ইতালির গায়িকা জুলিয়া মার্কিন কি নিজের ব্রা নিলামে তুলেছিলেন 

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১৬: ৪৬
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ১১

গত শতকের মাঝামাঝি ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন শহরের চত্বরে দাঁড়িয়ে নিজের শরীর থেকে ব্রা খুলে বিক্রির জন্য নিলামে তুলেছিলেন বলে একটি দাবি জনশ্রুত আছে। সম্প্রতি উন্মুক্ত স্থানে ব্রা হাতে এক নারীর ছবিসহ দাবিটি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এতে বলা হয়, ইতালির বিখ্যাত গায়িকা জুলিয়া মার্কিন শহরের একটি চত্বরে দাঁড়িয়ে তার নিজের শরীর থেকে ব্রা খুলে বলেন, ‘এটা বিক্রি করতে চাই, কে কতো দিবেন?’ উপস্থিত জনগণ মরিয়া হয়ে ওঠে এবং ব্রাটির দাম তিন হাজার ডলার পর্যন্ত মূল্য নির্ধারণ হয়! তিনি অট্টহাসি দিয়ে বলেন, ‘তোমরা অত্যন্ত বোকা, যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না জেনেও এটা তিন হাজার ডলার দিয়ে কিনতে মরিয়া হয়ে উঠেছ? অথচ, কোনো দরিদ্র, ক্ষুধার্ত, অভুক্ত মানুষ সামান্য খাবার চাইলে তাকে ১ ডলারও দিতে চাইবে না।’ অতঃপর তিনি বলেছিলেন, ‘তোমাদের মন মানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত!’

সত্যিই কি জুলিয়া মার্কিন নিজের ব্রা নিলামে তুলেছিলেন? ভাইরাল ছবিটির গল্পটি কি এমনই? এসব প্রশ্নের উত্তর খুঁজেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

ইতালির গায়িকা জুলিয়া মার্কিন শহরের রাস্তায় দাঁড়িয়ে তাঁর ব্রা নিলামে তুলে মানুষের মন মানসিকতা পরীক্ষার দাবিটির সত্যতা অনুসন্ধানে ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে এটি খুঁজে পাওয়া যায়। মিডিয়াম নামের একটি ওয়েবসাইটে ২০২২ সালের অক্টোবরে জুলিয়া মার্কিনের গল্পটি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৫৫ সালে জুলিয়া মার্কিন একটি মোড়ে গাড়ি থামিয়ে নিজের ব্রা খুলে সেখানে উপস্থিত মানুষের সামনে ছুড়ে দেয়। ওই সময় একজন ফটোগ্রাফার তার ছবি তোলেন, যা পরে বিখ্যাত হয়েছিল। প্রতিবেদনটিতে ব্রা হাতে ভাইরাল ছবিটিই ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটিতে কোনো সূত্র বা ফটোগ্রাফারের নাম উল্লেখ করা হয়নি। অন্যান্য ওয়েবসাইটেও একই ছবি এবং প্রায় একই গল্প প্রচার হতে দেখা যায়। 

জুলিয়া মার্কিন নিজের ব্রা নিলামে তুলেছিলেন এমন কোনো তথ্যও ইন্টারনেটে নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। 

পরে ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০১৮ সালের ২০ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে জোই গ্রসম্যান নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়।  জোই গ্রসম্যান নিজেকে চিত্রগ্রাহক হিসেবে পরিচয় দিয়েছেন ইনস্টাগ্রামে। ভাইরাল ছবিটির প্রসঙ্গে জোই গ্রসম্যান লেখেন, হার্পারস বাজার ইউএসের সঙ্গে ইতিহাসের স্মরণীয় মুহূর্তকে চিত্রিত করে আমার আরেকটি কাজ। ১৯৬৯ সালে নারী অধিকারের জন্য আন্দোলনকারী একজন প্রতিবাদীর স্মরণে তোলা আমার এই ছবিতে কাজ করেছে প্রতিভাবান ও দারুণ মানুষ কেটি হোমস। 

ব্রা হাতে ছবি তোলা নারী জুলিয়া মার্কিন নন, তিনি কেটি হোমস। ছবি: হার্পারস বাজার ম্যাগাজিন প্রসঙ্গত, হার্পারস বাজার যুক্তরাষ্ট্রের নারী বিষয়ক একটি ফ্যাশন ম্যাগাজিন। ১৮৬৭ সালের ২ নভেম্বর এটি সাপ্তাহিক  হার্পারস বাজার হিসেবে প্রথম প্রকাশিত হয়। 

জোই গ্রসম্যানের এই ইনস্টাগ্রাম পোস্টের সূত্রে পরে হার্পারস বাজার ম্যাগাজিনে খুঁজে ২০১৮ সালের ২০ নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী উজো আদুবা, কেটি হোমস এবং যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একজন পেশাদার নার্স ইয়েশিয়া ইভান্স সমাজ পরিবর্তনের স্মরণীয় মুহূর্তের চিত্রগুলোকে পুনরায় তৈরি করে। প্রতিবেদনে জোই গ্রসম্যানের তোলা কেটি হোমসের ছবিটিও খুঁজে পাওয়া যায়। ছবিটি প্রসঙ্গে ম্যাগাজিনটিতে বলা হয়, ১৯৬৯ সালে একজন প্রতিবাদী নারী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকো ডিপার্টমেন্ট স্টোরের বাইরে ব্রা হাতে ছবি তুলেছিলেন। ওই ছবিটিরই ২০১৮ সালে পুনঃসৃষ্টি করেন কেটি হোমস।

এ ছাড়া ম্যাগাজিনটির একজন মুখপাত্র ব্রা হাতে নারীর ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ২০২১ সালে বার্তা সংস্থা এএফপিকে জানান, ছবিটি হার্পারস বাজার ম্যাগাজিনের ডিসেম্বর ২০১৮/ জানুয়ারি ২০১৯ সংখ্যার জন্য তোলা হয়েছিল। এতে কেটি হোমস ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকো ডিপার্টমেন্ট স্টোরের বাইরে একজন প্রতিবাদী নারীর ছবি পুনঃসৃষ্টি করেন।

সুতরাং ওপরের আলোচনা থেকে স্পষ্ট, ব্রা নিলামের তোলার দাবিতে প্রচারিত ছবিটিতে থাকা নারীটি জুলিয়া মার্কিন নয় এবং এটি ১৯৫৫ সালেও তোলা নয়। বরং মার্কিন অভিনেত্রী কেটি হোমসের ইতিহাসকে স্মরণ করে তোলা ২০১৮ সালের তোলা একটি ছবিকে ভিত্তিহীন গল্প জুড়ে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত