ফ্যাক্টচেক ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ফোর্বসের প্রচ্ছদে তাঁর ছবি স্থান পেয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খামেনির ছবিযুক্ত ফোর্বস ম্যাগাজিনের একটি প্রচ্ছদ শেয়ার করে দাবি করা হচ্ছে, তাঁকে ফোর্বস ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ শিরোনামে প্রচ্ছদে জায়গা দিয়েছে। বাংলা ভাষাভাষীসহ এ দাবি ছড়িয়েছে ইংরেজি ভাষাতেও।
দাবিটি নিয়ে অনুসন্ধানে ফোর্বস ম্যাগাজিনের স্টোরে খুঁজে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফোর্বস ম্যাগাজিনের স্টোরে ২০১৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ম্যাগাজিনটির প্রচ্ছদের ছবি পাওয়া যায়। তবে এখানে আয়াতুল্লাহ আলী খামেনির ছবিযুক্ত কোনো প্রচ্ছদ পাওয়া যায়নি। ম্যাগাজিনটির সবশেষ সংস্করণ এপ্রিল/মে সংখ্যায় মার্কিন ব্যবসায়ী এবং বিলিয়নিয়ার টড বোহেলি জায়গা পেয়েছেন।
তবে মাগ্যাজিনটি ২০১৮ সালের মে সংস্করণে আয়াতুল্লাহ আলী খামেনিকে সেই সময়ের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের তালিকায় ১৭তম স্থান দেওয়া হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ছবি দিয়ে ওই সংস্করণের প্রচ্ছদ করা হয়েছিল ।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালায় ইরান। সিরিয়া কনস্যুলেটে বিমান হামলায় শীর্ষস্থানীয় ইরানি কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছিল দেশটি। এটি ইরানের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা। ‘দ্য ট্রু প্রমিজ’ নামে পরিচালিত এ হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ৩০০-এর বেশি ড্রোন এবং ক্ষেপনাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ড্রোন ছিল ১৭০টি এবং ৩০টির মতো ক্রুজ মিসাইল এবং ১১০টি ব্যালিস্টিক মিসাইল।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করেই ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে আয়াতুল্লাহ আলী খামেনিকে স্থান দেওয়ার দাবিটি ছড়িয়ে থাকতে পারে।
যদিও এ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, ইরানের ছোড়া ১১০টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে কিছু মিসাইল ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে। সর্বোপরি, ৯৯ শতাংশ ইসরায়েলি আকাশসীমার বাইরে অথবা ইসরায়েলের আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান দাবি করেছে, ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি সামরিক ঘাঁটিতে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ফোর্বসের প্রচ্ছদে তাঁর ছবি স্থান পেয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খামেনির ছবিযুক্ত ফোর্বস ম্যাগাজিনের একটি প্রচ্ছদ শেয়ার করে দাবি করা হচ্ছে, তাঁকে ফোর্বস ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ শিরোনামে প্রচ্ছদে জায়গা দিয়েছে। বাংলা ভাষাভাষীসহ এ দাবি ছড়িয়েছে ইংরেজি ভাষাতেও।
দাবিটি নিয়ে অনুসন্ধানে ফোর্বস ম্যাগাজিনের স্টোরে খুঁজে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ফোর্বস ম্যাগাজিনের স্টোরে ২০১৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ম্যাগাজিনটির প্রচ্ছদের ছবি পাওয়া যায়। তবে এখানে আয়াতুল্লাহ আলী খামেনির ছবিযুক্ত কোনো প্রচ্ছদ পাওয়া যায়নি। ম্যাগাজিনটির সবশেষ সংস্করণ এপ্রিল/মে সংখ্যায় মার্কিন ব্যবসায়ী এবং বিলিয়নিয়ার টড বোহেলি জায়গা পেয়েছেন।
তবে মাগ্যাজিনটি ২০১৮ সালের মে সংস্করণে আয়াতুল্লাহ আলী খামেনিকে সেই সময়ের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের তালিকায় ১৭তম স্থান দেওয়া হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ছবি দিয়ে ওই সংস্করণের প্রচ্ছদ করা হয়েছিল ।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ইসরায়েলে হামলা চালায় ইরান। সিরিয়া কনস্যুলেটে বিমান হামলায় শীর্ষস্থানীয় ইরানি কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলা চালিয়েছিল দেশটি। এটি ইরানের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা। ‘দ্য ট্রু প্রমিজ’ নামে পরিচালিত এ হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ৩০০-এর বেশি ড্রোন এবং ক্ষেপনাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ড্রোন ছিল ১৭০টি এবং ৩০টির মতো ক্রুজ মিসাইল এবং ১১০টি ব্যালিস্টিক মিসাইল।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করেই ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে আয়াতুল্লাহ আলী খামেনিকে স্থান দেওয়ার দাবিটি ছড়িয়ে থাকতে পারে।
যদিও এ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, ইরানের ছোড়া ১১০টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে কিছু মিসাইল ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে। সর্বোপরি, ৯৯ শতাংশ ইসরায়েলি আকাশসীমার বাইরে অথবা ইসরায়েলের আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরান দাবি করেছে, ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি সামরিক ঘাঁটিতে তাদের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
৯ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে