয়।
কি-ওয়ার্ড অনুসন্ধানে আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান স্নোপসের ওয়েবসাইটে ২০১৮ সালের ৫ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, ২০১৭ ও ২০১৮ সালেও ইন্টারনেটে অনুরূপ দাবি ছড়িয়েছিল। সে সময় দাবি করা হয়, ‘যেকোনো বয়সী ব্যক্তির বয়সের সঙ্গে জন্মসাল যোগ দিলে যোগফল ২০১৮ হয়। যা প্রতি হাজার বছরে একবার ঘটে।’ মূলত এটি অতি সাধারণ পাটিগণিত। প্রতি হাজার বছরে একবার ঘটে এমন নয়।
নির্দিষ্ট বছরে জন্মতারিখ অতিবাহিত হওয়ার আগে এ কৌশল কাজ করে না। যেমন, ২০০০ সালের ১০ ডিসেম্বর কারও জন্ম, চলতি ২০২৩ সালে তাঁর জন্মদিন উদ্যাপনের আগে, অর্থাৎ ৯ ডিসেম্বর পর্যন্ত তাঁর বয়স হবে ২২ বছর। ফলে ১০ ডিসেম্বরের আগে তাঁর জন্মসালের সঙ্গে বয়স যোগ করলে কখনোই ২০২৩ হবে না।
আইএফসিএন স্বীকৃত অস্ট্রেলিয়ান ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি) ফ্যাক্টচেক জানায়, যেকোনো বয়সী ব্যক্তির বয়সের সঙ্গে জন্মসাল যোগ করলে সবার একই ফলাফল আসার দাবিটি ২০১৯ সালেও ইন্টারনেটে ভাইরাল হয়। সে সময়ও দাবি করা হয়—এমন ঘটনা হাজার বছরে একবার ঘটে।
বীজগণিতের প্রভাষক এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অব সায়েন্সের গবেষণা ফেলো ড. আনন্দ দেওপুরকর এ দাবিটি নিয়ে এএপি ফ্যাক্টচেককে বলেন, এটা খুব সাধারণ গণিত। যদি কেউ তাঁর বয়সের সঙ্গে জন্মসাল যোগ করেন, ফলাফল সব সময় চলমান বছরই আসবে। এটি বিরল কিছু নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ধরুন এখন ২০২০ সাল। ২০২০ সাল থেকে আমার জন্মসাল ১৯৮৬ বাদ দিলে ফলাফল আসবে ৩৪। এটিই আমার বয়স। এখন এই যোগফলের সঙ্গে আবার জন্মসাল যোগ দিলে ২০২০ সাল অর্থাৎ চলমান বছর পাওয়া যাবে।’
আরও সহজ করে বললে, জন্মের পর কেউ যত বছর অতিবাহিত করে সেটিই তার বয়স। যেমন, জন্ম যদি হয় ২০০০ সালে, তাহলে ২০ বছর পর হবে ২০২০ সাল, সেই সঙ্গে তার বয়সও হবে ২০ বছর। শর্ত হলো, ২০২০ সালে তার বয়স পূর্ণ হতে হবে। ১৯ বছর কয়েক মাস কয়েক দিন—এমন হলে হবে না।
সিদ্ধান্ত
ইন্টারনেটে ভুল তথ্য ছড়ানোর একটি সাধারণ উৎস হলো সংখ্যাতত্ত্ব। এর আগেও সংখ্যাতত্ত্ব ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একাধিক ভুল তথ্য শনাক্ত করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ২০২৩ সালে প্রত্যেকের বয়স একই হওয়ার দাবিটিও এমন একটি ভুল তথ্য। এটি প্রতি হাজার বছরে একবার ঘটে এমন নয়, বরং এটি খুবই সাধারণ পাটিগণিত মাত্র।
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
৮ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগে