ফ্যাক্টচেক ডেস্ক
হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল গত ২৮ মার্চ। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে নেন অন্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরাও। এ নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সাক্ষাৎকার ছিল, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়। এই উৎসবের ভিডিও দাবি করে ‘ঝরা পাতা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ওপরে লেখা হয়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’।
ভিডিওটিতে একজন তরুণীর সঙ্গে এক তরুণকে হোলি উৎসবে আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণীকে ‘ছাত্রলীগ নেত্রী’ দাবি করেছেন। অনেক ব্যবহারকারীকেই ভিডিওটি বাংলাদেশের ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘gana_kantu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ মার্চ ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম সেলিব্রিটি টুয়িংকল কাপুর ডলের (twinklekapoordoll) সঙ্গে ২০২৪ সালের হোলি উদ্যাপন।
অ্যাকাউন্টটিতে হোলি উৎসব উদযাপনের আরও ভিডিও পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারীর বিস্তারিত পরিচয় জানতে প্রোফাইলটি ঘুরে দেখা যায়, তাঁর পুরো নাম গনপতি নাইড়ু কানতু (Ganapathi naidu kantu)। তিনি নিজেকে একজন ‘আর্টিস্ট’ পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সূত্রে তাঁর ফেসবুক প্রোফাইলের লিংকও পাওয়া যায়। এ সূত্রে জানা যায়, গনপতি নাইড়ু কানতু ভারতের অন্ধ্র প্রদেশের বিজায়ওয়াড়া শহরে বসবাস করেন।
‘Twinklekapoordoll’ নামের ইনস্টাগ্রাম সেলিব্রিটির পরিচয় নিয়ে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজেকে অভিনেত্রী দাবি করেছেন এবং পরিচয়ে লিখেছেন ‘MarathiMulgi’। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাষা মারাঠি। মারাঠি ভাষায় ‘Mulgi’ শব্দের অর্থ মেয়ে, তরুণী। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটিও বাংলাদেশি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও হোলি উৎসব উদ্যাপনের একইদিনের আরেকটি ভিডিও এবং ছবি পাওয়া যায়। এমন একটি ভিডিওতে মঞ্চে থাকা ব্যানারে ‘Hyderabad Models’ শব্দগুচ্ছ দেখা যায়।
এই শব্দগুচ্ছের সূত্রে অনুসন্ধানে ফেসবুকে ‘Hyderabad Models’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজে গত ১৮ মার্চ হোলি উৎসব উদ্যাপন নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি সূত্রে জানা যায়, এই হোলি উৎসবটি আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে কুকাতপল্লী এইচএমডিএ প্লে গ্রাউন্ডে, মেট্রো হোলসেল সুপার মার্কেটের পাশে। এই উদ্যাপনে টুয়িংকল কাপুর ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হোলি উৎসবটি আয়োজন করা হয় গত ২৪ ও ২৫ মার্চ।
এসব তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের।
হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল গত ২৮ মার্চ। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে নেন অন্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরাও। এ নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সাক্ষাৎকার ছিল, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়। এই উৎসবের ভিডিও দাবি করে ‘ঝরা পাতা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ওপরে লেখা হয়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’।
ভিডিওটিতে একজন তরুণীর সঙ্গে এক তরুণকে হোলি উৎসবে আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণীকে ‘ছাত্রলীগ নেত্রী’ দাবি করেছেন। অনেক ব্যবহারকারীকেই ভিডিওটি বাংলাদেশের ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘gana_kantu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ মার্চ ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম সেলিব্রিটি টুয়িংকল কাপুর ডলের (twinklekapoordoll) সঙ্গে ২০২৪ সালের হোলি উদ্যাপন।
অ্যাকাউন্টটিতে হোলি উৎসব উদযাপনের আরও ভিডিও পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারীর বিস্তারিত পরিচয় জানতে প্রোফাইলটি ঘুরে দেখা যায়, তাঁর পুরো নাম গনপতি নাইড়ু কানতু (Ganapathi naidu kantu)। তিনি নিজেকে একজন ‘আর্টিস্ট’ পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সূত্রে তাঁর ফেসবুক প্রোফাইলের লিংকও পাওয়া যায়। এ সূত্রে জানা যায়, গনপতি নাইড়ু কানতু ভারতের অন্ধ্র প্রদেশের বিজায়ওয়াড়া শহরে বসবাস করেন।
‘Twinklekapoordoll’ নামের ইনস্টাগ্রাম সেলিব্রিটির পরিচয় নিয়ে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজেকে অভিনেত্রী দাবি করেছেন এবং পরিচয়ে লিখেছেন ‘MarathiMulgi’। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাষা মারাঠি। মারাঠি ভাষায় ‘Mulgi’ শব্দের অর্থ মেয়ে, তরুণী। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটিও বাংলাদেশি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও হোলি উৎসব উদ্যাপনের একইদিনের আরেকটি ভিডিও এবং ছবি পাওয়া যায়। এমন একটি ভিডিওতে মঞ্চে থাকা ব্যানারে ‘Hyderabad Models’ শব্দগুচ্ছ দেখা যায়।
এই শব্দগুচ্ছের সূত্রে অনুসন্ধানে ফেসবুকে ‘Hyderabad Models’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজে গত ১৮ মার্চ হোলি উৎসব উদ্যাপন নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি সূত্রে জানা যায়, এই হোলি উৎসবটি আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে কুকাতপল্লী এইচএমডিএ প্লে গ্রাউন্ডে, মেট্রো হোলসেল সুপার মার্কেটের পাশে। এই উদ্যাপনে টুয়িংকল কাপুর ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হোলি উৎসবটি আয়োজন করা হয় গত ২৪ ও ২৫ মার্চ।
এসব তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৪ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১০ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১ দিন আগে